স্বপ্নের অ্যাডসেন্স এখন হাতের মুঠোয়

অ্যাডসেন্স মামা কি ভাগ্নেদের জন্য ছাড় দিল নাকি পদ্ধতিটাই নতুন বুঝলাম না। তবে সত্যি এটা ঠিক। অ্যাডসেন্স মামা আমার মতো ননসেন্সকেও অ্যাডসেন্স দিল মাত্র ৯০ মিনিটে। হ্যা, কথাটা আমার কাছেও অবিশ্বাস্য মনে হচ্ছিল কিন্তু কিছু করার নেই। সত্যি, তাই বলতে বাধ্য হচ্ছি। যাক আপনাকে আর বিরক্ত করবো না। স্ট্রেট কি পদ্ধতিতে করেছি তাই বলি।

techify10.blogspot.com

১. ইউটিউবে একটি চ্যানেল খুলুন।

২. রেজিস্ট্রেশনের সময় আপনার লোকেশন ইউনাইটেড স্টেট দিন।

৩. আপনার অ্যাকাউন্ট ভিডিও মোনাটাইজেশনের জন্য এনএবল করুন।

৪. যে কোন একটি ইউনিক ভিডিও আপলোড করুন।

৫. মোনাটাইজেশন ট্যাবে যেয়ে অ্যাডসেন্সের জন্য আবেদন করুন।

৬. অ্যাডসেন্সে আপনার মূল ঠিকানা সঠিক ভাবে দিন এবং অবশ্যই আপনার দেশ সঠিকভাবে দিবেন।

৭. অবশ্যই লক্ষ্য রাখবেন আপনার এই জিমেইল অ্যাকাউন্টটি যেন এর আগে অ্যাডসেন্সের জন্য ডিসঅ্যাপ্রুভ না হয়ে থাকে।

এবার ২ ঘন্টা অপেক্ষা করুন। ২ ঘন্টা পর আপনার ইনবক্স চেক করে দেখুন। কি মেইল এসেছে? কি অ্যাপ্রুভড? যদি অ্যাপ্রুভড হয় তবে কি করবেন? মিষ্টি খাওয়াবেন? সেটা যেহেতু খেতে পারছি না তাই আপাতত কমেন্ট করে জানালেই খুশি হবো। কোথায় কমেন্ট করবেন এখানে নাকি আমার ব্লগে?

techify10.blogspot.com

যাই হোক, কথা এখানেই শেষ নয়। অ্যাডসেন্স তো হলো। এবার? অ্যাডসেন্সে লগ ইন করে দেখুন এটা হোস্টেড অ্যাকউন্ট। তাহলে কি করবেন? ভয় পাওয়ার কিছু নেই। যদি আপনার ব্লগ ব্লগস্পটে হয় তবে আপনি নির্দিদ্বিধায় আপনার ব্লগে অ্যাডসেন্স ব্যবহার করতে পারবেন। শুধু তাই নয়, গুগল পার্টনার যে কোন সাইট থেকে আপনি বিন্দাস মুডে অ্যাডসেন্সে আয় করতে পারবেন।

techify10.blogspot.com

আর যদি আপনার কাস্টম ডোমেইন হয় তবেও চিন্তার কিছু নেই। আপনি অ্যাডসেন্সে আপনার সাইটের অথারাইজেশনের জন্য অ্যাপ্লাই করুন। তবে এক্ষেত্রেও আপনাকে গুগলের সব নীতিমালা মেনে নিয়ে সাইট তৈরী করতে হবে। তবেই কেবল আপনার সাইট অথারাইজড হবে। এরপর আপনি যে কোন সাইটে আপনার অ্যাডসেন্স কোড ব্যবহার করতে পারবেন।

 
চিন্তা দূর হলো? জানি একটা জিনিস এখনও মনে খচখচ করছে। যদি আবার অ্যাকউন্ট ব্যান হয়ে যায়। সে ক্ষেত্রে আমি কোন গ্যারান্টি দিতে পারছি না। তবে কিছুটা আশার বানী শুনাতে পারি।

অ্যাডসেন্স অ্যাপ্রুভ করার আগে কিছু জিনিস দেখে এবং পরে কিছু জিনিস দেখে।

techify10.blogspot.com

অ্যাপ্রুভের আগে দেখে:

১. আপনার সাইটের বয়স
২. পোস্ট কন্টেটের সাইজ
৩. কোয়ালিটি
৪. প্রতিদিন ভিজিটর
৫. কপি করা পোস্ট
৬. কপিরাইটেড বিধি লঙ্ঘন করে এমন যে কোন পোস্ট
৭. অ্যাবাউট আস, প্রাইভেসি পলিসি, কন্টক্ট আস ইত্যাদি
৮. পোস্ট সংখ্যা
৯. পোস্ট কতোটা নিয়মিত
১০. সাইটের ডিজাইন কতটা সম্পন্ন
১১. আরও অনেক কিছু

