ইউটিউবের ভিডিওের ভিউ বারিয়ে নিন এখন।

একটা কথা...
ভালো জিনিসের কদর উপরওয়ালা ও করে

আমি শুরুতেই বুঝাতে চাইলাম যেখানে উপরওয়ালা ভালো জিনিসের মূল্যায়ন করে, সেখানে এটা তো নিশ্চিত যে ইউটিউব অবশই আপনার থেকে ভালো জিনিশ পেলে আপনাকেও  ভালো কিছু জিনিস উপহার দিবেই। বিশেষ করে যাদের adsense আছে তাদের জন্য এটা অবশ্যই আশার ব্যাপার। এখন আসুন কাজের কথা বলি। আজকে আমারা জানবো  কিভাবে ইউটিউবের ভিডিওের ভিউ বাড়াতে পারবেন। আমি ভাই খুব কম জানি। তাই সহজ সহজ কিছু কথা বলে আপনাদের ধারনা দিতে চেষ্টা করবো। চলুন কিছু ছোট ছোট স্টেপে  কাজ শেষ করি।

১. ভালো মানের ভিডিও তৈরি করুন-

আপনাকে অবশ্যই ভালো ভিডিও তৈরি করতে হবে। আপনি যদি ভালো মানের ভিডিও তৈরি না করে এমন ভিডিও তৈরি করেন, যে ভিডিও থেকে মানুষের কোন উপকার হয় না,  ঘোলা ভিডিও যেখান থেকে কিছু বুঝা যায় না, ওই রকম ভিডিও থেকে আপনি বেশি শেয়ার আশা করতে পারেন না। মানুষ অল্প কিছু টাইম আপনার ভিডিও দেখেই বিরক্ত হয়ে  যাবে। হয়তো যাওয়ার আগে একটা ডিসলাইক দিয়ে যাবে :p। এটা অবশই কাম্য না। আপনার ভিডিও মান ভালো হলে মানুষ অবশ্যই আপনার ভিডিও দেখেবে > উপকার পাবে  > শেয়ার করবে + লাইক দিবে > শেয়ার করার কারনে আরও আরও ভিউ পাবেন > আরও লাইক + আরও টিউমেন্ট পাবেন > আরে ভাই এটাই তো চাই?? নাকি ?? 😀

মুল কথা হল মানুষের জন্য কাজ করুন। আপনার ভালোটা উপরওয়ালাই দেখবেন। এটাই প্রকৃতির নিওম।

২. ভিডিওর টাইটেল, ট্যাগ, ডেসক্রিপসন ঠিক করে দিন-

এত দিন হয়তো গুগলের জন্য এসইও করে আসছেন। এবার আসুন ইউটিউবের জন্য এসইও করতে হবে। হম... তো আগেই বলি, ইউটিউবের এসইও তে ওয়েবমাস্টারের কোন কাজ  নাই, এখানে ভালো রাঙ্কের জন্য ব্যাকলিঙ্ক বিশেষ কাজে লাগে না। যেটা করতে হবে সেটা হল আপনি এসইও করবেন টাইটেল, ট্যাগ এবং ডেসক্রিপসনে। প্রথমে টাইটেল দিন খুব ভেবে  যেন  টাইটেল পরেই মানুষ বুঝতে পারে যে ভিডিওতে কি আছে (অর্থাৎ অর্থপূর্ণ), এবং কীওয়ার্ড ব্যাপারটাও মাথায় রাখতে হবে। অর্থপূর্ণ টাইটেলের জন্য ভালো কীওয়ার্ড খুজে বের  করতে গুগল আপনার জন্য রেখেছে এডওয়ার্ড টুল। একই ভাবে ডেসক্রিপসনএ কীওয়ার্ডের মিল রেখে একটা ৩০০ শব্দের বর্ণনা দিন জেন মুল কীওয়ার্ড প্রথম ৫০ শব্দের ভেতর থাকে।  ভিডিওর সাথে মিল রেখে ট্যাগও দিয়ে ফেলুন। ভিডিওর ক্যাটাগরিটা সঠিক ভাবে দিতে ভুলবেন না কিন্তু।

