ইউটিউব এর আর্নিং AdSense এ দেখতে পারছেন না? শিখে নিন কীভাবে AdSense এ ডেইলি ইনকাম চেক করবেন…

যারা নতুন ইউটিউবার আছেন তারা অনেকেই এডসেন্সে আপনার চ্যানেল টি এড করার পর ভাবতে থাকেন যে চ্যানেল টি ঠিক ভাবে এড হলো তো? আবার অনেকেই চিন্তা করেন যে ইউটিউবের ইনকাম এডসেন্সে ঠিক ভাবে যোগ হচ্ছে কি না। এডসেন্সে ঢোকার পর প্রথম পেজে ব্যালেন্স যে খানে লেখা থাকে সেটি প্রতি মাসের ১২ থেকে ১৫ তারিখে আপডেট হয়।

তারমানে আপনি একটি মাসে কতটা ইনকাম করলেন তা পরের মাসের ১২ তারিখের আগে ব্যালেন্স নামক অপশনে দেখতে পাবেন না। এখন আপনাদের মনে প্রশ্ন হলো যে ইউটিউব থেকে দৈনিক কত ডলার এডসেন্সে যোগ হচ্ছে তা কি জানা যায়? উত্তর হচ্ছে হ্যা অবশ্যই, এবং আজকের টিউটোরিয়াল টি এ বিষয় নিয়েই যে আপনার দৈনিক কত টাকা ইউটিউব থেকে আসলো তা এডসেন্সে দেখার একটা সহজ উপায় আছে।

  • শুরুতেই এডসেন্স একাউন্টে প্রবেশ করুন।
  • এরপর বামদিক থেকে Performance Report এ ক্লিক করুন।
  • এরপর Filter এর ডান দিকে add লেখা জায়গায় ক্লিক করে Product এ ঢুকুন।
  • এরপর Hosted adsense for content মার্ক করে apply এ ক্লিক করুন।
  • সবকিছু ঠিক ভাবে করতে পারলে নিচে ছক কাটা ঘর আসবে।
  • সেখানের Total earnings সেকশন টায় আপনি দেখতে পারবেন আপনার ডেইলি ইঙ্কাম ইউটিউব থেকে।

সহজে বুঝতে দেখে ফেলুন আপনাদের জন্য কষ্ট করে বানানো আমার নিচের টিউটোরিয়াল টি। আর যাদের ভিডিও দেখার প্রতি বিতৃষ্ণা আছে তাদের জন্য নিচে পুরো ব্যাপার টি ব্যখ্যা করার চেষ্টা করবো...

 

ভিডিও তে আরো কিছু আপশন শেয়ার করেছি সেগুলো দেখে নিতে পারেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন।

Level 0

আমি Misbah Mashu। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 29 টি টিউন ও 26 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

নতুন কিছু শিখতে চাই, যা জানি তা সবাই কে জানাতে চাই। নিজের সম্পর্কে বলার তেমন কিছুই নাই। আর আশা করি তা দেখারও কেউ নাই।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস