ফটোশপ টিউটোরিয়ালঃ অসাধারণ একটি ফটো ম্যানিপুলেশন টিউটোরিয়াল

আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন। আমি আল্লাহর রহমত এ ভালোই আছি।প্রতিবারের মত আজকেও আপনাদের মাঝে ফিরে আসলাম ফটোশপের নতুন এক ভিডিও টিউটোরিয়াল নিয়ে। আশা করি সকলের কাছে টিউটোরিয়াল টি ভালো লাগবে ।

আজকের টিউন :

Photoshop Manipulation Tutorial For beginner | Romantic Wing Photo Editing

আজকের টিউটোরিয়ালে আমি আপনাদের দেখাব কিভাবে ফটোশপের মাধ্যমে একটি ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হয়, কিভাবে ফটোশপের মাধ্যমে হেয়ার স্টাইল করতে হয়। কিভাবে ড্রেসের কালার লাইট করতে হয়, কিভাবে লাইট এফেক্টস দিতে হয় c Camera Raw ফিল্টার দিয়ে কিভাবে কালার ঠিক করতে হয়। কিভাবে Brush টুলের মাধ্যমে FoG ইফেক্ট দিতে হয় ।  এই টিউটোরিয়ালটির মাধমে আপনি আরো অনেক কিছু শিখতে পারবেন এই টিউটোরিয়ালটির মাধমে আপনি আরো অনেক কিছু শিখতে পারবেন  ।

😆

ফটোশপ দিয়ে ফটো এডিট করতে আপনার যা যা লাগবে :

  • ফটোশপ যে কোনো ভার্সন ।
  • স্টক ইমেজ  (যা আপনি ভিডিও ডেসক্রিপশন এ পাবেন)।
  • ফটো এডিট করার মতো ধৈর্য।

তাহলে চলুন টিউটোরিয়াল শুরু করা যাকঃ

আমার এই টিউটোরিয়ালটি যদি আপনাদের কাছে ভাল লাগে থাকে তাহলে অব্যশই লাইক, শেয়ার করুন। কোনো প্রব্লেম হলে ফেইসবুক এ মেসেজ দিতে পারেন।

ইউটুব চ্যানেল লিংক 

ফেইসবুক আইডি :

Level 0

আমি খাদিমুল ইসলাম। Presenter, Khadimul Creation, Tangail। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 59 টি টিউন ও 16 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

You May Know Me But You Have No Idea Who I Am


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

khov sondor hoyche vai…