এক ক্লিকে এডিট করুন ফটোসপ একশনস ব্যবহার করে

সবাইকে স্বাগতম জানাই নতুন আর একটি টিওটরিইয়ালে। অনেক দিন পরে ফটোশপের আর একটি টিওটরিয়াল নিয়ে হাজির হয়েছি এবং আজকের টিওটরিয়ালটি অনেক এক্সাইটিং কারন আজকে আমরা এমন একটি টেকনিক সম্পর্কে জানব যার সাহায্যে ফটোসপে কোন কাজ আমরা জাস্ট একটি মাত্র ক্লিকের মাধ্যমে করতে পারব।

ফটোশপে আমাদের অনেক কাজই বারবার করতে হয়, যেমন ধরেন ওয়াটার মার্ক স্থাপন, ফিল্টার প্রয়োগ, সেচুরেসন বাম্পআপ করা ইত্যাদি। আবার ধরুন আমাদের প্রত্যেকের এডিটিং প্রসেস বা ওয়ার্ক ফ্লো আলাদা, দেখা যায় আমাদের এডিটিং প্রোসেসে কিছু কাজ বা স্টেপ কমন থাকে। আমরা চাইলেই আমাদের এসকল রিপিটেটিভ কাজগুলো ফটোশপের একশনের মাধ্যমে খুব সহজে মাউসের একটি ক্লিকের মাধ্যমে করে ফেলতে পারি। তবে খেয়াল রাখতে হবে আমরা যদি একশন ব্যবহারের মাধ্যমে সব থেকে বেস্ট রেজাল্ট চাই সেক্ষেত্রে একশনটি একই ধরনের ওয়ার্ক ফ্লো কিনবা একই ধরনের ছবিতে ব্যবহার করতে হবে।

আজকে আমি দেখাব কিভাবে ফটোশপে আপনারা একশনস ব্যবহার করবেন এবং পরবর্তী টিওটরিয়ালে আমি আপনাদের দেখাব কিভাবে আপনি একটি কাস্টম একশন তৈরি করতে পারেন। তো আর দেরি না করে নিচের ভিডিও থেকে দেখে নিন কিভাবে আপনারা একশনস ব্যবহার করবেন,

আজকের তাহলে এপর্যন্ত, আশা করি কিছুটা হলেও আপনারা উপকৃত হয়েছেন। এ ধরনের টিওটরিয়াল আরো পেতে সবস্ক্রাইব করে রাখতে পারেন আমার চ্যানেলে। সবাই ভাল থাকবেন...

ফেসবুকে আমি ও

ইউটিউবে আমি

Level 2

আমি জেমস্ প্রিন্স। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 46 টি টিউন ও 49 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস