বিশ্বের সেরা ফ্রী ৫টি কীলগার সফটওয়্যার। ( ১০০% ফ্রী মেগা টিউন )

“বিসমিল্লাহির রাহমানির রাহিম”

বিদ্রঃ এই টিউনটি বা সফটওয়্যার গুলো দ্বারা কেউ ক্ষতিগ্রস্থ হলে আমি দায়ী থাকব না। তবে কেউ যদি কোন ভাবে সামান্য তম ক্ষতিগ্রস্থ হয় তবে এই টিউনটি নিঃদিধায় ডিলিট বা পাসওয়ার্ড প্রোটেক অথবা ডাউনলোড লিঙ্কটি বন্ধ করা হবে।

সবাইকে স্বাগতম আমার আজকের টিউনিং পেজে। আশা করি আপনারা সবাই ভাল আছেন। আজ আমি সফটওয়্যার দিব। আমরা কম বেশী সবাই জানি কীলগারের কাজ কি। কীলগার সাধারনত হার্ডওয়্যার এবং প্রোগ্রাম, এই দুই ভাবেই হয়ে থাকে। হার্ডওয়্যার কীলগার পিসির কী-বোর্ডের সাথে লাগানো হয়। একটি হার্ডওয়্যার কী-লগার দেখতে AA ব্যাটারির মতন। অন্য দিকে প্রোগ্রামিং কী-লগার ব্যবহারে কিছুটা সহজ এবং নিরাপদ। এসব কী-লগার সফটওয়্যার দিয়ে আপনি সইজেই কারও ব্যক্তিগত প্রোফাইল Hack করতে পারবেন। এসব সফটওয়্যার দিয়ে আপনি একদিকে অন্যের উপকার অথবা আপকার করতে পারেন। সে চিন্তা আপনার বিবেকের কাছে রইলো। এই পৃথিবীর প্রতিটি বিষয়ের ভাল মন্দ দিক রয়েছে। একজন ডাক্তার চাকু দিয়ে যেমন রোগীকে সুস্থ করেন আবার অন্যদিকে একজন আপরাধী সেই চাকু দিয়ে অসৎ ভাবে মানুষের অপকার করে। এখানে কেবল মাত্র ব্যক্তির অবস্থান পরিবর্তন হয়েছে। তবে এ কথা সত্য যে অপরাধের বিচার একদিন হবেই, হোক সেটা ইহকালে বা পরকালে। আমার এই টিউটির উদ্দেশ্য আপনাদের উপকার করা, তবে কোন ভাবে যদি কেউ এর আপব্যবহার করে তবে ভবিষৎতে এর থেকে ১০০গুন উন্নত মানের হ্যাকিং টিউন আমি আর করবো না।

টেকটিউনস এবং আপনাদের অনুমতি পেলে সামনে জিমেইল/Gmail হ্যাকিং টিউন করতে পারি। যদিও ১৭এপ্রিল আমার পরীক্ষার জন্য টিউন বৃহস্পতি ও শুক্রবার করি BUT আজ এক স্যারের প্রাইভেট বন্ধ থাকার কারনে খুব অল্প সময়ে টিউনটি করলাম।

_____________________________________________________________________________________

1. REFOG Free Keylogger:

Almas IV

( এটির সম্পর্কে বিস্তারিত পডুন )

@lmas

2. Revealer Keylogger Free Edition:

Almas V

(এটির সম্পর্কে বিস্তারিত পডুন )

@lmas

3. Quick FREE Keylogger:

Almnas III

(এটির সম্পর্কে বিস্তারিত পডুন )

@lmas

4. Actual Keylogger:

Almas I

(এটির সম্পর্কে বিস্তারিত পডুন )

@lmas

5. 007 Keylogger:

Almas II

(এটির সম্পর্কে বিস্তারিত পডুন )

@lmas

আসা করি আমার এই টিউনটি আপনাদের কাজে লাগবে। আর ভাল লাগলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন।

সবাই ভাল থাকুন এবং সুস্থ্য থাকুন এই শুভ কামনায় আপনাদের

“ আলমাস”

Level 2

আমি আলমাস জামান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 107 টি টিউন ও 1591 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি আপনাদের আলমাস। ছোট বেলা থেকেই স্বপ্ন দেখতে ভালবাসি, তাই স্বপ্ন বাস্তবায়নে ছুটে বেড়াই অজানা অনেক দূরে। অনেক সময় স্বপ্ন খুঁজতে গিয়ে পথ হারিয়ে যাই তখন, বিস্তীর্ণ উজানে একলা হয়ে চিহ্ন একেঁ একেঁ পথ চিনে নেই...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাল টিউন….
আলমাস তোমাকে অনেক ধন্যবাদ….

