আফটার ইফেক্টস টিউটোরিয়াল [পর্ব-০৬] :: ক্রোমা কীইং

আফটার ইফেক্টস টিউটোরিয়াল

আসসালামু আলাইকুম।

আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা অনেক নামেই পরিচিত। যদিও এটি ক্রোমা কি নামেই অধিক পরিচিত তারপরও কেউ কেউ একে গ্রিন স্ক্রিন টেকনোলজি, ব্যাকগ্রাউন্ড ভেনিশিং নামেও ডাকেন।

ক্রোমা কী কি?

অনেক আগে যখন বিটিভির পর্দায় জাদুর মাদুরে চরে সিন্দবাদকে আকাশে উড়তে দেখেছেন চোখ বড়বড় করে কিংবা আধুনিক যুগের হলিউডি ছবিতে সুপারম্যানের উড়াউড়ি এসবই গ্রীন স্ক্রীন বা ক্রোমা কী এর জাদু।

মূলত কোন নির্দিষ্ট বস্তুর বাস্বব ব্যাকগ্রাউন্ড সরিয়ে সেখানে অন্যকোন ব্যাকগ্রাউন্ড বসানোর প্রযুক্তিকে ক্রোমা কীইং বলে। তো চলুন দেখে নিই এ চমৎকার কাজজটা আফটার ইফেক্টস দিয়ে কিভাবে করা যায়।

টিউটোরিয়ালঃ

টিউটোরিয়াল যেভাবে দেখবেনঃ

খুব মনযোগ দিয়ে একবার টিউটোরিয়ালটা দেখুন এবার আফটার ইফেক্ট দিয়ে ইফেক্টটা বানাতে চেষ্টা করুন

সমস্যা হলে আমাদের ফেসবুকে অথবা ফোরামে জানান

সফল হলে যে যে কাজগুলো শিখেছেন তা দিয়ে নতুন কিছু করার চেষ্টা করুন। নিজের কাজ সবার সাথে শেয়ার করুন। অন্য কোন ক্লোন করার চেয়ে ইউনিক কোনকিছু করারর চেষ্টা করুন।

Level 0

আমি জাবেদ ভূঁইয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 49 টি টিউন ও 192 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভালো লাগলো।

    Level 0

    @মাহমুদ কলি।: ধন্যবাদ

অনেক কালার বলতে আপনি ব্যাকগ্রাউন্ডে কোন কিছু(নীল, অথবা সবুজ পর্দা) ব্যবহার হয়নি এমনকিছু বুঝাতে চাইছেন। সেক্ষেত্রে রোটোস্ক্রুপিং নামক প্রযুক্তির মাধ্যমে ব্যকগ্রাউন্ড সরানো যায়। তবে এ প্রযুক্তি অনেক পরিশ্রমের। এভাবে ব্যাকগ্রাউন্ড পরিবর্তনের প্রচুর সময় ও ধৈর্য লাগবে। আফটার ইফেক্টস এ রোটোটুল এর মাধ্যমে এ কাজটা করা যায়। এটা নিয়েও একটা টিউটোরিয়াল করার ইচ্ছা আছে। ধন্যবাদ আপনাকে।

ji exactly, 1ta vdo kara object k onno background nibo, sekane kono green ba blue porda use haini, normal vdo kara. ami AE cs4 use kari, sekane keylight effect nai. ta hale ki karbo.
reza

    @mdrezaulkarim: এটা কিলাইটের মাধ্যমে করা যাবেনা। এক্ষেত্রে রোটোটুল ব্যবহার করে ফ্রেম বাই ফ্রেম করতে হবে।