 
অ্যাপ্রুভের পরে দেখে:
১. সবার আগে ইনভ্যালিড ক্লিক
২. কপি করা পোস্ট
৩. কপিরাইটেড বিধি লঙ্ঘন করে এমন যে কোন পোস্ট
৪. প্রতিদিন ভিজিটর
৫. ভিজিটর সোর্স পি.টি.সি. কিনা

তাই আমার মনে হয় পরের গুলা মেনে চলা খুব বেশি কঠিন হবে না। আর যদি ভিজিটর না থাকে তবে আপনার অ্যাডসেন্স থেকেই কি লাভ। আর বেশি ভিজিটর পেতে হলে আপনাকে তো নিয়মিত পোস্ট করতেই হবে তাই না? তাই পরের গুলো মেনে চললে আশা করি অত সহজে ব্যান খাবেন না। আর কিছু কি বলার প্রয়োজন আছে?

Level 0

আমি রাফায়েত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 45 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

সেই সকল মানুষদের দ্বারা অনুপ্রাণিত, যারা পৃথিবীর মানুষের কাছে নিজেকে প্রমান করেছে এবং পৃথিবীকে সাজিয়েছে নতুন রূপে। তাদের রঙে নিজেকে রাঙাতে সংগ্রাম করে চলি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ পোস্ট এর জন্য। আমি ঠিক এইভাবেই করেছি কিন্তু আডসেন্স একাউন্টে সাইট এর url সাবমিট করার পর এখন পর্যন্ত কোন রিপ্লাই তো পেলাম ই না বরং সাইটে কোন অ্যাড বসাইতে পারতেছিনা ।
এটা কোন ধরনের প্রব্লেম…?? আমি এখন কি করতে পারি।।??

    Level 0

    @Hafiz Rakib: Blogger e ad add korte chesta korsen?

    @Hafiz Rakib: ভাই। আমি বলেছি যে যদি আপনি ব্লগার এ আপনার অ্যাড শো করতে চান তবেই কেবল মাত্র একটা পোস্ট থাকলেও আপনার ব্লগে অ্যাডসেন্স অ্যাড শো করবে। আর যদি অন্য কোন কাস্টম ডোমেইন সাইটে অ্যাড শো করতে চান তবে আপনাকে আবার সেই অ্যাডসেন্সের সব বিধি নিষেধ মেনে সাইট তৈরী করে অ্যাপ্রুভ করাতে হবে।

    @Hafiz Rakib: ভাই। আমি বলেছি যে যদি আপনি ব্লগার এ আপনার অ্যাড শো করতে চান তবেই কেবল মাত্র একটা পোস্ট থাকলেও আপনার ব্লগে অ্যাডসেন্স অ্যাড শো করবে। আর যদি অন্য কোন কাস্টম ডোমেইন সাইটে অ্যাড শো করতে চান তবে আপনাকে আবার সেই অ্যাডসেন্সের সব বিধি নিষেধ মেনে সাইট তৈরী করে অ্যাপ্রুভ করাতে হবে।

Level 0

Rafayet vai. Update jante chai. Account ta okay ase kina 1 month por update dien ei post e. Khub upokar hobe.

    @Avatar: এক মাস পরেই পোস্টটা করতে চেয়েছিলাম। কিন্তু অনেককে দেখলাম মাত্র পাচ ডলারে অ্যাডসেন্স অ্যাকাউন্ট বিক্রি করছে তাই দেখে আর দেরি করলাম না। অবশ্যই এক মাস পরে আপডেট জানাবো। আর যদি ইনভ্যালিড ক্লিক ছাড়া অন্য কোন কারনে ব্যান হয় তবে মনে হয় পোস্টটা রাখাটা ঠিক হবে না।

Level 0

vaia adsense application ta submit kora jai na

    @T.T PAGLA: ঠিকমতো ফর্ম ফিলআপ করলে সাবমিট করতে পারার কথা। তবুও বিস্তারিত জানান।

Level 0

Thank you very much for sharing this information. I have got adsense about 3 month ago but earning is too low. Would you tell me the reason after visiting my blog?