    প্রথম কমেন্ট করার জন্য আপনাকে ধন্যবাদ। 😛

    আলমাস, আমার কমেন্ট টা আগে রাখার জন্য এই বুদ্ধি করছি। আমি ১০ টা থাইকা ১২.৩০ পর্যন্ত খালি
    techtune পেইজ এ চেক করতেচি কখন কি লগার এর টিউন আসব। তারপর কারেন্ট চলে গেল। এখন কারেন্ট আসছে। টিউন এখন ও পরে দেখি নি। আগে ডাউনলোড করি দেখি কি রকম কাজ করে, তারপর টিউন এর বিসয়ে কমেন্ট করব।

    আচ্ছা অহনাব ভাই। 😉

    আলমাস, এখন আমি এসেছি টিউন সম্পকে কিছু সম- আলোচনা করার জন্য ।
    আমি সব গুলো সফটওয়্যার ব্যবহার করেছি ,এখান থেকে একটা সফটওয়্যার ভাল লেগেছে। সেটা হল 007 key-logger.
    তার আগে অন্য সফটওয়্যার সম্পরকে কিছু কথা বলে নেই।

    ১। REFOG Free Keylogger: এই সফটওয়্যার অনেক আগে আমি একদিন ব্যবহার করেছি। ফ্রী ভারসন ব্যবহার করে আসলে লাভ নেই।
    কারন ফ্রী ভারসন ব্যবহার করলে আমি স্ক্রীন শট এর সুবিধা পাব না। তাছাড়া আমি note pad এ যে কিছু লিখেছি তা এই সফটওয়্যার আমাকে
    দেখাবে । কিন্তু কি লিখেছি তা আমাকে দেখাবে না। কারন এটা ফ্রী ভারসন।

    ২। Revealer Keylogger Free : এর কথা আমি কি বলব ভেবে পাচ্ছি না। download করে দেখি এতা মাত্র ৯৫ KB.
    এটা দিয়ে নোটপ্যাড এ যা লিখেছি তা পাব। এটার সমস্যা নাই। কিন্তু ইমেইল অপশন টা মনে হয় কাজ করে না।ফলে আমাকে ইমেইল করে পাঠাবে না।
    আমি স্ক্রীন শট এর সুবিধা পাব না

    ৩। Quick FREE Keylogger: পুরা একই রকম ঘটনা = REFOG Free Keylogger

    ৪।Actual Keylogger: এটা আছে, মোটামুটি, চলে ।

    ৫। 007 key-logger : প্রথমে তোমাকে ধন্যবাদ জানাই টিউন এর জন্য। টিউন খুব ভাল হয়েছে।
    *** তবে স্যার কে ধন্যবাদ আজকে প্রাইভেট বন্ধ রাখার জন্য। ***
    তুমি যেহেতু বাংলাতে বিস্তারিত লেখার সময় পাওনি তাই আমি বিস্তারিত লিখে দিলাম। আসা করি তোমার সমস্যা হবে না।

    আসলে ফ্রী তে ভাল এবং মনের মত কী-লগার সফটওয়্যার পাওয়া খুব কষ্টকর। উপরের সফটওয়্যার গুলো যদি টাকা
    দিয়ে কিনে নেই, তাহলে ঐ গুলো ও ভাল কাজ করবে এবং মনের মত কাজ করবে।

