গুগল অ্যাডসেন্স এ আমার অভিজ্ঞতা ও টিউনারদের বিবেকের কাছে একটি প্রশ্ন

আমি টেকটিউন্স-এ একদম নতুন এবং এটাই আমার প্রথম পোস্ট। তাই প্রথমেই  ক্ষমা চেয়ে নিচ্ছি, যদি ভুল কিছু লিখে ফেলি, তবে যেন ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখা হয়।

আমি Adsense নিয়ে নিজস্ব অভিজ্ঞতা শেয়ার করব। ২০১১ সালে প্রথম blogspot-এ একটা ব্লগ খুলি। টানা ২ মাস খেটেখুটে ব্লগটা দাড়া করিয়ে Adsense এর জন্য অ্যাপ্লাই করি এবং প্রথম সুযোগেই একাউন্ট এপ্রুভড হয়। নতুন হিসেবে প্রথম যে ভুলটা করি, তা হল কয়েকজন বন্ধুকে বলি আমার অ্যাডগুলোতে নিয়মিত ক্লিক করতে। ফলস্বরূপ, মাত্র ৪ দিনে একাউন্ট ব্যালেন্স হয়ে দাড়ায় ৫০ ডলার এবং ৫ম দিন গুগল মামা একাউন্ট ব্লক করে দেয়।

এরপর বহুদিন আর ব্লগটি আপডেট করিনি। ২০১২ সালের মাঝামাঝি সময়ে, অন্য একটা গুগল একাউন্ট থেকে আবার অ্যাপ্লাই করেছিলাম। কিন্তু গুগল মামা এইবার “গুগল অ্যাডসেন্স পলিসি-র অনুসারে ব্লগটি উপযোগী নয়” এই দোহাই দিয়ে একাউন্ট অ্যাপ্রুভ করল না। আমি আবার নাই হয়ে গেলাম।

বহুদিন পর টেকটিউন্সে “মাত্র ২ ঘন্টায় অ্যাডসেন্স একাউন্ট অ্যাপ্রুভ” করা নিয়ে একটা পোস্ট দেখে, ইউটিউব থেকে অ্যাডসেন্স একাউন্ট অ্যাপ্রুভ করিয়ে নিলাম (তৃতীয় আরেকটি গুগল একাউন্ট দিয়ে)। এবার রয়ে সয়ে তিন হপ্তায় ব্যালেন্স গিয়ে দাড়াল ২৫ ডলারে। কিন্তু ধরা খেলাম টেকটিউন্সের আরেক টেকি ভাইয়ের টিপস অনুসরন করতে গিয়ে। ফেসবুক লাইক বাড়াতে গিয়ে, একাউন্ট করলাম linkcollider.com  এ এবং ফেসবুক লাইকের পাশাপাশি ট্রাফিক এক্সচেঞ্জ অপশন চালু করায় গুগল মামা আবারও ব্লক মেরে দিল।

গল্প শেষ, এবার কাজের কথায় আসি। বাংলাদেশে বহু কুতুব আছেন যারা গুগল অ্যাডসেন্স থেকে মাসে হাজার হাজার টাকা কামাচ্ছেন। কিন্তু, কাউকে শেখাতে তাদের খুবই অনীহা। ব্যাপারটা অনেকটা এমন যে, কাউকে শেখালে বোধহয় তার ভাগের পয়সা গুগল কমিয়ে দেবে। এইটা কোন সিস্টেম হইল?! আরে ভাই, আপনার শেখান বিদ্যায় কেউ যদি দুটো পয়সা কামায় তাতে আপনার কোন ক্ষতি তো হচ্ছে না। বরং আমার মত বহু কাঁচা লোকও বিভিন্ন কনফিউশন থেকে বেঁচে যাচ্ছে। আপনারা তো জানেন, সৎ উপায়ে গুগল অ্যাডসেন্স থেকে টাকা কামাতে গেলে ১ম ১০০ ডলার জমতেই ১০০ বছর লেগে যাবে, তা আপনি যত SEO-ই

করেন না কেন। কারন আজকালকার জমানার পাবলিক খুবই কিপটা। আপনার ব্লগ পড়ে হয়ত হাততালি দিবে কিন্তু অ্যাডে ক্লিক করবে না। এ পরিস্থিতি তে যারা গুগল অ্যাডসেন্স থেকে মাসে হাজার হাজার টাকা কামাচ্ছেন, তারা অবশ্যই কোন একটা বিশেষ পদ্ধতি অবলম্বন করছেন। এখন জাতির বিবেকের কাছে প্রশ্ন, কোন হাতেম তাঈ টাইপ টিউনার কি নাই যে লাক্সের থুক্কু গুগল অ্যাডসেন্স-এর এই গোপন রহস্যটা প্রকাশ করবে?

Level 1

আমি শামীম আল মামুন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 29 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি অন্তর্মুখী মানুষ। কম কথা বলার প্রবণতা থেকে তৈরি হয়েছে লিখে নিজেকে প্রকাশ করার অভ্যাস। নিজের ব্লগ দ্য হিডেন ট্যাবলেট এ মাঝে মাঝে লিখি। আপনাদেরও ভাল কিছু দেয়ার চেষ্টা থাকবে সবসময়।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

আপনার টিউন এর জন্য ধন্যবাদ। টাকা ইনকাম করতে হলে কিছু কষ্ট তো করতে ই হবে আর এত তারাতারি অস্থির হচ্ছেন কেন আমি Adsense এ Account করেছি আজ থেকে আর ৬ বসর আগে তখন Internet থেকে টাকা আয় করা যায় তাই কাউ বিশ্বাস করত না অনেক কথা ও সুনেছি আমি আমার বন্ধুদের কাছ থেকে আমার প্রথম চেক পেতে সময় লেগেছে ১ বসর।
তবে কম সময় এ ও অনেক আয় করা যায় কিছু বুদ্ধি খরজ করতে হয়
ধন্যবাদ আপনাকে আবার ও

    @djshadow: অস্থির কই হইলাম? আমি শুধু বলতেছি যে, কেউ যদি কোন ট্রিক্স খাটিয়ে গুগল মামার পকেট কেটে থাকে, তো শেয়ার করুক। আমরাও কাটি। আমি তো কারও টাকার ভাগ চাইতেছি না। এই “আমারটা খায়া ফেলল রে” মেন্টালিটির জন্যই বাঙ্গালী জাতির আজ দুরবস্থা।

      Level 0

      @Shamim all mamun: ভাই আপনার কাছে একটা Request, আপনি ইউটিউব দিয়ে কি ভাবে অ্যাডসেন্স পাইসেন একটু জানাবেন? ভাই এখন ও ত অ্যাডসেন্সই পাইনাই আরনিং ত দুরের কথা। ইউটিউব দিয়ে কি ভাবে অ্যাডসেন্স অ্যাকাউন্ট পাইতে পারি যদি বলতেন খুভ উপকার হত।

Level 0

@shammim vai aj porjonto kono blog e adsense er vhalo kono tips painai….sobai shudo approve korar khotay bole…AdSense use thik Ki vabe korle amra valo kicu earn korte parbo ta Kew bole na…Allah e Jane oder prb Ki…amr mone hoy j onade doller amra Nia jabooo….ajob jogot e duke porlam vai…

    @rasel4158: আসেন ভাই, গলাগলি ধইরা কান্দি, আমরা একই গোয়ালের গরু!

Level 0

শামীম ভাই, আপনি ভাই পুরাই অস্থির হয়ে গেছেন ভাই, সরি ভাই আমিও আপনার মত ছিলাম ৪ বছর আগে, আমার এডসেন্স ইনকাম মোটামোটি, চলতে পারি, আগে ব্লগস্পট এ করতাম, এখন নতুন ডোমেইন হোষ্টিং নিয়ে শুরু করেছি, আমি ভাই একটা কথা বিশ্বাস করি, জ্ঞান নিয়ে কবরে যেয়ে লাভ নেই। আমাদের বাংলাদেশীদের মধ্যে একটা সমস্যা হল, সে যা জানে তা শেয়ার করতে ভয় পায়, না জানি তার ইনকামের মধ্যে ভাগ বসান কিনা, তাই! যাই হোক ভাই আমি আবার বাংলা ভালো লিখতে পারি না, না হলে ব্লগ লিখতাম, যারা শিখতে চান আমি আপনাদের ফ্রি শিখাবো, তবে ভাই এডসেন্স ইনকাম করতে হলে ধৈর্য লাগবে, আমাকে ফেসবুকে এ্যাড করে নিবেন, আমার আবার ভুলার অভ্যাস, মাঝে মধ্যে মেসেজ দিয়েন, তাহলে মনে পড়বে। এ পোষ্ট টা দেখে আমার খারাপ লাগল, তাই দায়িত্ববোধ থেকে এই প্রথম কমেন্ট করলাম। https://www.facebook.com/Vhootfmepisode

    @wikishare: থ্যাঙ্কু ভাইজান, ইতিবাচক সাড়া দেবার জন্য।

    @wikishare: ভাই, affiliates Marketing সম্পর্কে একটু বুদ্ধি দিতে পারবেন ? যে কেউ দিলেই চলবে ! Thanks in advance

Level 0

ভাই আপনি তো মহা Dangerous পাবলিক! কিন্তু মনে রাখবেন গুগল Always আপনার চেয়ে ডেঞ্জারাস 🙂

এবার মনোযোগ দিয়ে একটা কথা শুনে রাখুন – AdSense দিয়ে আপনি যদি কামাই করতে চান, তাহলে Click করার লোভ আপনাকে সামলাতে হবে। আর আপনি কি জানেন যে আপনি পুরো দেশের ক্ষতি করছেন? কিছু মানুষের জন্য আজ বাংলাদেশীদের এই দুরাবস্থা। এখন এডসেন্স এপ্রুভ করা অনেক টাফ। বাংলাদেশীদের সবাই সন্দেহ করে এ ধরণের কাজ করার জন্য।

আপনার সবকিছু রিয়েল না হলে এডসেন্স এ কামাই করা তো দূরের কথা, একাউন্ট রক্ষা করাই ক্ষ্টকর হয়ে দাড়াবে।
আপনার লেখা, ভিজিটর, পেজভিউ, এড এ ক্লিক সব কিছু রিয়েল হতে হবে।

আর আপনি শুধু লিখে যাবেন। কামাই করার কথা মাথাতেই আনবেন না। তাহলেই আপনার এডসেন্স একাউন্ট রক্ষা পাবে।
Now Read this post carefully: http://munnamark.blogspot.com/2012/11/guidelines-before-and-after-getting.html

    @munnamark: মুন্না ভাই, দোষ তো পুরাটাই আমার ঘাড়ে চাপাইলেন! পথ নির্দেশনার অভাবে নতুনরা ভুল করলে সেই দায় অভিজ্ঞদেরই নিতে হয়। আর খামাখা এই দুর্দিনে আমারে দেশের শত্রু বানায়া দিলেন মিয়া! গনজাগরন মঞ্চের কেউ পাইলে তো খাড়ার উপর ঝুলায়া দিব। আমার থোতায় আবার একটু দাড়িও আছে!!!

      Level New

      @Shamim all mamun: আপনার প্রশ্নগুলার যে কি উত্তর দিবো বুঝতেছি না! বাংলা ভাষায় অ্যাডসেন্স এর সবচেয়ে তথ্যবহুল সাইটে দাঁড়িয়ে আপনি যেই অভিযোগ করেছেন তা আমি কোনোভাবেই মানতে পারছি না। একটা প্রশ্নের উত্তর দিন পরে অন্য কথা বলবো – টেকটিউনসে আজ পর্যন্ত অ্যাডসেন্স নিয়ে যতো পোস্ট হয়েছে তা কি পড়েছেন? বিশেষত ২০০৭-২০১০। শাকিল আরেফিন ভাইয়ের সবগুলা পোস্ট পড়েছেন?

      ২য় কথা। কিছু মনে করবেন না একাউন্ট করেছি ব্যান খেয়েছি খুব স্বাভাবিক। কেনো জানতে চান? সত্যি করে বলুন
      https://www.google.com/adsense/terms
      https://support.google.com/adsense/answer/48182?hl=en
      অ্যাডসেন্স এর টার্মস এবং কন্ডিশন এবং প্রোগ্রাম পলিসি পড়েছেন এখনো? শুধু পড়লে হবে না মুখস্ত করতে হবে। আগে এটা মুখস্ত করেন তারপর পরবর্তী লেভেল, আই মীন সাইট বানানো। munnamark ভাই সবচেয়ে দামি কথা বলেছেন- অ্যাডসেন্সও আপনাকে একই কথাই বলবে। আপনার কাজ সাইটে আর্টিকেল লিখা। ভালো আর্টিকেল লিখলে গুগল আপনাকে ভিজিটর দিবে অ্যাডসেন্স আপনাকে টাকা দিবে। টাকার চিন্তা করে ব্লগিং করলে ব্লগিং আপনার জন্য নয় ভাই।

        @সেতু: ঝাড়িমূলক হলেও ভাল উপদেশের জন্য ধন্যবাদ। শাকিল আরেফিন ভাইএর পোস্ট পড়া শুরু করেছি, গুগল টার্মস এন্ড কন্ডিশনস পড়া ছিল তাও আবার পড়লাম, ভাল আর্টিকেল লেখার চেষ্টাও করব। তারপর দেখি, গুগল আমাকে কি দেয়। তবে আপাতদৃষ্টিতে মনে হচ্ছে অ্যাাডসেন্সে সবাই সৎ উপায়েই কামায়! আল্লাহ মালুম, ক্যামনে!

          Level New

          @Shamim all mamun: তবে আপাতদৃষ্টিতে মনে হচ্ছে অ্যাাডসেন্সে সবাই সৎ উপায়েই কামায়! আল্লাহ মালুম, ক্যামনে!
          ভাইরে, আপনি কোনভাবে চুরি করবেন বলেন? শুধু মাথায় রাখুন আপনি যেইভাবে চুরি করতে চাচ্ছে সেটা বুঝে সামলানোর ১০ টা পদ্ধতি গুগল বহু আগেই নিয়ে রেখেছে।

        Level 0

        @সেতু: thank vai…apnar ei etotuko lekhay onk kicu bujte parlam….dheki ebar khotamoto chola jay kina…..ei rokom age chinta kori nai

      Level 0

      @Shamim all mamun: যা বললেন ভাই না হাইসা পারলাম না তাই একটা replay দিলাম…।

Level 0

আগে বলেন আমার লেখাটা পড়েছেন কিনা। নতুবা আপনাকে বাচানোর আর কোন পথ খোলা নাই 🙂
আর আপনাকে একা দোষ দেই নি। আপনার মত সবাইকে দোষ দিয়েছি।

এমন কাজ মানুষ করে? শোনলে তো সবাই হাসবে। নিজের সাইটে নিজে ক্লিক। অভিজ্ঞ যারা শুনেছে তারা সবাই গড়াগড়ি দিয়ে হাসছে 😆 😆

এবার কাজের কথায় আসি – AdSense এ আয় করতে হলে আপনাকে আয়ের কথা ভুলে যেতে হবে। আপনি শুধু আপনার মত লিখতে থাকবেন। কপি পেস্ট একদমই নয়। এরপর কয়েক মাস অপেক্ষায় থেকে আবার এপ্লাই করবেন। প্রয়োজনে আপনাকে সাহায্য করব। নো প্রবলেম। গুগল টকে আমার সাথে যোগাযোগ রাখবেন।

    @munnamark: অপেক্ষা করতে সমস্যা নাই। তবে এই ব্লগ এতবার ব্যান হয়েছে যে আর নতুন করে অ্যাাপ্লাই করার সাহস পাচ্ছিনা। আবার মায়াবশতঃ ব্লগ ডিলিটও করতে পারছি না! কি যে করা উচিৎ?!

      Level 0

      @Shamim all mamun:
      আপনি আমার চেয়ে বেশি বার ব্যানড হন নি! 🙂
      কাজেই আগামী ৬ মাস আপনার কাজ হবে শুধুই সাইট ডেভেলপ করা। ব্লগিং করে আয় করার কথা আপনাকে একদমই ভুলে যেতে হবে।

আমার ক্ষুদ্র অভিজ্ঞতার কয়েকটি আপনার সাথে শেয়ার করতে চাই:

১. AdSense এর সব টার্মস এবং কন্ডিশন এবং প্রোগ্রাম পলিসি পড়ে ফেলুন। (আমার কিছুটা পড়া বাকী আছে) 🙂
২. চেষ্টা করুন নিয়মিত (সম্ভব হলে প্রতিদিন) পোস্ট করুন।
৩. ইংরেজীতে দক্ষতা বাড়ান।
৪. যতটা সম্ভব ব্ল্যাকহ্যাট এসইও পরিহার করুন।
৫. টিটিতে এডসেন্স নিয়ে সব পোস্ট পড়ে ফেলুন।
৬. এখানকার সব পোস্ট পড়ে ফেলুন: http://earntricks.com/category/adsense-2

Good Luck!

    @স্বপ্নবাজ+ jewel: শেয়ারের জন্য আন্তরিক ধন্যবাদ! ২ ও ৫ নম্বর টা একটু কঠিন হয়ে গেল। অনেক সময়ের ব্যাপার। চাকরি বাদ দিয়ে, সারাদিন নেটেই থাকতে হবে। ধীরে ধীরে চেস্টা করে দেখি।

কেউ এডসেন্স এর বিসয়গুলো শেখাতে চায় না কারন একজনের NIche বা টপিক আরেকজন চুরি করে সাইট বানায়। তখন প্রতিযোগিতা বারে , এবং তখন সাইটের ভিজিটর ও CTR কমে যায় । তাই ভাল উপায়গুলো কেউ কাউকে শেখায় না । Simple …..

    @মোঃ নাজমুস সাকিব: ভাল Niche কি খুবই কম? এত কামড়াকামড়ি কিসের?

Level 0

এবার আমার মেজাজ আর ঠিক রাখতে পারছি না! আসলে বাঙালির স্বভাবই খারাপ। গত ১ মানে বাংলাদেশ থেকে আমার এড এ একটাও ক্লিক হয়নি।

আর আজ এখানে কমেন্ট করা মাত্রই শুরু হয়ে গেছে ক্লিক! 🙁 এ পর্যন্ত ৯ টা ক্লিক হয়েছে। জানিনা আর কয়টা হবে।

কার কি এমন দরকারী এড দেখল যে ক্লিক করা শুরু করল? ওরা জানে একবার ব্যান হলে নতুন একাউন্ট এপ্রুভ করা থেকে শুরু করে পিন ভেরিফাই করা কতটা টাফ ব্যাপার?

কথায় আছে – দোযখেও বাংলাদেশীদের জন্য গার্ড (ফেরেশতা) থাকবে না। কারণ ওরা নিজেরাই নিজেদের নামাবে।

আপনারাই বলুন – এটা কি উচিৎ হয়েছে?

    @munnamark: ফেক ক্লিক তো আর হয় নাই? নাকি অরিজিনাল ক্লিক নিয়াও গুগলের অ্যালার্জি আছে?

      Level 0

      @Shamim all mamun:
      একেই বলে অভিজ্ঞতার অভাব। বাংলাদেশ থেকে ১০ টা ক্লিক করলেও ১ ডলার হয়না। বরং একাউন্ট বাতিল হবার সম্ভাবনা বেড়ে যায়। আমি কি আর শুধু শুধু টেনশনে আছি?
      তাছাড়া গত ১ মাসে যেখানে কোন ক্লিক হয়নি, সেখানে এক দিনে ৯ টা ক্লিক কি আপনার অস্বাভাবিক মনে হয়না?
      আর এই ৯টা ক্লিক সম্ভবত ১ জন বা ২ জন ব্যবহারকারী করেছে। সমস্যাটা এখানেই।

Level 0

ok আমি মনে হয় বুজতে পেরেছি Shamim all mamun কি চাইছেন আচ্ছা আমি কিছু টিপস দেই প্রথম এ ই বলি ভাই একটু মাথা খাটাতে হবে আপনাকে।

আপনি কি HTML পেজ তইরি করতে পারেন যদি পারেন তাহলে HTML পেজ তইরি করুন একদম Media Fire এর DOWNLOAD পেজ এর মত করে তারপর তাতে e-book, software, script etc Download এর লিঙ্ক দিন লিঙ্ক চলে যাবে আপনার dropbox or copy.com এ রাখা ডাউনলোড পেজ এ এতে করে একটা পেজ এক্টূ বেসি ঘাটতে হবে মানুষ কে কিন্তু যা দরকার তা তো পেলো, এখন ডাউনলোড পেজ গুলো ছরিয়ে দিন Techtunes, Doridro, Tunerpage, Techsomoy, WPlocker, Scriptmaster, etc ভাল ব্লগ গুলোতে দেখবেন ভালো ফল পাবেন।

এখন এখানে সমস্যার কথা বলি তা হল Google এর পলিসি অনুজাই আপনি এক পেজ এ ৩ এর অধিক এড দিতে পারবেন না , পেজ এ কন্টেন্ট থাকতে হবে আপনার Download Link টি ও কন্টেন্ট আরো অনেক কিছু করার আছে সব আসলে কমেন্ট এ বলা সম্ভব না। আর হ্যা এড এ কে ক্লিক করলো তা নিয়ে মাথা ঘামাবেন না কারন এড প্রদর্শন করার জন্য ও কিন্তু GOOGLE আপনাকে Pay করে।

ধন্যবাদ

    @djshadow: মাথা এমনেই আউলায়ে গেছে আর আউলায়েন না।

ভাই ঠিক আমার মনের কথা বলছেন , বাংলাদেশী মানুষ আমারা বড়ই খারাপ , আল্লাহ্‌ আমাদের ভাল হওয়ার তৌফিক দেন (আমিন)
আমার খুব জানতে ইচ্ছা হয় কিভাবে হোয়াইট হাট এসইও করে , ভাল ইনকাম করা যাবে , অনেকের কাছে প্রশ্ন রাখছিলাম এই বেপার এ , কিন্তু তারা আমাকে উত্তর দিছে , আমি কি গুগল সার্চ ইঞ্জিন নাকি , এমন হলে আমাদের দেশ এর মানুষ , দুঃখ প্রকাশ করবো কার কাছে ???
যাই হোক আল্লাহ্‌ বরশা , এগিয়ে যাচ্ছি নিজে নিজে দেখি কি হয় । ভাই একটা প্রশ্নের উত্তর আশা করি সবার কাছে , আমি linkcollider এ ৫ টা ব্যাক লিঙ্ক তৈরি করে ফেলেছি , এখন কি কোন সমস্যা হবে ???

আমি বোধহয় নিজের সমস্যাটা বুঝতে পারছি।
প্রথম সমস্যাঃ আমি HTML, PHP কিছুই জানি না।
২য় সমস্যাঃ আমারটা ব্লগস্পট সাইট
৩য় সমস্যাঃ আমিও SEO ভালমতো জানি না
৪র্থ সমস্যাঃ Keytool এর ব্যাবহার পারি না
৫ম সমস্যাঃ না জেনেই অন্যদের দোষ দিছি। হেল্পফুল মানুষ আছে।
এবার আমার শেখার পালা শুরু। সবাইকে ধন্যবাদ সাহায্যের জন্য। একদিন সব শিখে, অ্যাডসেন্স থেকে টাকা কামিয়ে অবশ্যই আপনাদের মিষ্টি খাওয়াব।

    @Shamim all mamun: vai apni jodi ai vishoe kacha hoe thaken tobe ai vishoi take area jan and onno kono profession khuje nin.
    R jodi eta nie pore thakte chan tobe at first english ta valo vabe aitto korun, karon apni mone koren j bangladesher keo apnake help kore na tobe apnake vule gale cholbe na prithibite sudho aktai desh noi. r o j soto soto desh roece sai desher kuti kuti manus gulo sobai amader moto. Tader kac thake prodotto onek orthobahul tottho internet a roece. Apnar english knowlege valo thakle apni khub shoje tader ai thotho gulo songroho korte parben. R akta valo madhom hocce YOUTUBE. Ekhane onek useful tutorial roece.
    Asha kori totho gulo apnake shajjo korbe.
    Ami adsense nea research korci last 3 month dhore. Amar akta site : http://www.magazinehours.com/. r kicu din development er por adsense er jonnno aply korbo. Ai site er : boish 3 month: http://www.magazinehours.com/ hoe gace. asha korci r o 2 month pore Adsense er jonno aply korbo.

    @Shamim all mamun: Good Luck bro!

Level 0

@shamim vai best of luck…amio apnar sathe suru korbo…ami html pari akhn php sikhteci dheki ALLAH vorosa….

Level 0

@Shamim all mamun: ভাই আপনার কাছে একটা Request, আপনি ইউটিউব দিয়ে কি ভাবে অ্যাডসেন্স পাইসেন একটু জানাবেন? ভাই এখন ও ত অ্যাডসেন্সই পাইনাই আরনিং ত দুরের কথা। ইউটিউব দিয়ে কি ভাবে অ্যাডসেন্স অ্যাকাউন্ট পাইতে পারি যদি বলতেন খুভ উপকার হত।

vai adsence paisi kintu site aro develop korbo then add bosabo..karo help lagle contact koren: http://www.facebook.com/masum.ahemed

Level 0

@ Shamim all mamun.ভাই আমি youtube এর মাদ্ধমে গুগল আসসেন্স এ account approve করি।সেই অ্যাকাউন্ট দিয়ে আমি গত কাল আমার ব্লগ এ অ্যাডের জন্য অ্যাপ্লাই করি এবং অ্যাড গুগল অ্যাড পাবলিশ করে।কিন্তু সেই অ্যাড শুধু আমি দেখতে পারি অন্য কোন কম্পিউটার থেকে দেখা যাচ্ছে না।ক করব?????

Level 0

purai matha kharap obostha!

Level 0

শেয়ারের জন্য আন্তরিক ধন্যবাদ।