ফটোশপের সাহায্যে ছবি থেকে অপ্রয়োজনীয় বস্তু নিমেষেই দূর করুন।

আসসালামুআলাইকুম
আপনারা সবাই কেমন আছেন? নিশ্চইয় ভালো।

আপনি কি ফটোশপ শিখবেন ভাবছেন। তাহলে এটি টিউটোরিয়ালটি আপনার জন্য খুবই কাজে দেবে। কেননা এখানে আমি খুব সহয এবং বেসিক একটি কাজ দেখিয়েছি। তার সাথে আপনার যেন বুঝতে অসুবিধা না হয়, তার জন্য একেবারে ছোট খাট বিষয় গুলোও তুলে ধরেছি। কাজটি হচ্ছে কোন ছবি থেকে অপ্রয়োজনীয় বস্তু বা যে কোন কিছু তুলে ফেলা। আমার অনেক শখের বসে ছবি তুলি আর সেই ছবির মদ্ধে অপ্রয়োজনীয় বস্তু ছবি টিকে খারাপ করে দেয়। সেই সমাধানের জন্য আমার এই টিউন তাহলে চলুন শুরু করি।

আপানার যা প্রযোজন হবে:
১)একটি Photoshop Software (আপডেট হলে ভাল হয়।)
২)আপনার সিলেক্ট কৃত ছবি।

এটি Photoshop এর কাজ, তাই এটা বিস্তারিত লিখা আনেক কঠিন এবং আপনাদের বুঝে ওঠা কঠিন হবে। তাই এটি ভিডিও আকারে দিলাম।

নিচের ভিডিওটি দেখুন আশাকরি আপনারা সবাই পারবেন।

আপনাদের কোন বুঝতে অসুবিধে হলে অবশ্যই আমাকে জানাবেন। আমি আপনার সমস্যা সমাধান করতে সদা প্রস্তুত। তার সাথে আপনার মতামত এবং আপনি কি ধরনের টিউটোরিয়াল চান সে বিষয় Comment করুন, অবশ্যই আমি সেই বিষয়ে টিউটোরিয়াল করব। পরিশেষে বলতে চাই, আপনি নিজে শিখুন, আর আপনার বন্ধুও শেখার জন্য শেয়ার করুন।
বিদায় নিচ্ছি ভাল থাকবেন।

Level 1

আমি মো আব্দুল মোমিন টুটুল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 46 টি টিউন ও 24 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 18 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

vai apmar akti youtube channel ki apnar channel er pase add kora jabe