কে হতে চায় ফটোশপার [পর্ব-০২] :: গোকু ওয়ালপেপার

ফিরে এলাম "কে হতে চায় ফটোশপার" এর দ্বিতীয় পর্ব নিয়ে। বিগত সময়কাল ব্যস্ত থাকার কারণে কোনো টিউন করা হয়নি। তবে এবার থামার ইচ্ছা নেই।

Photoshoper Logo

আজকের বিষয়ঃ

সে যাই হোক, আজ নিয়ে এলাম মজার একটি ফটোশপ টিউটোরিয়াল। এখন বানাতে পারবেন নিজের দেয়ালকাগজ 😀 অর্থাৎ ওয়ালপেপার। এখানে আমি এটি তৈরি করার প্রক্রিয়া এমন ভাবে বর্ণনা করেছি, যেন সদ্য নতুন ফটোশপাররাও এটা অনায়েসে তৈরি করতে পারেন।

নামঃ গোকু ওয়ালপেপার।
কাঠিন্য স্তরঃ মাঝারি।

এক নজরেঃ

এখানে আমরা একটি অ্যানিমে ক্যারেক্টার-কে নিয়ে ওয়ালপেপার বানাবো। আপনি যে কোনো কিছু ব্যবহার করতে পারেন। দেখে নেই সর্বশেষ ফলাফল-

Final Result

প্রয়োজনঃ

এটি প্রস্তুত করতে যা যা লাগবেঃ

প্রস্তুত প্রণালীঃ

ধাপ ০১ - প্রথমে আপনাকে নির্ধারণ করতে হবে আপনি কোন সাইজের ওয়ালপেপার বানাবেন। ওয়ালপেপারের সাইজ শুরু থেকেই নির্ধারণ করে নেয়া ভালো, কারণ পরবর্তীতে সাইজ বদলানোর সময় রেশিও নিয়ে ঝামেলায় পরতে পারেন।
কিছু স্ট্যান্ডার্ড সাইজ হলোঃ 1920 x 1080. 1920 x 1200. 1024 x 768, 1280 x 1024, 1920 x 1080 ইত্যাদি। এখানে আমরা 1024x768 সাইজের একটি ওয়ালপেপার বানাবো।
ফটোশপের ফাইল মেনু থেকে নিউ সিলেক্ট করি। নিচের ছবিটির মতন করে সংখ্যাগুলো বদলিয়ে "OK"-তে ক্লিক করুন।

IMAGE01

ধাপ ০২ - একটি গ্রাডিয়েন্ট রেডি করুন। #895b01 থেকে #7e4400 কালারের মিক্স করে গ্রাডিয়েন্টটি নিচের মতন করে প্রস্তুত করুন।

IMAGE02

ধাপ ০৩ - গ্রাডিয়েন্ট টুলটি দিয়ে নিচের ছবির মতন করে নিচ থেকে উপরে (শিফ্‌ট চেপে ধরে) ক্যানভাস-এ টান দিন।

IMAGE03

ধাপ ০৪ - "Filter>Texture>Texturizer" ফিল্টার মেনু থেকে টেক্সচার সাবমেনু বেছে নিন, তন্মধ্যে থেকে টেক্সচারাইজার (Filter>Texture>Texturizer) সিলেক্ট করুন। টেক্সচারাইজারের সেটিং নিচের মতন করুন।

IMAGE04

ধাপ ০৫ - গোকু-র ছবিটি ফটোশপে চালু করুন। ছবিটি অনেক বড়, তাই রিসাইজ করে অতঃপর আগের ফাইলটিতে নতুন লেয়ার-এ ঢালুন। যেমনটি এখানে দেখছেন-

IMAGE05.A
IMAGE05.B

ধাপ ০৬ - গোকু এবং ব্যাকগ্রাউন্ড লেয়ারের মাঝ বরাবর একটি নতুন লেয়ার নিন। এখন পলিগনাল ল্যাসো টুল (Polygonal Lasso Tool) ব্যবহার করে নিচের মতন সিলেকশন করুন, আর তা কালো রং দিয়ে ফিল করে দিন।

IMAGE06

ধাপ ০৭ - কীবোর্ডে "Ctrl+D" প্রেস করে ডিসিলেক্ট করুন। এখন এই নতুন লেয়ারের ফিল (Fill) 20% করে দিন।

IMAGE07

ধাপ ০৮ - কীবোর্ডে "Ctrl+J" প্রেস করে এই লেয়ারটি ডুপ্লিকেট করুন।

IMAGE08

ধাপ ০৯ - ডুপ্লিকেট হয়ে পাওয়া নতুন লেয়ারটির ব্লেন্ডিং অপশন্স (Blending Options) চালু করুন, এবং নিচের ছবি দুটির মতন ব্লেন্ডিং সেটিংস দিন।

IMAGE09.A
IMAGE09.B

ধাপ ১০ - যে লেয়ারের ব্লেন্ডিং অপশন্স ঠিক করলেন, তার ফিল (Fill) 0% করে দিন।

IMAGE10

ধাপ ১১ - ব্লেন্ডিং অপশন্স যুক্ত লেয়ারের উপরে একটি নিউ ব্ল্যাঙ্ক লেয়ার (কমান্ড "Ctrl+Shift+N") ক্রিয়েট করুন।

IMAGE11

ধাপ ১২ - ব্লেন্ডিং অপশন্স যুক্ত লেয়ার এবং নতুন তৈরি করা লেয়ার দুটি বাদে বাকি সব লেয়ারের ভিসিবিলিটি অফ করুন।

IMAGE12

ধাপ ১৩ - লেয়ার মেনু থেকে মার্জ ভিসিবল (Merge Visible) করুন, অথবা কীবোর্ডে "Ctrl+Shift+E" প্রেস করুন।

IMAGE13

ধাপ ১৪ - আবার সবগুলো লেয়ারের ভিসিবিলিটি অন করুন।

IMAGE14

ধাপ ১৫ - আগের ছবিতে যে একটিভ লেয়ারটি দেখা যাচ্ছে, তাতে এলিপটিক্যাল মারকি টুল (Elliptical Marquee Tool) দিয়ে নিচের মতন করে একটি সিলেকশন করুন।

IMAGE15

ধাপ ১৬ - সিলেক্ট করা অংশকে ফেদার করুন। সিলেক্ট মেনু থেকে মডিফাই সাবমেনু-র মধ্যে থাকা ফেদার সিলেক্ট (কমান্ড "Ctrl+Alt+D") করুন। ফেদার রেডিয়ার হবে 100pixels, যেমনটি দেখা যাচ্ছে...

IMAGE16

ধাপ ১৭ - সিলেকশনটি ডিলিট করুন, কীবোর্ডের "Delete" বাটন প্রেস করার মাধ্যমে। ডিসিলেক্ট কমান্ড, "Ctrl+D" প্রেস করে ডিসিলেক্ট করুন। এমন হবে আপনার বর্তমান ক্যানভাস...

IMAGE17

ধাপ ১৮ - গোকু-র লেয়ারের নিচে একটি ব্ল্যাঙ্ক নিউ লেয়ার ক্রিয়েট করুন। এই লেয়ারে নিচের মতন করে এলিপটিক্যাল মারকি টুল (Elliptical Marquee Tool) দিয়ে একটি বল আকৃতি সিলেক্ট করুন এবং তা সাদা (White) রং দিয়ে ফিল করুন।

IMAGE18

ধাপ ১৯ - ডিসিলেক্ট কমান্ড, "Ctrl+D" প্রেস করে ডিসিলেক্ট করুন। "Filter>Blur>Gaussian Blur" ফিল্টার মেনু থেকে ব্লার সাবমেনুর ভেতরে থাকা গশান ব্লার সিলেক্ট করুন। রেডিয়াস হবে 95pixels, যেমনটি এখানে দেখা যাচ্ছে-

IMAGE19

ধাপ ২০ - এখন এর লেয়ারের প্রপার্টিজ বদলে দিতে হবে। লেয়ার মোড হবে অভারলে (Overlay) এবং ওপাসিটি (Opacity) হবে 55%, যেমনটি দেখা যাচ্ছে-

IMAGE20

ধাপ ২১ - এখন আমাদের গোকু-র পায়ের নিচে ছায়া দিতে হবে। তবে এটি ড্রপ শ্যাডো দিয়ে করা যাবে না। কারন ছায়াটা মেঝেতে পরতে হবে। তাই প্রথমেই গোকু-র লেয়ারের নিচে আরেকটি ব্ল্যাঙ্ক লেয়ার ক্রিয়েট করে নেই।

IMAGE21

ধাপ ২২ - এখন পলিগনাল ল্যাসো টুল (Polygonal Lasso Tool) ব্যবহার করে গোকুর পায়ের নিচে একটি সিলেকশন করুন এবং তা কালো (Black) রং দিয়ে ফিল করুন, যেমনটি এখানে করা হয়েছে-

IMAGE22

ধাপ ২৩ - ডিসিলেক্ট কমান্ড, "Ctrl+D" প্রেস করে ডিসিলেক্ট করুন। "Filter>Blur>Gaussian Blur" ফিল্টার মেনু থেকে ব্লার সাবমেনুর ভেতরে থাকা গশান ব্লার সিলেক্ট করুন। রেডিয়াস হবে 14pixels, যেমনটি এখানে দেখা যাছে-

IMAGE23

ধাপ ২৪ - লেয়ারটির ওপাসিটি (Opacity) 70% করে দিন।

IMAGE24

ধাপ ২৫ - গোকু-র নিচে একটি লেয়ার তৈরি করে ইচ্ছে মত ব্রাশ দিয়ে গুতো দিন। অতঃপর পছন্দের ফন্ট দিয়ে গোকু-র নাম লিখুন। লেখাটিতে হালকা ইফেক্ট দিতে ভূলবেন না। আর হ্যাঁ, DBZKai-এর লোগোটি রিসাইজ করে ফলাফলের ছবির মতন করে বসিয়ে দিন।

IMAGE25

ফলাফলঃ

এখন আমাদের কাজ শেষ। আশা করছি আপনি নিচের ফলাফলটি লাভ করেছেন-

Final Result

হাতের মুঠোয়ঃ

আপনাদের অনেকের হয়ত এটি প্রস্তুত করতে সমস্যা হতে পারে, তাই আমি আমার বানানো PSD ফাইল দিয়ে দিচ্ছি, নিচের বাটন থেকে নামিয়ে নিন-

Download Now

Level 0

আমি বীভৎস আমি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 220 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

কিছু বলার নাই।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

nice but pc nai try korte parlamna

Level 0

nice but pc nai try korte parlamna

nice but pc nai try korte parlamna

    @Philosopher: আমি কনফিউস্‌ড… সবাই একই টিউমেন্ট করতেসেন কেনো?

প্রিয় টিউনার,

আপনি ভুল ভাবে আপনার চেইন টিউনের শিরোনাম গুলো দিচ্ছেন। আপনি পর্ব হিসেবে টিউনের শিরোনাম গুলো –

চেইন টিউনের নাম [পর্ব-০১] :: চেইন টিউনের ভিতরের বিষয়বস্তু …

চেইন টিউনের নাম [পর্ব-০২] :: চেইন টিউনের ভিতরের বিষয়বস্তু ….

চেইন টিউনের নাম [পর্ব-০৩] :: চেইন টিউনের ভিতরের বিষয়বস্তু

এর অর্থ প্রথমে চেইন টিউনের নাম, এরপর (স্পেস দিয়ে) স্কয়ার ব্রাকেটের ( [ ] ) মধ্যে পর্ব হাইফেন (-) দিয়ে দুই সংখ্যায় পর্বের নম্বর। স্কয়ার ব্রাকেটের ( [ ] ) ভিতরে কোন স্পেস দিবেন না। এরপর (স্পেস দিয়ে) ডাবল কোলন (::) এর পরে (স্পেস দিয়ে) চেইন টিউনের ভিতরের বিষয়বস্তু॥ এই ফরমেটে চেইন টিউনের শিরোনাম গুলো লিখুন।

এই চেইনের পূর্বের পর্ব গুলোর শিরোনাম গুলোও যদি ‘টেকটিউনস চেইন টিউনের’ শিরোনাম মোতাবেক করা না থাকে তবে সব গুলো এখনই সংশোধন করুন ও পরবর্তী সকল চেইন টিউনে সঠিক ভাবে চেইন টিউনের শিরোনাম দিন।

টিউনের শিরোনাম গুলো ‘টেকটিউনস চেইন টিউনের’ শিরোনাম মোতাবেক সঠিক ভাবে সংশোধন করে আপডেট করে এই টিউমেন্টটির প্রতুত্তর (রিপ্লাই) দিন। টেকটিউনস থেকে আপনার টিউন গুলো চেইন করে দেওয়া হবে।

চেইন টিউন কীভাবে প্রক্রিয়া হয় তা জানতে ‘টেকটিউনস সজিপ্র’ https://www.techtunes.io/faq এর ‘চেইন টিউন’ অংশ দেখুন। ধন্যবাদ।

    @টেকটিউনস মেন্টর V: সংশোধন করেছি। ধন্যবাদ।

nice but….
.

.

. tahole try korbo na keno ? of course korbo !! 🙂

Level 0

ভাল হয়েছে ধন্যবাদ ।

প্রিয় টিউনার,

আপনার টিউনটি টেকটিউনস চেইন টিউন হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। অভিনন্দন আপনাকে!

টেকটিউনসে চেইন টিউন কীভাবে প্রক্রিয়া হয় তা জানতে টেকটিউনস সজিপ্র এর https://www.techtunes.io/faq “চেইন টিউন” অংশ দেখুন।

নিয়মিত চেইন টিউন করুন। এখন থেকে আপনার নতুন করা চেইন টিউন গুলো টেকটিউনস থেকে চেইন এ যুক্ত করা হবে। চেইন টিউনে যুক্ত হবার ফলে চেইনের প্রতিটি পর্ব একসাথে থাকবে।

চেইনে নতুন পর্ব যুক্ত হলে তা টেকটিউনসের প্রথম পাতায় দেখা যাবে এবং “সকল চেইন টিউনস” https://www.techtunes.io/chain-tunes/ পাতায় চেইন টিউনটি যুক্ত হবে।

নিয়মিত চেইন টিউন করে নতুন নতুন টিউন আপনার চেইনে যুক্ত করুন এবং অসম্পূর্ণ না রেখে আপনার চেইন টিউনে নিয়মিত পূর্ণাঙ্গ রূপ দিন। ধন্যবাদ আপনাকে।

মেতে থাকুন প্রযুক্তির সুরে আর নিয়মিত করুন চেইন টিউন!