৩. ভিডিও শেয়ার করুন-

তো ব্যাকলিঙ্ক কাজে লাগবে না বলে ভিডিও শেয়ার করবেন না?? আপনার ভিডিও শেয়ার করুন facebook, goolge+, Twitter, LinkedIn,  Pinterest. আপানার নিজের কোন ওয়েবসাইট, ব্লগ থাকলে সেখানেও শেয়ার করুন। ফেসবুকএ আপানার ভিডিওর সাথে মিল রেখে বিভিন্ন গ্রুপেও শেয়ার করতে পারেন।  সেখান থেকে অনেক ভালো ফলাফল পাবেন। তবে একটা কথা স্পাম করবেন না। অনুরধ করতেসি।

৪. ইউটিউবের মাধ্যমে ফ্রী তে আপনার ভিডিও প্রমট করান-

কি ভাই?? এটা জানেন না নাকি যে ইউটিউব আপনার ভিডিও ফীতে প্রমট করে দিবে ?? এটা নতুন কিছু না। সত্যিই করে দিবে। কিভবে করবেন? আগে আপনার ইউটিউব  অ্যাকাউন্টে লগিন করে এখানে যান। http://www.youtube.com/featured_content। দেখবেন ইউটিউব আপানার ভিডিও প্রমটের বেবস্থা করে রেখেছে। আমি এই  প্রমট ব্যবহার করে ৪ দিনে ২৫০+ ভিউ পেয়েছি। আমার মত কিছু না জানা মানুষের কাছে এটা অনেক কিছু আসলে। তবে এই ফ্রী প্রমত ব্যবহার করে আপনি হাজারের উপর ভিউ  পেতে পারেন এটা নিশ্চিত।

৫. নিজের subscriber বাড়াতে চেষ্টা করুন-
আপনি যতই ভিউ পান না কেন subscriber এর মূল্য অনেক বেশি। কারন subscriber রা আপনার ভিডিও তে আবার দেখতে আসবে এবং আপনার ভিউ বাড়বে। ফেসবুকে আপনার বন্ধুদের বলুন আপনাকে subscribe করতে, ভিডিওর শেষে বলুন "please subscribe me", বিভিন্নি ব্লগ-ফোরামে আপনার চ্যানেলের বেপারে তথ্য দিয়ে অখানে বলুন আপনাকে subscribe করতে। মুলত যা যা পারেন subscriber বাড়াতে করে যান। লাভ আপনারই।

৬. নিজে কিছু করুন-

কপি করা ভিডিওর দিন শেষ। তাছাড়া কপি করাতো চুরির সমান। তাই না?? ভাই এই চুরির চিন্তা বাদ দেন। নিজে যা পারেন ভিডিও করেন। আজ কাল তো নরমাল মোবাইলে ভালই ভিডিও হয়। তো ওটা দিয়েই শুরু করুন। একটা ভালো ভিডিও এডিটর সফটওয়্যার ইউস করতে পারেন। তাছাড়া আপনি চাইলে আপনি আপনার পিসি মনিটর রেচরদ করেও ভিডিও বানাতে পারবেন। তবে যাই বানান, টা জেন অর্থপূর্ণ হয়, এবং মানুষের উপকারে আসে। তাহলে মানুষ আপনাকে ভালবেসে অনেক কাছে টেনে নিবে। ভুলেও কপি করেবন না একদম। তাহলে আপনার সাধের চ্যানেল বান খেয়ে জেতে পারে।

আপনারা আমার থেকেও অনেক বেশি জানেন। ছোট মাথায় যা যা ধরে তা তা বললাম। এই আর কি। আমার ভুল পেলে শুধরে দিবেন। আপানার মতামত কামনা করছি।

 

তবে একটা কথা আবারো বলছি... ভিডিও কপি থেকে কিন্তু দূরে থাকবেন। প্লিজ...
সবাই ভাল থাকবেন

Level 1

আমি অনেক অপেক্ষা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 42 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ আপনে খুব সুন্দর হয়েছে আশা করি এই বিশয়ে আরো লেখবেন

ধন্যবাদ আপনাকে
খুব সুন্দর হয়েছে আশা করি এই বিশয়ে আরো লেখবেন

    Level 1

    ইনশাল্লাহ লিখবো। 🙂

খুব সুন্দর হয়েছে ভাই….ধন্যবাদ….
আমার ইউটিউব চ্যানেল – https://www.youtube.com/nerobtuber