ফটোশপ এর যাদু [পর্ব-৫০] :: ফটোশপে দিন আপনার ছবির DSLR এর রুপ

ফটোশপ এর যাদু

আসসালামু আলাইকুম

কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে ভালই আছি,


এই টিউনে আমি Android ব্যবহারকারীরা কিভাবে নিজের ছবিকে DSLR এর মত রুপ দিতে পারে তা টিউনে উল্লেখ করেছি, কিন্তু আজকের টিউনটি পিসি ব্যবহার কারীদের জন্য ছবিকে DSLR এর মত কিভাবে রুপ দিতে হয় তা Step by Step উল্লেখ করেছি। ফটোশপ যাদুর ৫০ তম টিউনে সবাইকে স্বাগতম। এই কাজটি ফটোসপের অন্যান্য ভার্সন গুলোতে আরো সুন্দর ভাবে করা যায়, আমি ফটোশপ ৭ কিভাবে করতে হয় তা উল্লেখ করেছি এভাবে আপনি অন্য ভার্সন ও কাজটি করতে পারবেন।

তো কাজ শুরু করা যাক।

প্রথমে ফটোশপ চালু করুন।

তারপর যে ছবিকে DSLR এর মত করতে চান সে ছবিটি ওপেন করুন,

এবার Tool bar থেকে Pen Tool দিয়ে নিচের মত সিলেকশন করুন। (সিলেকশন যত সুন্দর হবে কাজ তত দেখতে সুন্দর লাগবে)

এবার মেনুবার থেকে Select>Invers এ ক্লিক করুন অথবা কি-বোর্ড থেকে Shift+Ctrl+i press করুন। তাহলে ছবি বাদের বাকি ব্রাকগ্রাউন্ড সিলেকশন হবে।

এবার আবার মেনুবার থেকে Select>Feather এ ক্লিক করুন অথবা কি-বোর্ড থেকে Ctrl+Alt+D press করুন। এবার ছবির রেজুলেশন অনুযায়ী ফেদার দিন।

এখন মেনুবার থেকে Filter>Blur> Gaussian Blur এ ক্লিক করুন।

এবার পছন্দ ছবি অনুযায়ী স্লাইডার টেনে দেখুন যতক্ষন না পর্যন্ত আমাদের আসল DSLR এর মত না হবে ততক্ষন পর্যন্ত চেষ্টা করুন।

ব্যাস কাজ শেষ এবার দেখুন আপনার ৪০/৫০ হাজার DSLR ক্যামেরা থেকে কত সুন্দর হয়েছে এবার আপনি একবার চেষ্টা করে। টিউমেন্ট জানাতে ভুলবেন না।


ইননশাআল্লাহ আগামী পর্বে আরো মজার মজার টিপস নিয়ে হাজির হব, সে পর্যন্ত অপেক্ষা করুন...।

Level 0

আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ফটোশপ সি এস ৫, ৬ আর সি সি ১৪ এ এই কাজটি আরও সহজ। শুধু Direct Selection Tool ইউস করে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করা যায়।

kin2 ei kajti to onno vabeo kora jay. . . .

Magnetic Lasso টুল দিয়ে করা তো এর চেয়ে সহজ, পেন টুল দিয়ে করা তো ঝামেলা মনে হয়।

    @ফ্রীওয়্যার সিজান: যার যেটা পছন্দ কেউ Magnetic Lasso টুল ছবি কাটতে সহজ লাগে আবার কারো কাছে Pen Tool ভাল লাগে (আমি কিন্তু ছবি কাটতে পেন টুল ব্যবহার করি) @ ধন্যবাদ।

Level 0

ধন্যবাদ

Level 2

ধন্যবাদ

নতুন কাজ সিকলাম থ্যাংকস ভাই…

@হোছাইন আহম্মদ: কি ভাবে উপহার দিব ভাই টিটি তো আমাকে দিসছে না…

@হোছাইন আহম্মদ: আমিও আপনার মত একটা টিউন করছি…দেখেন… https://www.techtunes.io/adobe-photoshop/tune-id/200288

চেষ্টা করে দেখি। ধন্যবাদ।

এখানে তো শুধু ব্যাকগ্রাউন্ড ব্লূর করা শেখালেন।effect দেওয়া শিখতে চাই