Mesothelioma Charitiy

    @preetech3: বেশ তথ্য বহুল সাইট। তবে আয় কম হবারতো একটাই কারন হতে পারে যে ভিজিটর যথেষ্ট পরিমান নেই। এস.ই.ও. তে মনোযোগ দিন। আশা করি ভাল ফল পাবেন।

Level 0

আমারটা হয়না তারপরও বলব ভাল পোষ্ট http://www.bdfaysal.blogspot.com

Level 0

Bangla blog e AdSense kaj korbe?

    @mizan4: বাংলা ব্লগে অ্যাডসেন্স সাপোর্ট করে না। ধন্যবাদ।

Level 3

কোন ধরনের ভিডিও আপলোড করব ?

    @Kaysarul: আপনার শ্যুট করা যে কোন ভিডিও। তবে ইউটিউবের বিধি মেনে আপলোড করলে ভাল হয়।

ভাই এটা ভুয়া পোস্ট এভাবে অ্যাডসেন্স পাওয়া যায় না্‌

    @অচেনা মানুষ: ভাই আমি পেয়েছি বলেই শেয়ার করেছি। আশা করি আপনি চেষ্টা করলে আপনিও পাবেন। কমেন্টের জন্য আপনাকে ধন্যবাদ।

Level New

এ্ভবে অ্যাডসেন্স পাওয়া গেলেও কোন লাভ নেই। লোকেশন ইউনাইটেড স্টেট এর হওয়ায় পেমেন্টের সময় একটা বড় ধরনের ঝামেলায় পড়বেন। আর যে কোন সময় আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট বেন হয়ে যাওয়ার সম্ভাবনা 90% ।

আর একটি কথা শুধু লাগাম দিয়ে কি করবেন যদি ঘোড়া না থাকে। অ্যাডসেন্স এর ঘোড়া হলো ইউনিক কন্টেন্ট। আপনার যদি ইউনিক কন্টেন্ট থাকে তবে অ্যাডসেন্স পেতে কতক্ষণ!!!

    @Shamsul Alam: সামছুল ভাই অনেক সুন্দর কথা বলেছেন। আমিতো অ্যাডসেন্স ব্যান হবে কি হবে না সেটা তো বলতে পারি না। তবে এভাবে অ্যাডসেন্স পাওয়া যাবে সেটুকু বলতে পারি। এরপর যদি আপনি যদি যথেষ্ট পরিমান ইমপ্রেশান অ্যাডসেন্সকে দিতে পারেন ভাল কন্টেন্টের সাইট থেকে, তবে মনে হয় ব্যান হবার সম্ভাবনা অনেকটাই কমে যাবে। আর পেমেন্টের জন্য আপনি তো অ্যাডসেন্সে আপনার পূর্ণ ঠিকানা দিচ্ছেনই, এতেতো মনে হয় কোন প্রবলেম হবার কথা নয়। আপনার সুন্দর মতামতের জন্য ধন্যবাদ।

ভাই এভাবে অ্যাডসেন্স নিয়া কাজ করে কোন লাভ নাই কারন যেখানে ইউটিউব মোনাটাইজেশন বাংলাদেশ এ সাপোর্ট করে না সেখানে ইউটিউব মোনাটাইজেশন দিয়ে আপনি অ্যাডসেন্স অ্যাকাউন্ট নিলে সেটা কি গুগল দেখবে না।

অনেক সুন্দর এবং হেল্পফুল একটি টিউন গুগল অ্যাডসেন্স এর জন্য ।

ধন্যবাদ

হোস্টেড অ্যাকউন্ট অ্যাকাউন্ট কলতে কি বুঝায় ভাই, আমার অ্যাডসেন্স অ্যাকাউন্ট টা হোস্টেড

আমি ডুবাই থেকে করছি। একটা ঝামেলা হয়ে গেছে। পেএই নেম পরিবতন করা যায় কিভাবে, জানাবেন।

@রাফায়েত ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এতো গুরুত্বপূর্ণ একটা পোস্ট লেখার জন্য। আমি আপনার কাছে অনেক বেশি কৃতজ্ঞ কারন আপনার পোস্ট টি পরার পরেই আমি অ্যাডসেন্স এ অ্যাপ্রুফড হয়েছিলাম এবং ইতোমধ্যে আমার ব্লগ এ অ্যাডসেন্স এর অ্যাড ব্যবহার ও শুরু করেছি। এখন আমার কিছু প্রশ্ন ছিল। আমি আমার ব্লগ এ এই অ্যাডসেন্স অ্যাকাউন্ট এর মাধ্যমে গুগল কাস্টম সার্চ বার এবং অ্যাড ইউনিট ব্যবহার করার অপশন খুজে পাচ্ছি না। এ ব্যাপারে যদি একটু সাহায্য করতেন তাহলে খুব উপকৃত হতাম।