Unlock GP Modem (খুব সহজে আপনার জিপি Huawei মডেমটি আনলক করুন এবং যে কোন সিম ব্যবহার করুন)

এই টিউনটি তাদের জন্য যাদের মডেম এ https://www.techtunes.io/tips-and-tricks/tune-id/79617 ট্রিকস  টি কাজ করে না

আসসালামুআলাইকুম আশা করি সবাই ভালো আছেন,আমি আজ আপনাদের ফ্রিনেট ব্যবহার করার সহযোগিতা করবো।আমাদের সবার হয়তো প্রতিটি মোবাইল অপারেটর এর আলাদা করে মডেম কেনার মতো সামর্থ নেই তাই  আমি যেটা পেরেছি সেইটা আপনাদের সাথে সেয়ার করলাম।যাই হোক কাজের কথাই আসা যাক আমি Grameenphone  এর Huwei ce 0682 এই মডেলের 3G  মডেম ব্যবহার করছি।আমার  রবি,এয়ারটেল,বাংলালিংক সিম আছে কিন্তু আমি  Grameenphone  ছাড়া অন্য কোন অপারেটর এর ইন্টারনেট ব্যবহার করতে পারি না।কিন্তু আমি আজ যথন দেখলাম রবি ফ্রিনেট আমার খুব ইচ্ছে হলো ফ্রি নেট ব্রবহার করার  তাই  google  মামার সাহায্যে একটা উপায় বের করলাম।নিম্ন তুলে ধরলাম

১.প্রথমে আপনি আপনার Grameenphone  এর Huweiমডেম এ অন্য অপারেটার এর sim  তুলুন এবং মডেমটি PC তে লাগান দেখবেন sim  number unsupported দেখাবে। এখন   এর পিছনে লেখা IMEl নাম্বার টা কপি করবেন।

২.তার পর  এখানে ক্লিক করুন  এবং IMEI নাম্বার টা Submit box এর ভিতরে পেষ্ট করনে। তারপর Submit এ কিক্ল করুন এবং ৩-৫ সেকেন্ড অপেক্ষা করুন। দেখবেন

এই রকম একটা massage আসবে।এখন এই  massage   এর unlock code নাম্বর টা কপি করে সংরক্ষন করুন।

There you go! Your unlock code is 43405273 and flash code is 62440939.

৩.এখন এই লিঙ্ক থেকে huawei-code-writer.exe ফাইলটা  ডউনলোড করুন।

ডউনলোড হয়ে গেলে  exe ফাইলটা ডবল ক্লিক করে অপেন করুন নিচে দেখন ছবির মতো কাজ করুন

Comport Setup এ থেকে  Please Select Com Port এ ক্লিক করুন এবং নিচের ছবির মতো

Detect এ click  করে COM3:HUWEI Mobile Connect:3G Modem  select করুন এবং Accept এ Click

করুন  নিচের মতো আসবে। এখন Unlock Modem এ click করুন

এর পর Enter Modem Code Box আসবে এবং আপনার পূর্বে সংরক্ষিত unlock code নাম্বর টা  পেষ্ট করে Ok করুন।

সর্বশেষ এ আবার Unlock Modem এ click করুন এবং নিচের মতো আসলে আপনার মডেমটি Unlock হয়ে যাবে।

আশা করি টিউনা ভালো লাগবে এবং কারো কোন প্রশ্ন থাকলে করতে পারেন আমি আমার সাদ্ধ মতো উত্তর দেয়ার চেষ্টা করবো আর ভূল ক্রুটি হলে মাফ করেন।

সময় থাকলে আমার  সাইট  থেকে ঘূরে আসতে পারেন

Gazitv

 

Level 0

আমি রাজিব হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 85 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Blogging is my hobby and I like to share free things with you like software,tips & tricks,educational topics etc.....visit my site: https://dhakaprime.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

vai amar Gp Modem ( Huwei EG162G ) ki vaba 3g chalabo aktu bolban ? Plz @ blogstatus

    Level 0

    আমার জানা মতে 3G ব্যবহার করা যায় কিন্তু আমি ব্যবহার করিনি আর 3G ব্যবহার করতে হলে আপনার সিম 3G supported হতে হবে তা ছাড়া 3G ব্যবহার করতে পারবেন না,তাই যে সিম এ 3G চালাবেন সেই সারভিস প্রোভাইডার এর যে কোন একটি 3G প্ল্যান কিনে ব্যবহার করুন আর না বুঝতে পারলে সেই সারভিস প্রোভাইডার এর সাথে সরাসরি যোগাযোগ করুন @ rafient5

    @rafient5: EG162G EDGE মডেম। এটা 3G মডেম নয়। তাই এটা দিয়ে 3G চালানো সম্ভব নয়। আপনাকে 3G ব্যান্ড সাপোর্ট করে এমন এটি মডেম কিনতে হবে।

Level 0

vai, teletalk SIM use kora jay ki?

    Level 0

    Yes Robi,GP,Banglalink,Teletalk,Airtel…All GSM Sim @skytipsbd

vai amr gp modem Huawei model : E1550 .ami ki teletalk 3G sim chalate parbo?

    Level 0

    ami at first akta link diasi age shei process try koren jodi na hoi then amar ta koren 100% hobe r akbar unlock hoila all GSM sim use korte parben..@ফারহানুল হাসান পাপন

    @ফারহানুল হাসান পাপন: E1550 3G মডেম। আপনি কোন সমস্যা ছাড়াই টেলিটক 3G চালাতে পারবেন।

Level 0

vai amaar model EG162G. error dekhasse. sobkisu thikmoto korchi but unlock code diye ok korle error dekhasse. plz help me…thanks

    Level 0

    Vai apni amar post ar surute akta link diasi oi tricks ta try koren dekhen hoi naki r jodi na hoi to amar ta abar try koren.apni se sim dia net chalabed sai ta tula try again@zamid90

Level 0

Kaje legese…thank u uu @blogstatus

Level 0

U are welcome…ki vai seka khaisen naki tt r…..@rajib34

thanx. khub kajer jinis

Level 0

vaiya amr huawei ec122 zoom ultra modem.apnar deya method ta te ki amr modem ta unlock krte parbo?amr khub needed.plz amk help koren expert vaiyara plzzz

    Level 0

    @borsha267: দ:খিত আপনার মডেম এ GSM সার্পোট করবে না তাই আনলক করে লাভ নেই।শুধু CDMA চালাতে পারবেন।

ভাইয়া আমার একটা huawei E220 zain modem আছে আপনার এই টিউন টা দেখে চেশটা করলাম unlokcode দিছে
এর পর comport setup এ আসছে com3 er jaigai com6 Manufacturer :huawei
– Model :E220
– Revision :11.117.03.00.00
– Phone IMEI :358954006526046 সব ঠিক দিছে কিন্ত এরর দেখাছে । আনলক করার উপাই কিছু থাকলে বলেন না প্লিজ !!

    Level 0

    @Abdul jalil: পোষ্টটা ভালোভাবে পরেন তাহলে বঝতে পারবেন কারন আমি ২টা মেখর্ড বলছি আর যদি এই দুটো দিয়ে কাজ না হয় তবে আমার কিছু করার নাই।আপনি পুনরাই চেষ্টা করেন পারবেন।

ভাইয়েরা,, খুব সহজেই গ্রামীণ ২জি মডেম দিয়ে থ্রিজি সিম ব্যবহার করা যায়। প্রথম সফটওয়্যারটি ওপন করুন। তারপর নিম্নলিখিত ধাপ গুলো অনুসরন করুন। প্রথমে Tool-Option-Network-Network type এ যান। তারপর Network type এর পপ আপ মেনুতে WCDMA Preffered সিলেক্ট করুন। Band হিসেবে all Band সিলেক্ট করুন। Ok করে বেরিয়ে আসুন। আশা করি আপনি এর পর থ্রিজি কানেকশন পাবেন।আর কোন সাহায্যের প্রয়োজন হলে মন্তব্য করবেন।

    @Imran Masud: ও ভাইয়েরা আরেকটা কাজ আছে। Network type মেনুর পাশে দেখবেন Registration mode নামে আরেকটা ঘর আছে, সেখানে Auto search and register রেডিও বাটন চেক দিয়ে নিচের refresh বাটনে ক্লিক করতে হবে। কিছুক্ষন পর অনেকগুলো অপারেটরের নাম দেখাবে। সেখান থেকে অপারেটর সিলেক্ট করে ওকে করতে হবে। তারপর আপনি ঐ অপারেটরের কানেকশন পাবেন।

আমার GP modem Model : MF100 এই মডেম দয়ে কি কনো ভাবে PC থেকে mobile এ call করা যাবে ??

    Level 0

    @রাকিব হাসান: ভাই এটা কি ZTE মডেম? এর জন্য সফ্টওয়ার পাওয়া যায় না আর ।হুআই হলে থুজে দেখতে পারেন তাবে আমার কালেকশন নে নাই।

Error show kore e1550