    এবার আসি 007 key-logger এর গুনগান গাওয়ার জন্য। software টি install করে registration করে নিন। সিরিয়াল নাম্বার দেওয়া আছে।
    ইন্সটল করার পর দেখতে হলে ctrl+alt+F7 ক্লিক করুন।সবার আগে uninstall করার নিয়ম বলি,setting-Advance option-Unstall 007 key-logger.
    এই সফটওয়্যার এ আপনি যা যা সুবিধা পাব তা হলঃ
    ১। key board এ যে লেখা গুলো লিখেছেন তা দেখতে পাবেন।
    ২। যে সব web site এ ভিজিট করেছেন।
    ৩। যে সব application ব্যবহার করেছেন।
    ৪। সবচেয়ে ভাল সুবিধা স্ক্রীন শট। ৫ -৩০,৬০ … second পর পর স্ক্রীন শট তুলতে থাকবে।
    ৫। যে সব file এবং ফোল্ডার এ গিয়েছেন তা দেখতে পারবেন।
    ৬। সফটওয়্যার টী কে password দিয়ে রাখতে পারবেন।
    ৭। Go setting-advance option- এই জায়গায় ইমেইল ঠিকানা দিয়ে রাখলে ১০ minute পর পর email করবে।
    (install করার পর registion এর সময় একটা ভুল নাম দিবেন এবং সফটওয়্যার এর সাথে দেওয়া সিরিয়াল নাম্বার বসাবেন)
    ৮। আট নাম্বার সুবিধা হল, আমার ভাল লাগচে। আর এত বড় কমেন্ট এর জন্য মাফ করবেন। আপনাদের অনেক সময় নষ্ট করছি।
    আমার ইনফর্মেশন (কি অভ্র দিয়ে রেফ দাওয়া যায় !!!!!! ) এ যদি ভুল থাকে ধরিয়ে দিবেন।

    অহনাব ভাই, এভাসট তো এই কি লগার সেট আপ করতে দেয় না এতে কি ভাইরাস আছে নাকি…….???

    মাহ্ফুজ ভাই, কি লগার এ তো ভাইরাস থাকব এইটা সাভাবিক {কেও(virus) যদি আপনার বাড়ি-ঘর অজান্তে ভেঙ্গে দেয় তাহলে আপনার সমস্যা হবে না? আপনার পোষা কুকুর(avast)
    কি মুখে আঙ্গুল দিয়ে বসে থাকবে, আপনি ই কন?}
    । আপনি avast এর antivirus gaurd বন্ধ করে দেন । মামলা খতম ।
    তারপর install করেন।

    ভাই অহনাব আপনে এইখানে ক্যান। তাড়াতাড়ি টিউনিং করা শুরু করেন।

    anti-virus সাময়িক ভাবে বন্ধ রাখুন।

    আমি কি 007 key logger লগার নিয়ে আর বেপক গবেসনা(বানান ভুল হতে পারে, ক্ষমা করবেন, সময় কম) চালিয়ে যা তত্থ্য বের করেছি তা হলঃ
    ” আপনাদের অনেকের প্রস্ন হতে পারে যদি virus scan করি তাহলেতো 007 key logger এর ভাইরাস move to Quartine এ চলে যাবে।
    তাহলেতো কি লগার এর কারজকারিতা(সময় নাই,বানান ভুল) আর থাকার কথা নয়। ”
    কিন্তু সুখের কথা হল কারজকারিতা থাকবে। ভাইরাস move to Quartine এ যাবে ঠিক ই ,but এই virus এর একটা copy সে রেখে দিবে।ফলে কি লগার
    virus scan করার পর ও কাজ করবে।

    এভাসট চালু করলেই ফাইলটা ডিলিট করে দেয়, আর কাজ করে না…কি করা যায় বলুন তো…???

    মাহফুজ ভাই,আপনার mdmahfuz{at}rocketmail{dot}com ইমেইল ঠিকানায় একটা ইমেইল পাঠাইচি, ওইটা আমার ইমেইল address.আপনার উত্তর ওই ঠিকানায় পাঠাইলে খুসি হইতাম।

