ফটোশপে মজা [পর্ব-৫] :: জেনে নিন Extract এর কাজ আর সহজেই মুছে দিন ব্যাকগ্রাউন্ড

ফটোশপে মজা

আসসালামুআলাইকুম। সবাইকে কাল বৈশাখীর শুভেচ্ছা, “কাল” যেন কারো জীবনে না আসে, শুধু বৈশাখীর আনন্দ যেন সবার মাঝে থাকে এই প্রাথনা করি । আজকে আপনাদের মাঝে ফটোশপের একটি ছোট্ট টিপস নিয়ে আলোচনা করব যেটা সবার কাজে লাগবে তবে জানা থাকলেত কোন কথাই নাই।  যারা যানিনা তাদের আগ্রহ বেশি হওয়ার কথা। অনেক সময় কাজের প্রয়োজনে আমাদের বিভিন্ন ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে হয় । ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করার অনেক কৌশল আছে বিভিন্ন টুলস দিয়ে তা করা যায়। কাজের প্রয়োজনে পশু পাখির ছবি দরকার হয়। পশু পাখির ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে গেলে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় যেমন পশু পাখির ব্যাকগ্রাউন্ড কাটতে গেলে এর চার দিকের লোম গুলো কেটে যায় অর্থ্যাথ বাস্তব পাওয়া যায় না, আর এই সমাধানের জন্যেই টিউনটি করা। আসুন জানি কিভাবে কাজটি করব।

প্রথমে ফটোশপ ওপেন করুন। আপনার প্রয়োজনীয় ছবিটি ওপেন করুন যেমন আমি আপনাদের দেখানোর জন্যে একটি ঈগল এর ছবি নিয়েছি ছবিটি লক্ষ করুন ঈগলের চার পাশ লোমে আবৃত্ত এখন পেন টুলস দিয়ে নিখুত ভাবে কাটা সম্ভব না।

১নং চিত্র ঈগলের ছবিটি ওপেন করলাম

২ নং চিত্রে ফিল্টার মেনুতে ক্লিক করুন ৩নং চিত্রের মত একটি উইনডো পাবেন।

৩নং চিত্রে লাল চিহ্নিত 1 নং এ ক্লিক করে ঈগলের চারদিক আস্তে আস্তে সিলেক্ট করুন, লাল চিহ্নিত 2 নং এ বাকেট টুলটি সিলেক্ট করে ইমেজের মাঝ খানে ফিল করুন চিত্রের মত পাবেন এবার ওকে ক্লিক করুন দেখুন আপনার ছবির ব্যাকগ্রাউন্ড কত নিখুত ভাবে কেটে গেছে।

৪ নং চিত্রে লক্ষ করুন লোমগুলো অক্ষত আছে। এবার ইমেজটির চার পাশে যদি কোন বাড়তি অংশ থাকে ইরেজ টুলস দিয়ে কেটে নিন। ধন্যবাদ

আবার দেখা হবে নতুন কিছু নিয়ে।

Level 0

আমি জামান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 104 টি টিউন ও 291 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সুন্দর হইসে । ধন্যবাদ

Level 0

অসাধারণ, ধন্যবাদ ভাই।

Level 0

fatafati tun

asam

Level 0

সবাইকে অসংখ্য ধন্যবাদ

Level 0

Photoshop এর কততম ভার্সন ইউজ করছেন ভাইয়া?

কত তম ভার্শন???

    Level 0

    @aminur_rosul: এটা ফটোশপ সিএস 8.0 অন্যান্য ভার্সনের চাইতে এটাই আমার ভালো লাগে কারন লো কনফিগারের কম্পিউটারের অনায়াসে চলে স্লো করেনা অন্য ভার্সনগুলো র‌্যাম বেশি লাগে আপনিও ইউস করে দেখেন।

    Level 0

    @aminur_rosul: ফটোশপ সিএস 8.0

Level 0

cs6 _a_ ki_ ai option ta ase?

    Level 0

    @S Rahman: ভাই অন্য ভার্সনগুলোর সম্বন্ধে জানিনা, তবে দেখতে পারেন Extract অপশনটি আছে কিনা। ফঃ সিএস 8.0 চালান ভালো লাগবে।

Level 0

আমার ফটোসপ সিসি তে এই অপশনটা খুজে পাইনা।

খুব সুন্দর