Photoshop কঠিন নয়! [পর্ব-১] – তৈরী করুন Scorpion Head!!!

আসসালামুয়ালাইকুম।

আশা করি ভালো আছেন। এটিই টেকটিউনসে আমার প্রথম টিউন। তাই ভুল হলে ক্ষমা করবেন।

জানি না আগে কেউ এই টিউন করেছে কিনা আর যদি করে থাকে তাহলে আমার চোখে পড়েনি এবং আমি আন্তরিক ভাবে ক্ষমাপ্রার্থি। 🙂

আজ আমি আপনাদের শিখাব, কিভাবে Scorpion Head অর্থাৎ বিচ্ছুর মাথার মত একটা জিনিস তৈরী করা যায়।

ফালতু কথা বেশি হচ্ছে, আসল কথায় আসি।

Scorpion Head তৈরী করতে যা যা লাগবেঃ

  • Photoshop
  • সামান্য ধৈর্য।

আমি Photoshop 8.0 ব্যবহার করছি।) তবে মনে হয় অন্যান্য গুলোতেও হবে!)

Scorpion Head তৈরী করতে নিচের ধাপ গুলো অনুসরণ করুনঃ

  • প্রথমেই Photoshop open করুন।

 

  • File > New > 500 x 500 ডকুমেন্ট নিন। Resolution= 72.

 

  • Gradient tool select করুন।
  • ডকুমেন্ট এর মাঝ বরাবর সোজা টান দিন। নিচের মত দেখতে হবে।

  • এখন, Filter> Distort> ZigZag সিলেক্ট করুন। Amount দিন 100 ও Ridges দিন 20.

  • আবার, Filter> Distort> Polar Coordinates সিলেক্ট করুন।

  • এখন Inverse করতে হবে। এজন্য Ctrl+I চাপুন।

ব্যাস হয়ে গেল 'Scorpion Head.'

ধৈর্য ধরে পড়ার জন্য ধন্যবাদ।

ভালো লাগলে অবশ্যই টিউমেন্ট করবেন। 😛 [ভালো না লাগলেও টিউমেন্ট করবেন! 😛 ]

Join me on Google Plus.

আমার ফেসবুক অ্যাকাউন্ট নাই তো, তাই শেয়ার করতে পারলাম না! সরি!!! 🙁  🙁

দেশ জানুন বিশ্ব জানুন ছবি দেখে। এখানে ক্লিক করুন।

মান পরিবর্তন করুন। Wonder in converting world!

চলুন সকলে মিলে একটি Copy-Pest মুক্ত জীবন গড়ি

সবাইকে আবার ধন্যবাদ।

 

 

Level 0

আমি ইশতিয়াক শরীফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 114 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

সুন্দর। নতুনদের কাজে আসবে।