    ধরুন , আপনার pendrive এ কি লগার সফটওয়্যার আছে। cpu তে ঢুকান।(আমি বিস্তারিত ছাড়া কমেন্ট করতে পারি না)। avast এর অ্যান্টি-ভাইরাস
    gaurd সাময়িক ভাবে বনধ রাখুন। বন্ধ রাখতে না পারলে avast বাবাজিরে uninstall দেন। এবার শান্তিমত কি-লগার install দেন।
    ইন্সটল দিলে ইন্সটল করা ফাইল c/ programe file/ shamim pc তে যাবে(বা আপনি হার্ডডিস্ক এর যেখানে ইন্সটল দেন, সেখানে যাবে,জায়গাটা মনে রাখুন)।
    ঘটনা কি ঘটল আপনি ই কন? (আমি জানি আপনি জানেন, ওই যে বললাম আমি বিস্তারিত ছাড়া কমেন্ট করতে পারি না)
    আপনার মুল ফাইল থাকল pendrive এ আর install করা ফাইল গেল c ড্রাইভ এ।
    আসেন এবার খেলা শুরু করি।
    ইন্সটল করার পর দেখতে হলে ctrl+alt+F7 ক্লিক করুন. এতক্ষনে avast বাবাজি মনে হয় অনেক রাগ করছে। তার রাগ থামানোর জন্য তারে আপনার
    পোষা-কুকুরের মহান দায়িত্তে নিয়োজিত করেন i mean ইন্সটল দেন। কি লগার যেখানে ইন্সটল করচেন (c/ programe file/ shamim pc) সেখানে একটা
    virus scan দেন। দেখবেন একটা virus , আপনার কুকুর খুজে পাবে এবং ভাইরাস কে move to Quartine এ নিয়ে যাবে।(এভিরা এই কাজটা করে)
    এবার আপনি ctrl+alt+F7 ক্লিক করুন. যদি আপনার কি লগার এসে যায় এবং ঠিক মত কাজ করে মনে করবেন আপনি সফল। একে anti-virus কিছু ই
    করতে পারবে না।
    আপনার কাজের ফলাফল জানিয়ে আমাকে একটা মেইল করেন। কারন আমি হয়ত এই পেইজ এ দরকার না পরলে আর আসব না।

    Level New

    @আহনাব ভাই আমার তো 007keylogger তে ইমেইল ডেলিভারি হচচে না….। আর কোন keylogger তে ইমেইল ডেলিভারি ওপশন আচে??

    জি ভাইয়া,০০৭ কি লগার দিয়ে ইমেইল delivary করা যায় না। আমি কি লগার এর help পেইজ এ গিয়ে যারা কি-লগার বানাইচে তাদের ইমেইল করতে গেসি। কিন্তু ওই দিন কোন কারনে ০০৭ এর ইমেইল সমস্যা নিয়ে তাদের ইমেইল করতে পারি নি।পরে আর ইমেইল করা হয় নি।আপনি ইমেইল করে দেখতে পারেন। তাছাড়া হেল্প পেইজ এ০০৭ দিয়ে ইমেইল কিভাবে পাঠানো যায় তা নিয়ে অনেক বিস্তারিত বলা আছে। একটু চেষ্টা করলে বুঝতে পারবেন। যদি আপনি ০০৭ দিয়ে ইমেইল পাঠাতে সক্ষম হন আমাকে একটু ইমেইল করে জানাবেন।আমার address ( likewarid {at} gmail {dot} com ) ।

    1. REFOG Free Keylogger: এই সফটওয়্যার এ ইমেইল ডেলিভারি option আছে। কথা হল আপনাকে registration করতে হবে। টাকা ছাড়া registration করব কিভাবে? আমাদের ত আর credit card নাই।
    যেভাবে পারেন এই সফটওয়্যার এর সিরিয়াল নাম্বারটা বের করেন। তারপর registration করেন।( সিরিয়াল পাইলে আমাকে জানাবেন)। কি লগাল এর সবচেয়ে important বিষয় হল, install করা সফটওয়্যার এর ভাইরাস, আমাদের আন্টি ভাইরাস delete করতে পারে, নাকি পারে না? যদি delete করেই ফেলে তাহলে কি লগার এর কোন দাম থাকল না।
    । ০০৭ এর ক্ষেত্রে এভিরা আন্টি ভাইরাস delete করার পর ও একটা copy রেখে দেয় । এ জন্য ০০৭ টা ভাল।কিন্তু এভাস্ট(registered) এই ০০৭ এর ভাইরাসকে successfully delete করতে পারে।তখন ০০৭ আর কাজ করে না।

    যদি REFOG Free Keylogger এর serial key খুজে না পান, তাহলে google এ search দিয়ে নতুন কোন কী লগার খুজে বের করতে হবে যেখানে ইমেইল এর সুবিধা পাব। এ কাজটি আমি নিজের পিসিতে কখনও করব না। কারন কি-লগার মানে ভাইরাস এর আড্ডা। কোন সময়ে আবার পিসি নস্ট হয় কে জানে? কাজটা করতে হবে syber cafe. ওই খানে সব টেষ্ট করে নিজেরটাতে লাগাতে হবে।

    ****(syber cafe কি-লগার লাগানোর ইচ্ছা কখনো হয় নি, কেন যেন বিবেকে বাধে,আমার যখন computer ছিল না,তখনতো আমি syber cafe যেতাম, কি-লগার সম্পরকে কিছুই জানতাম না,কোন চিন্তা না করেই ব্যক্তিগত ডাইরি(www{dot}ultimasquare{dot}com ) লিখার জন্য বসে যেতাম,কেও যদি কি-লগার লাগিয়ে আমার account এ প্রবেশ করে তাহলে কেমন লাগবে আমার? এরকম সবারই ব্যক্তিগত জিনিস থাকে, তাই কখনও কার ব্যক্তিগত জিনিসে হাত দিতে নেই, কি-লগার লাগিয়ে যার বিপদ আজকে আমি করব,এরকম বিপদ আমারো একদিন আসতে পারে সেদিন কি করব আমি? )****

    reply ইমেইলে(likewarid {at} gmail {dot} com) send করবেন please.

হে হে হে ! প্রয়োজনে আপনার স্যারকে প্রতিদিন বাইন্দ্যা রাখুম, মাগার টিউন বন্ধ করা যাবে না। এক্কেবারে ১২৫% আমার কাজে লাগবে। ধইন্যবাদ (স্কয়ার)।

    হু হা হা !

    লেখাপড়া আগে পড়ে টেকটিউনস।

    টিউন না করলেও আমি কষ্টমস্টো কইরা বাঁইচা থাকুম মাগার লেখাপড়া ছাড়া সমাজের অবান্চিত মানুষ হইয়া যামু। টেকটিউনস হলো আমার Xট্রা পাওয়ার। 😛 😛 😛

Level 0

আলমাস ভাই আপনাকে ধন্যবাদ জানাই ।

আর দোয়া করি পরীক্ষাটা সুন্দর ভাবে দিতে পারেন ।

    অসংখ্য ধন্যবাদ তপু ভাই। 😛

    আর দোয়া তো অবশ্যই করবেন।

ভাইয়া ফেইসবুক হ্যাকিং এর কোনো সফটওয়্যার থাকলে দেন।

    অবশ্যই ভাইয়া। সমনে ফেইসবুক হ্যাকিং নিয়া টিউন করুম যদি টেকটিউনস অনুমতি দেয়।

আলমাস কেমন আছো? বরাবরের মতই তোমার টিউন আমার বিচারে পাচ টা তারকা পেয়েছে। খুবই ভাল টিউন। আমি তোমার কাছ থেকে ফেসবুক হ্যাকিং নিয়ে টিউন আসা করি। প্রতিটা জিনিসের ই ভাল মন্দ দুইটা দিকই আছে। কে এটাকে কোন কাজে লাগাবে সেটা তার ব্যাপার। তাই আমি বলছি তুমি এগিয়ে যাও। এবং তোমার জ্ঞানকে বিস্তুত কর।

ধন্যবাদ।

    আলমাস প্রথম কি লগারটি আমার কাছে আছে। কিন্তু এটি প্রিমিয়ার ভার্সন না। তাই এই দিয়ে রিমোট হ্যাকিং হয় না।

    তোমার টা কি প্রিমিয়াম ভার্সন না ফ্রি ভার্সন?????

    অসংখ্য অসংখ্য ধন্যবাদ সোহেল স্যার। আপনি আমাকে অনেক অনুপ্রেরনা দিচ্ছেন।

    আসা করি সামনে আপনার ফেসবুক হ্যাকিং নিয়ে টিউন করব।

    আল্লাহ হাফেজ

ভালো টিঊণ। এটা বুকমারক করে রাখলাম।কিন্তু কথা হল এগুলোর মদ্ধে কইতা একদম ফ্রী। নাহলে ত সমসসা।আর ফেসবুক হ্যাকিং জিনিস তা পারলে আমার মাইলে পাঠিয়ে দাও তো।আমার মেইল হল [email protected].আমার দরকার আছে ।আসা করি সব জানাবে

    ধন্যবাদ দোস্ত।

    সমনে ফেসবুক হ্যাকিং নিয়া টিউন করুম।

আলমাস মজার ঘটনা হলো অপব্যবহার হতে পারে বলে আমি সহ আরো কয়েকজন টিউনার কি লগার নিয়ে টিউন হতে বিরত ছিলাম । তবে অবশেষে তুমি টিউন করেই ফেললে ।
তবে আমি সবাইকে অনুরোধ করবো দয়া করে এটার অপব্যবহার করবেন না ।

    অসংখ্য ধন্যবাদ BosS মামুন ভাই।

    আমিও আপনার সাথে একমত।

Level 0

আলমাস তোমার সব কয়টি টিউন আমি পরেছি। খুব কাজের জিনিস। অনেক ধন্যবাদ তোমাকে।
আমি rss ফিড থেকে তোমার টিউন পরি তাই মন্তব্য করতে পারিনা তাই অগ্রিম অনেক ধন্যবাদ।
আর তোমার প্রতি শুভকামনা রইল

    অসংখ্য ধন্যবাদ জন ভাই।

    আশা করছি আমার টিউনে আপনার মন্তব্য ধারাবাহিক ভাবে পাব।

Level New

১০০% ভাল হয়েছে,তবে……..।……।

    তবে কি রাজ ভাই… ? 😉

    Level New

    ১০০% ভাল হয়েছে,তবে……..।……। Microsoft security essentials এর কারনে সম্পুর্ন ইন্সটল হয় না দেখায় ট্রোজন ভাইরাসের উপস্থিতি এবং একে বাইপাস করা যাচ্ছে না।
    যদি কোন সলিউশন জানা থাকে ত বলেন।
    ধন্যবাদ(০০৭)।

আমার জানা মতে , কী-লগার সফটওয়্যার টি তৈরি করা হয়েছে মা-বাবাদের জন্য। বাচ্চারা যাতে ইন্টারনেট এমন কোন সাইট এ না যায় যা বাচ্চাদের জন্য উপযুক্ত না বা ক্ষতিকর। তাই মা-বাবারা
তাদের সন্তানের দিকে ভাল ভাবে নজর রাখতে পারেন সেই জন্য এই সফটওয়্যার।

আমি ডাউনলোড করে রাখছি। আজকে বেশি না দরকার লাগলে ও ১০ বসর পরে must দরকার লাগবে। আমি অনুরোধ করবো এটার অপব্যবহার করবেন না ।

ধন্যবাদ। দারুন টিউনস। কিলগার ডাউনলোড করার কথা ভাবতে ছিলাম, আর আপনি দিয়েই দিলেন গুড টাইমিং আলমাস ভাই।
আমার অনেক সময় সেভ হল, আর মনে হয় এতে দু একটা ফুল ভার্সনও পেয়ে যেতে পারি।

    অনেক ধন্যবাদ সাইদ ভাই।

    007 টি ব্যবহার করুন। এক কথায় জটিল !!!

Level 0

ভাল হয়েছে। আপনার টিউনগুলো আমি অনেক আগ্রহের সাথে পাড়ি।
আমি আপনা সাথে কথা বলতে চেয়েছিলাম । আপনি বলেছেন যে আপনার নম্বার আমার মেইলে দিয়েছেন । কিন্তু আমি আমার মেইল চেক করে আপনার কোন মেইল পাই নি। দয়া করে আবার মেইল কারে আপনা নম্বার টি দিন।

[email protected]

    অসংখ্য ধন্যবাদ আপনাকে।

    আমার মোবাইল নম্বরটি মেইল করে আপনাকে জানিয়ে দিচ্ছি।

Level New

Almas brother kub valo tune hoiche….tomar ”Facebook Hacking” nie tune er opekkay roilam.
__TOMNOY TRAVIS __

    অ+নে+ক ধন্যবাদ তোমাকে।

Thanks a lot.
kintu Microsoft seceurity essential chalu korar pore ar 007 Keylogger ta khulchhe na..
Upay ki ?
[email protected]

Khub bhalo……………….tumi hacker hoy ai doa kori………….but decent hacker… amar somossa aikhane log in korar password nia marattok password send korchen to admin……….keep it up Almas.

ভাল হয়ছে ….. আমার কাজে লাগবে…..

007 Keylogger er downloding er link e file nai… eitar ki kono crack file powa jabea ? r main software er file ta ki e-mail korben ? [email protected]

oo7 কি লগার দিয়ে তো password পাওয়ার কোন উপায় পাচ্ছি না। কি করা যায় ?

Level 0

007 keyloger দিয়া কি আমি অন্য কারো pc তে ব্যবহার করতে পারবো ? আর আলমাস তোমার ফোন নাম্বার টা [email protected] a pathao……

Level 0

ভাই ০০৭ লিংক ডিলিট হয়ে গেছে……

Level 0

tnx…………