হিরেন বুট সিডি: উইন্ডোজের পাসওয়ার্ড উদ্ধার

উইন্ডোজের বিভিন্ন সমস্যার সমাধানে হিরেন বুট সিডির জুড়ি নেই। হিরেন বুট সিডির প্রায় ২০০টির মত টুলসের মধ্যে পাসওয়ার্ড রিকভার অন্যতম। হিরেন বুট সিডির এই টুলস দ্বারা উইন্ডোজ অপারেটিং সিস্টেমের যে কোন ইউজারের পাসওয়ার্ড মুছে ফেলা করা যায়।
এজন্য প্রথমে হিরেন বুট সিডি কম্পিউটারে প্রবেশ করিয়ে চালু করুন। তাহলে হিরেন বুট মেনু আসবে। ধাপ ১: Start Hiren’s BootCD নির্বাচন করে এন্টার করুন তাহলে হিরেন বুট সিডি চালু হবে।
ধাপ ২: Password & Recovery Tools… নির্বাচন করে এন্টার করুন।
ধাপ ৩: Active Password Change XP+ নির্বাচন করে এন্টার করুন এবং কোন ওয়ার্নিং ম্যাসেজ আসলে YES করুন।
ধাপ ৪: MS SAM (পাসওয়ার্ড ডেটাবেস) ফাইল খুঁজে বেড় করতে ২ চাপুন (অথবা Logical Drive জানা থাকলে ১ চেপে নির্বাচন করেও খোঁজা যায়), তাহলে SAM (পাসওয়ার্ড ডেটাবেস) ফাইল খুঁজে পাওয়া যাবে। কম্পিউটারে একাধিক উইন্ডোজ ইনস্টল দেওয়া থাকলে একাধিক ড্রাইভের SAM ফাইল লোকেশন আসবে। এবার নির্বাচন করে এন্টার করুন তাহলে উক্ত উইন্ডোজের সকল ইউজার দেখা যাবে।
ধাপ ৫: যে ইউজারের পাসওয়ার্ড মুছে ফেলতে চান সেটি (নম্বর) নির্বাচন করে এন্টার করুন।
ধাপ ৬: নিচের Clear this User’s Password নির্বাচন করে কীবোর্ড থেকে Y চাপুন। তাহলে পাসওয়ার্ড মুছে যাবে এবং নিচে নিশ্চিতকরন ম্যাসেজ আসবে।
ধাপ ৭: Esc চেপে বেড় হয়ে আসুন এবং Restart লিখে এন্টার করে কম্পিউটার রিস্টার্ট করুন।
এবার উইন্ডোজে লগইন করার সময় উক্ত ইউজার পাসওয়ার্ড ছাড়ায় লগইন হবে।
সফটওয়্যারটির ডাউনলোড লিংকসহ আরো তথ্য পাবেন http://www.shamokaldarpon.com/?p=1964 এখানে।

Level 3

আমি এস এম মেহেদী আকরাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 116 টি টিউন ও 113 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

+88-0155-2333272


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ, মেহেদী আকরাম ভাই
হিরেন বুট সিডি দারুন একটা তথ্য দিলেন।

বস নিয়মিত টিউন করলে খুশি হতাম। একটু সময় বের করতে চেষ্টা করুন। ধন্যবাদ…………..

মেহেদী ভাই আপনি টিউন করেন না কেন? :@ আপনার উপর কিন্ত মিয়া মেজাজ খারাপ হইতাছে।

ধন্যবাদ মেহেদী ভাই……….