এত সহজে অ্যাডসেন্স পাব ভাবতে পারিনি!!!!!

প্রায় গত এক বছর ধরে টেকটিউনস নিয়মিত পরিদর্শন করি।টেকটিউনস থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে নিজেকে অবহিত করি।আর এভাবেই একদিন চোখ যায় অ্যাডসেন্স ক্যাটেগরির পোস্ট গুলর দিকে।ঐ ক্যাটেগরির পোস্টগুলো পড়তে শুরু করি।অনেক ভাল লাগত পড়তে আর অ্যাডসেন্স সম্পর্কে জানতে।

যদি তারপর একদিন চেষ্টা করে youtube দিয়ে অ্যাডসেন্স এর account approve করাই।এর আগে আমার দুটো ব্লগ খোলা ছিল ব্লগার থেকে।দুটি ব্লগে পোস্ট আছে দুইটি ,তাও আবার কপি পেস্ট করা।আসলে চেষ্টা করেছিলাম কিভাবে পোস্ট করতে হয়।তাই কিছু টেক্সট কপি করে পোস্ট করা শিখেছিলাম।গত ৭ তারিখ এ অনেক দিন পর ব্লগ দুটিতে ঢুকলাম ,হঠাৎ মনে হল একবার আদসেন্সের জন্য আবেদন করে দেখি কি হয়।আবেদন করার ১৫-২০ মিনিট পর দেখি আমার ব্লগটিতে অ্যাড প্রকাশিত হয়েছে। দেখে মনে হল  গুগল অ্যাডসেন্সের অ্যাড পাওয়া এত সহজ!!

যদিও আমি অ্যাডসেন্সের প্রতি আগ্রহী নই।এসব করেছিলাম শুধু পরীক্ষা করে দেখার জন্য।আমি মূলত প্রগ্রামিং এর প্রতি আগ্রহী।ওয়ার্ডপ্রেস এবং পিএইচপি কিছুটা শিখেছি,মাঝে মাঝে জাভা শেখার চেষ্টা করি।

যাই হোক ভেবেছি এখন থেকে নিয়মিত পোস্ট করব।বিশেষজ্ঞ ভাইদের দিকনির্দেশনা আশা করব।কিভাবে আমি ব্লগ এ পরিদর্শক বাড়াতে পারি।account কিভাবে টিকিয়ে রাখতে পারি ইত্যাদি বিষয়ে।

আর বিশ্বাস না হলে আমার ব্লগ থেকে ঘুরে আসতে পারেন।

ব্লগ ১

ব্লগ-২

Level 0

আমি rahmanole। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 18 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ভাই আপনার মোবাইল নাম্বার আথবা email id দেওয়া যাবে কি আমার email id ( ahamedsafi0072gmail.com)

Level 0

আমার খুব ইচ্ছা অ্যাডসেন্সের প্রতি, কিন্তু কারো সাহায্য পাই নাই। প্রথমে আপনি আপনার ব্লগ যেভাবে সাজিয়েছেন তা যদি আমাদের সাথে একটু শেয়ার করতেন (আমি HTML, CSS মোটামোটি পারি তত এক্সপার্ট না) , এবং পরে কিভাবে অ্যাডসেন্স পেলেন তা জানালে খুবই উপকার হত। আমার ইমেইল [email protected]

    Level 0

    account approve করার পদ্ধতিটি আমি খুব দ্রুত আপনাদের জন্য টেকটিউনস এবং আমার ব্লগে এ প্রকাশ করব করব। আর ব্লগার এ xml ফরম্যাট এর টেমপ্লেট সাপোর্ট করে শুধু।আমি টেমপ্লেট টি অন্য একটি ব্লগ থেকে নামিয়ে আমার ব্লগ এ আপলোড করেছি।গুগল এ ব্লগার টেমপ্লেট লিখে সার্চ দিলে অনেক ফ্রী টেমপ্লেট পাবেন।এগুল একটু এডিট করে, কিছু লিঙ্ক দেয়া থাকে এ গুল মুছে দিয়ে আপনার ব্লগ এ আপলোড করতে পারেন।@orchid

Level 0

vai adsence e amr contact adress vull dekhacce shudhu. tai approved hocce na. কিভাবে এড্রেস ফর্ম ফিলাপ করতে হয় স্ক্রিনশট দিতে পারবেন? নাম কি তিবটা দেওয়া যায? যেমনঃ md saidur rahman. please janan.

    Level New

    @Ratul007: md saidur rahman নামে কোনো সমস্যা নেই। আপনি কিভাবে এড্রেস লিখছেন সেটা বলুন

Level 0

@Ratul007:address er duiti line thake.apnar addressti duiti line ei likhe dekhte paren.valid address din,zip code din

Level 0

apnar A/C bashi din rahte parben na because apnar post khub kom tarpor templete menu tik nay aro onek kichu http://www.bookbd.net

যাদের adsense নাই তারা আমার সাথে যোগায়োগ করেন। আমি আপনাদের adsense ২ঘন্টার ভিতর করে দিব। কোন টাকা লাগবে না।
আর একটা কথা আপনাদের adsense একাউন্ট করে দিতে তো আমার কোন ক্ষতি নাই। সারাদিন নেট নিয়ে বসে থাকি। শুধু তাদের জন্য য়ারা adsense পাই নাই। তথ্যপ্রযুক্তির উন্নয়ন মানে দেশের উন্নয়ন। ০১৯৩১৮৯৩৩৬৯

Level 2

shahadat khan vi fb id ta danto