গ্রাফিক ডিজাইন করতে গেলে আমাদের যে যে গুরুত্তপূর্ণ বিষয় গুলি মাথায় রাখতে হবে।

হ্যালো ফ্রেন্ডস আপনারা সকলে কেমন আছেন? আমার তরফ থেকে আপনাদের মাহে রমজানের অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। আমিও একপ্রকার ভালোই আছি। অনেকদিন পরে ফিরলাম টিটি তে। যাক মূল কথাই ফেরা যাক।


আজ আমি লোগো ডিজাইন নিয়ে কথা বলব। আমাদের অনেকই ইচ্ছা আছে যে অনলাইনে কিছু ইনকাম করার বা কিছু উপরি বা এক্সট্রা টাকা ইনকাম করার। কিন্তু আমরা  তা করতে পারছি না কারন আমাদের অনেকের হয়তো ফটোশপ, অ্যাডোব ইলস্ট্রেটর বা আরো অনেক সফটওয়্যার আমাদের জানা আছে, কিন্তু তাও ঠিকঠাক কাজ পাচ্ছি না বা কাজ পেলেও ঠিকঠাক ভাবে করতে পারছিনা।

এই রকম ৩ টি কারনে হয়:

  • ইলউসন
  •  ইমাজিনেসন
  •  ক্রিয়েটিভিটি

গ্রাফিক ডিজাইন করতে গেলে আমাদের যে যে গুরুত্তপূর্ণ বিষয় গুলি মাথাই রাখতেই হবে।

০১. ইলউসন:

আমরা যখন কোন লোগো বা অন্য কিছু ডিজাইন করি তখন সর্বপ্রথম আমাদের একটা ইলউসন থাকার খুব প্রয়োজন, কারন যে ডিজাইন টা আমরা করতে যাচ্ছি সেই ডিজাইনটি তৈরী করতে গেলে আমাদের কোন কনটেণ্টটি কে প্রথমে বানাতে হবে বা পরে বানাতে হবে সেই বিষয়ে আগে থেকেই ভাবনা চিন্তা করে নেওয়া উচিত।

০২. ইমাজিনেসন:

যখন কোন ডিজাইন করবেন তখন আপনার মনের ভিতর একটা  ভাচুয়াল ছবি মানে যে ডিজাইন বানাতে যাচ্ছেন সেই ডিজাইন টি কেমন হবে, কি কি কালার বাবহার করবেন সেই বিষয়ে চিন্তা ধারা থাকতে হবে।

০৩. ক্রিয়েটিভিটি:

এটিও একটি গুরুত্ব পুরনো বিষয় আপনার ডিজাইন টি কে সুন্দর এট্রাকটিভ করে তুলতে হবে যাতে আপনার ডিজাইনটি ক্লাইন্টের পছন্দ হই, তবে মনে রাখবেন আপনি আপনার ডিজাইন টি এট্রাকটিভ করে তুলতে গিয়ে জেনো খুব বেশি কন্টেণ্ট ব্যবহার করবেন না তাহলে ডিজাইনের মূল বস্তুুটির ভিশন নষ্ট হয়ে যাবে, সব সময় আপনার ডিজাইন টি সিম্পল রাখার চেষ্টা করবেন।
আজকে আমি যে ভিডিওটি এনেছি সেই ভিডিওতে আমি বোঝানোর চেষ্টা করেছি যে কিভাবে আপনি একটি লোগো কে ডিজাইন করে খুব সুন্দর ভাবে প্রেজেন্ট করবেন ক্লাইন্ট কে, এবং কিছু সিমপল আর সহজ টিপস বলেছি। আমি আশা করছি যে আপনাদের ভালো লাগবে।

ভিডিও টি দেখতে এই লিঙ্কে ক্লিক করুন

আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে টিউনে টিউমেন্ট করুন। আর যদি কোন হেল্প লাগে ডিজাইন সম্বন্ধে তাহলে টিউমেন্ট করুন আমার ইউটিউব টিউমেন্ট বক্সে।
আজ এখানেই শেষ করলাম, আবার নতুন ডিজাইন নিয়ে আপনাদের কাছে আমি হাজির হবো ভালো থাকবেন সবাই আমি আল্লাহর কাছে দোয়া করছি।

Level 0

আমি ইসান সেখ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 98 টি টিউন ও 18 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি একটি গ্রাফিক ডিজাইনার


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস