এক ক্লিকে স্কিন সফটেনিং ফটোসপ একশনস ব্যবহার করে

আশা করি সবাই অনেক ভাল আছেন। ন্তুন আর একটি ফটোসপ টিওটরিয়াল নিয়ে হাজির হয়েছি এবং আজকের টিওটরিয়ালটি অনেক এক্সাইটিং একটি টিওটরিয়াল। আপনি আমার অন্য কোন টিওটরিয়াল না দেখলেও আজকের টিওটরিয়ালটি মিস করবেন না কেননা আজ আমি আপনাদের দেখাব ফটোশপ একশন ব্যবহার করে কিভাবে মাত্র একটি ক্লিক করে আপনি যেকোন ছবির স্কিন সফটেনিং এর কাজটি সেরে ফেলতে পারবেন।

তাছাড়া আগে যেহেতু কথা দিয়েছিলাম যে আপনাদের দেখাব কিভাবে ফটোসপ একশন তৈরি করতে হয়, আজ এই টিওটরিয়ালের মাধ্যমে সেটিও দেখাব যে কিভাবে আপনি আপনার কাস্টোমাইজড একশন তৈরি করবেন।

যারা টুকটাক ছবি তুলেন তারা নিসচই জানেন পোট্রেইট ছবি প্রনবন্ত করার জন্য কতটা সময় দিতে হয় সেটি রিটাচ করার পেছনে। কালার কারেক্সন, স্পট রিমুভাল, স্কিন টোন ঠিক করা, ডজ এন্ড বার্ন, স্কিন সফটেনিং আরো অনেক কিছু। এই ধাপ গুলো একসাথে আসলে দেখান সম্ভব নয়। প্রবর্তিতে আস্তে আস্তে দেখানর চেষ্টা করব। তবে আজকে যে একশনটি আমরা দেখব সেটি মূলত মডেলের স্কিনটোন সফটেনিং করবে। আমি সাজেস্ট করব এই একশনটি এপ্লাই করার পুরবেই আপনি মডেলের স্পট রিমুভিং, ব্লেমিসেস রিমুভিং-এর কাজ গুলো করে নিবেন তাহলে খুবই ভাল রেজাল্ট পাবেন।

তো আর দেরি না করে এখান থেকে টিওটরিয়ালটি দেখে নিন।

আজকের তাহলে এপর্যন্ত, আশা করি কিছুটা হলেও আপনারা উপকৃত হয়েছেন। এ ধরনের টিওটরিয়াল আরো পেতে সবস্ক্রাইব করে রাখতে পারেন আমার চ্যানেলে। সবাই ভাল থাকবেন...

ফেসবুকে আমি ও

ইউটিউবে আমি

Level 2

আমি জেমস্ প্রিন্স। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 46 টি টিউন ও 49 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস