গুগল অ্যাডসেন্স পিন, ট্যাক্স ইনফরমেশন, অর্থ উত্তোলন পদ্ধতি নির্বাচন

অ্যাডসেন্স পাবলিশার বন্ধুগন আপনারা কেমন আছেন? আশারাখি ভাল আছেন এবং অ্যাডসেন্স থেকে নিয়মিত উপার্জন করছেন। এবার আপনাদের জানাবো কখন এবং কিভাবে গুগল অ্যাডসেন্স এর অ্যাডসেন্স পিন, ট্যাক্স ইনফরমেশন, অর্থ উত্তোলন পদ্ধতি নির্বাচন এবং সাবমিট করতে হয়। । তাহলে শুরু করি-

অ্যাডসেন্স পাবলিশাররা জানেন যখন অ্যাডসেন্স অ্যাকাউন্ট এ $ এর পরিমান দশ বা তার বেশি হয় তখন পিন, ট্যাক্স ইনফরমেশন, অর্থ উত্তোলন পদ্ধতি নির্বাচন করতে হয়। আবার কারও ক্ষেত্রে বেশি সময়ও নিতে পারে। আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টে লগইন করে দেখলেন ১০ ডলার হয়েছে কিন্তু আপনার পেমেন্ট হোল্ড বা অন্য কোন নতুন অপশন আসছে না। তাহলে আমার পরামর্শ হবে ধৈর্য ধরে অপেক্ষা করুন। কেননা গুগল আপনার আর্নিং কে ফাইনালাইজ করতে কিছু সময় নিচ্ছে। দুই এক দিন বা এক সপ্তাহ অথবা এক মাস অপেক্ষা করুন। আর সাধারণ ১০ ডলার হবার পরই আপনার পেমেন্টটি হোল্ড করা হবে এবং হোমপেজে এ সম্পর্কিত একটি ম্যাসেজ দেওয়া হবে। তাহলে আপনার অ্যাকাউন্ট প্যানেল হবে নিচের ছবির মতো দেখতে - 05-Apr-13 12-32-37 AM

ভয় পাবেন না। এটি অ্যাডসেন্স এর একটি স্বাভাবিক ব্যাপার। আপনি যদি সঠিক ভাবে প্রয়োজনীয় তথ্য গুলো প্রদান করেন তাহলে আপনার অ্যাকাউন্ট থেকে হোল্ড রিমুভ হবে। অ্যাকাউন্ট থেকে হোল্ড রিমুভ করার জন্য ম্যাসেজটির শেষে More Details লিংকে ক্লিক করুন। More Details লিংকে ক্লিক করার ফলে নিচের ছবির মতো একটি পেজ আসবে। 05-Apr-13 12-34-24 AM

এখানে তিনটি লিংক পাবেন। এগুলো ট্যাক্স ইনফরমেশন, পেমেন্ট মেথড নির্বাচন এবং পিন সাবমিট করার লিংক। প্রথমে আমরা ট্যাক্স ইনফরমেশন সাবমিট করবো। এজন্য Please submit your tax information লিংকে ক্লিক করুন। তাহলে নিচের ছবির মতো পেজ আসবে - 05-Apr-13 12-35-01 AM

ট্যাক্স ইনফরমেশন সাবমিট করার জন্য Submit your information now বাটনে ক্লিক করুন।  এখানে আপনাকে প্রশ্ন করা হবে আপনি কি একজন ইউ.এস সিটিজেন। এখানে নো সিলেক্ট করুন। এর পর আরও দুইটি প্রশ্ন করা হবে সবগুলোর উত্তর নো নির্বাচন করুন। নিচের ছবিতে লক্ষ্য করুন - 05-Apr-13 12-35-38 AM

এবার Continue বাটনে ক্লিক করুন। ব্যস হয়ে গেল আপনার ট্যাক্স ইনফরমেশন সাবমিট করা। এখন আবার Payment Settings  পেজ এ যান এবং Please select or verify a form of payment লিংকে ক্লিক করুন। বাংলাদেশিদের জন্য গুগল অ্যাডসেন্স থেকে পেমেন্ট নেবার একটি অপশন হলো চেক। আর চেক ডেলিভারির দুইটি অপশন হলো Standard Delivery  এবং Secured Express Delivery । Standard Delivery হলো প্রচলিত ডাক ব্যবস্থা। এর জন্য কোন চার্জ দিতে হয় না । সময় বেশি লাগে। Secured Express Delivery দ্রুত গতি সম্পন্ন কুরিয়ার সার্ভিস।  $28  চার্জ দিতে হয়। এখন আপনি ভেবে ঠিক করুন। কোন পদ্ধতিতে পেমেন্ট নেবেন এবং তারপর Continue বাটনে ক্লিক করুন। পরের পেজে সেভ বাটনটিতে ক্লিক করে পেমেন্ট মেথড সেভ করুন। এখানে উল্লেখ্য যে আপনি যে কোন সময় পেমেন্ট মেথড পরিবর্তন করতে পারবেন এবং তা অবশ্যই মাসের ১৫ তারিখের আগে হতে হবে।

এবার পিন সাবমিট অ্যাডসেনস অ্যাকাউন্ট হোল্ড হবার ৩-৫ দিনের মধ্যে পিনের চিঠি পাঠায় আর তা ২-৪ সপ্তাহ এর মধ্যে বা আপনার অবস্থানের উপর নির্ভর করে আপনার কাছে পৌছে। এখানে যে নম্বরটি পাবেন তা আপনার অ্যাকাউন্টে দিয়ে সাবমিট করুন। ব্যস আপনার কাজ শেষ। এবার ১০০ ডলার হবার অপেক্ষায় থাকুন। কি খুব সহজেই আপনার অ্যাকাউন্টে হোল্ড রিমুভ হলো তো?

আমার ব্লগ         ফেসবুকে আমি         পুর্বে প্রকাশিত

Level 0

আমি নাফিউর রহমান সজীব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 28 টি টিউন ও 97 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 17 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 5 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

আমি এখন পর্যন্ত january মাসের চেক পেলাম না। কি করবো??

    @Rockers: Standard Delivery হলে বেশি সময় লাগে। অপেক্ষা করুন আর নিকটস্থ পোস্ট অফিসের সাথে যোগাযোগ রাখুন।

Level 0

আর হ্যাঁ। ধন্যবাদ আপনার পোস্ট এর জন্য। আশা করি নতুনদের কাজে আসবে।

Level 0

vai amar a/c airokom NO HOLD likha ase address gale tekha jay tara pin number pataise but ami akhono pin pai na 28din par holo ami ki korbo please bolen

Level 0

please help me ami akta domin kinsi but bloge hosting korte chai kibabe bloge domin set korte hoy jana takle amake help koren kunu vai

Level 0

নাফিউর রহমান@ yes vai kibabe korte hoy

useful post..thanks

অনেক সহায়ক পোস্ট । আমার আজ ১০$ + পূরণ হল তবে এখনো হোল্ড হয়নি। দেখা যাক কতদিন সময় লাগে।