কিভাবে অ্যাডবি ফটোশপ দিয়ে টুউটার আকাউন্টের কভার ফটো ডিজাইন করতে হয়।

হ্যালো বন্দুরা

আশা করছি ভালো আছেন

আজ আমি সোসাইল মেডিয়া টুউটার আকাউন্টের কভার ফটো কিভাবে অ্যাডবি ফটোশপ দিয়ে তৈরি করতে হয় আপনাদের কে দেখাব।

প্রথমে সাইজ নিয়ে কথা বলি।যে কোন ডিজাইন করার আগে তার সম্পর্কে গুগল মামার কাছে জানতে চাইবেন।মামাই আপনাকে বলে দিবে ভাগ্নে আভাবে সামনে এগোও।তার পর নেমে পরবেন মাঠে।

টুউটার আকাউন্টের কভার ফটো সাইজ  (১৫০০*৫০০)

ফটোশপ্টি ওপেন করে সাইজ দিবেন দেখবেন ফটোশপে একটি ডুটিউমেন্ট আসবে যার সাইজ  হবে(১৫০০*৫০০)। যাতে আপনি কাজ করার জন্য যা ইচ্ছে তাই করতে পারবেন।

তারপর (rectangle tool) ক্লিক করে একটি সেইপ আসবে তাতে টুউটার আকাউন্টের কভার ফটো সাইজ ১৫০০*৫০০ টা দিয়ে দেন।এবং সেট করে বসিয়ে নিন।

তারপর গ্রেডিয়েন্ট তৈরি করে নিন।আমি কালার কোড গুলি দিয়ে দিচ্ছি

#0d2746,# 01010b

তারপর ফন্ট দিয়ে (2018/happy new year) এই লেখা গুলো  লিখেন আথবা আপনার মত করে আপনি লিখে নিবেন।আমি এখানে ফ্রি ফন্ট ব্যবহার করেছি (bauhaus93 regular,bell MT reguler,nexa light)

একটা  টুউটারের লোগো  ডাউনলোড করবেন (PNG file)।

আমি এখানে ফন্টের উপর ক্লিপিং মাস্ক করছি।যারা ক্লিপিং মাস্ক আগে করেন নাই তাদের কে বলি যাকে মাস্কিং করবেন সে লেয়ার টা নিচে থাকবে এবং যাকে দিয়ে মাস্কিং করবেন সেই লেয়ার টা উপর থাকবে।

ক্লিপিং মাস্কিং করার জন্য আপনি যে কোন কালার,ইমেজ, যায়ই দেন না কেন উপরের নিয়ম টা ফলো করলেই হবে।

 

বিস্তারিত আমার এই টিউটরিয়াল টা দেখতে পারেন।

আশা করি ভিডিও টা দেখে আপনি সহজে টুউটার আকাউন্টের কভার ফটো ডিজাইন করতে পারবেন সহজে।এবং ফেইসবুক কভার ফটো ও আপনি ডিজাইন করতে পারবেন।

শুধু মাত্র ফেইসবুক কভার ফটোর সাইজ টা জানলেই হবে।(৮৫১*৩১৫)।আশা করি আপনারা বুঝতে পারবেন।

যাদের কাছে আমার টিউন গুলি  ভাল লাগে তাদের কাছে বলবো প্লিজ টিউমেন্ট করেন এবং আপনার মতামত জানান।

সবাই কে  ধন্যবাদ...।

Level 0

আমি কায়সার আহমেদ। Owner, Designs Layers বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 29 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 71 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

আমি কায়সার আহমেদ পড়াশুনা করছি IUBAT (International University of Business Agriculture and Technology) এর Electrical & electronics technology এ। আমি একজন ফ্রিল্যান্সার ও গ্রাফিক ডিজাইনার।আমি NihalIT তে জব করছি এবং গত দুই বছর যাবত ফ্রিল্যান্সিং পেশাতে আছি। শিখতে ভালো লাগে, ভালো লাগে শেখাতে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস