হ্যাকিং লার্নিং :: ওয়েব হ্যাকিং – আসুন আরম্ভ করা যাক (লিট ভাষা) [অধ্যায়-২৪]

হ্যাকিং লার্নিং

লিট বা ‘l337’ এর সম্পূর্ণ রূপ হচ্ছে ‘elite’ বা ‘leet’। এটা একধরনের স্ল্যাঙ্গ ভাষা যা দ্বারা কম্পিউটার বা গেমিংয়ে কোন উচ্চ প্রশিক্ষনপ্রাপ্ত বা দক্ষ ব্যক্তিকে বোঝান হয়। leet শব্দটি এসেছে eleet থেকে। লিট ইংরেজী অক্ষরের একটি বিকল্প উপায় যেটা সাধারনত ইন্টারনেটে ব্যবহৃত হয়। এটা বিভিন্ন অক্ষরের সমন্বয়ে তৈরী হয়। অক্ষরগুলো হতে পারে সংখ্যা, বড় বা ছোট ইংরেজী অক্ষর, সিম্বল বা চিন্হ ইত্যাদির সমন্বয়ে। যেমন leet হতে পারে 1337 বা l33t, eleet হতে পারে 31337 বা 3l33t.

যখন উইন্ডোজ ৯৫ রিলিজ হয়, তখন ‘দ্য ডেড কাউ কাল্ট’ নামে একটি অখ্যাত হ্যাকিং গ্রুপ উইন্ডোজ ৯৫ চালিত কম্পিউটারগুলোর দখল নেয়ার জন্য ‘ব্যাক অরিফিস’ নামক একটি হ্যাকিং সফটওয়্যার প্যাকেজ ব্যবহার করে এবং যার মাধ্যমে তারা 31337 নেটওয়ার্ক পোর্ট ব্যবহার করে হাজারো কম্পিউটার হ্যাক করতে সক্ষম হয়। তাদের ব্যবহৃত সফটওয়্যারটি ছিল শক্তিশালী একটি বাইপাস প্রোগ্রাম যার মাধ্যমে কম্পিউটারের কোন রেস্ট্রিকটেড প্রোগ্রাম বাইপাস করা যায়। হ্যাকার গ্রুপটির ব্যবহৃত নেটওয়ার্কের নামটিই মডিফাই হয়ে 31337 বা l337 বা eleet বা leet নাম লাভ করে।

বর্তমানে যারা এই লিট ব্যবহার করে তারা সকলেই হ্যাকার নয় বরং যারা কম্পিটার ও ইন্টারনেট ব্যবহারে দক্ষ ও ভালো গেমার তারাই বেশি লিট ব্যবহার করে।

কিছু উদাহরন (শব্দের শেষে ব্যবহার সাপেক্ষে)

(-xor) বা (-zor) : শব্দের শেষে ব্যবহার হবে

উদাহরন : haxor, pwnzor (H4x0r)

(-age) : শব্দের শেষে ব্যবহার হবে

উদাহরন : leetage, pwnage, skillage, speakage

(-ness) : শব্দের শেষে ব্যবহার হবে

উদাহরন : lulzness, leetness

(-ed) : শব্দের শেষে ব্যবহার হবে

উদাহরন : owned,  pwned, hacked

অনেক সময় এটা আরো সংক্ষিপ্ত হয়ে যায়। যেমন : pwn'd, pwnt

(-& বা 7) : কী-বোর্ডে লক্ষ্য করুন & চিহ্নটি রয়েছে নিউমেরিক সিরিয়ালের সাত নম্বরে। তাই একে অনেক সময় and, anned, ant বা 7 ভাবে উপস্থাপন করা হয়।

উদাহরন : seven hill = &hill, banned = b&

(-zorz) : শব্দের শেষে ব্যবহার হবে

কোন কিছুর জোর বা বিশালত্ব বোঝাতে এটা শব্দের শেষে ব্যবহৃত হয়। যেমন : pwn বোঝান হয় কাউকে বোকা বানানো বা কোন ওয়েবসাইট আক্রান্ত করার ক্ষেত্রে, কিন্তু এর শেষে উপরোক্ত শব্দটি বসিয়ে pwnzorz করা হলে বোঝানো হবে, কাউকে মহা বোকা বানানো বা কোন হ্যাকিং কাজে বিশাল ভাবে কৃতকায হওয়া।

এছাড়াও ইন্টারনেট খুজলে এরকম আরো অনেক ব্যবহার পাওয়া যাবে।

Haxor and suxxor (suxorz)

শব্দ দুটো ‘hacker’ এর ক্ষেত্রে ব্যবহৃত হয়। সাধারনত শব্দের শেষে (-xor), (-zor), (-z) ব্যবহার করে এ সকল লিট প্রকাশ করা হয়।

n00b

এটা নিউবাই (newbie) এর ক্ষেত্রে ব্যবহৃত হয়। সাধারন হ্যাকার বা নতুন হ্যাকারদের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়।

Owned and pwned

এটা owned, pwn বা poned এর ক্ষেত্রে ব্যবহার করা হয়। গেমিংয়ের ক্ষেত্রে বিজয়ীরা এবং হ্যাকিংয়ের ক্ষেত্রে হ্যাকাররা কোন হ্যাকিং কাজে সফলতার ক্ষেত্রে উপরোক্ত শব্দগুলো ব্যবহার করে।

Pr0n

শব্দটি পর্নোগ্রাফির স্ল্যাং হিসেবে ব্যবহৃত হয়। এটা পর্ন এর বেঠিক উচ্চারন, যেখানে o (ও) এর স্থলে 0 (শূন্য) বসানো হয়েছে।
লিট চিট শীট – ডাউনলোড
লিট প্যারাগ্রাফ প্রাকটিসের জন্য - ডাউনলোড

নিচে লিট ভাষার অক্ষরগুলোর ভ্যারিয়েশন দেয়া হল।

•    A = 4, /-\, @, ^, /\ , //-\\ /=\

•    B = 8, ]3, ]8, |3, |8, ]]3, 13

•    C = (, { , [[, <, €

•    D = ), [}, |), |}, |>, [>, ]]), Ð

•    E = 3, ii, €

•    F = |=,(=, ]]=, ph

•    G = 6, 9, (_>, [[6, &, (,

•    H = #, |-|, (-), )-(, }{, }-{, {-}, /-/, \-\, |~|, []-[], ]]-[[,╫

•    I = 1, !, |, ][, []

•    J = _|, u|, ;_[], ;_[[

•    K = |<, |{, ][<, ]]<, []<

•    L = |,1, |_, []_, ][_, £

•    M = /\/\, |\/|, [\/], (\/), /V\, []V[], \\\, (T), ^^, .\\, //., ][\\//][,JVL

•    N = /\/, |\|, (\), /|/, [\], {\}, ][\][, []\[], ~

•    O = 0, (), [], <>, *, [[]]

•    P = |D, |*, |>, []D, ][D

•    Q = commas are necessary: (,) or 0, or O, or O\ or []\

•    R = |2, |?, |-, ]]2 []2 ][2

•    S = 5,$,š

•    T = 7, +, ']', 7`, ~|~, -|-, '][', "|", †

•    U = (_), |_|, \_\, /_/, \_/, []_[], ]_[, µ

•    V = \/ , \\//,√

•    W = \/\/, |/\|, [/\], (/\), VV, ///, \^/, \\/\//, 1/\/, \/1/, 1/1/

•    X = ><, }{, )(, }[

•    Y = '/, %, `/, \j , ``//, ¥, j, \|/, -/

•    Z = 2, z, 7_,`/_

নিচে লিট ভাষার কিছু ছবি দেয়া হল উইকিহাউ এর সৌজন্যে

লিট নোট :

১. সিম্বলগুলোকে আলাদা করার জন্য কমা ব্যবহার করা হয়।

২. সিম্বল | হচ্ছে ডাউন স্ল্যাশ বা পাইপ (উদাহরন : B = |3) যা ছোট হাতের L বা বড় হাতের I নয়।

৩. /-/ চিহ্নটি H এর ক্ষেত্রে ব্যবহার করা হয়, কিন্তু দ্রুত আলাপচারিতা বা চ্যাট এর ক্ষেত্রে এটার ব্যবহার সময়সাপেক্ষ। তাই এর ব্যবহার পরিহার করে সরাসরি H বা h ব্যবহার করাই উচিত।
সতর্কতা :

.    লিট লিখা অনুশীলন করতে গিয়ে আপনি আসল ইংরেজী লিখা ভুলে যাবেন না যেন!

.    লিট ভাষা শুধুমাত্র এখন মজা করার জন্যই ব্যবহৃত হয়। সুতরাং হ্যাকিংয়ের ক্ষেত্রে এ ভাষা ব্যবহার করা উচিত না।

.    কারো সাথে যোগাযোগের ক্ষেত্রে লিট ব্যবহার না করাই ভালো, কারন এটা এক ধরনের বাজে উপায় যোগাযোগের জন্য।

.    অনেকে লিট ভাষা সম্পর্কে অবগত নয়, সুতরাং যেখানে সেখানে লিট ভাষা ব্যবহার করা থেকে বিরত থাকুন।

.   কিছু কিছু ওয়েবসাইটে লিট ভাষা ব্যবহার করলে আপনি ব্যান হতে পারেন, সুতরাং সাবধান। লিট ভাষাকে অনেকক্ষেত্রে স্প্যাম হিসাবে গণ্য করা হয়।

টিউনটি পূর্বে বাংলা ব্লগে প্রকাশিত

Level New

আমি M4H3D1 H454N। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 43 টি টিউন ও 283 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 12 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

মানুষের কল্যানে ভালো কিছু করার ইচ্ছে আছে জীবনে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

7#4nk y0u 50 muc# .. l337 8uj74m 8u7 #1570ry 74 j4n4 c#1l0 n4 …BTW p4rl3 4r0 j4n483n 31 815#0y3

█[██]▄▄▄▄▄▄▄▄▃
▂▄▅██████▅▄▃▂
█████████████]
◥⊙▲⊙▲⊙▲⊙▲⊙▲⊙◤
Ƞ1©3 6µ+ vv3 5ɧ¤µ|∂ 3×℗|41Ƞ ∂3+41|5 ʃ¤® +ɧ3 63g1ȠȠ3®5

7#4nk y0u 50 muc# .. l337 8uj74m 8u7 #1570ry 74 j4n4 c#1l0 n4 …BTW p4rl3 4r0 j4n483n 31 815#0y3 █[██]▄▄▄▄▄▄▄▄▃
▂▄▅██████▅▄▃▂
█████████████]
◥⊙▲⊙▲⊙▲⊙▲⊙▲⊙◤
Ƞ1©3 6µ+ vv3 5ɧ¤µ|∂ 3×℗|41Ƞ ∂3+41|5 ʃ¤® +ɧ3 63g1ȠȠ3®5 😛

অসাধারন হইছে শুধু বলব চালিয়ে যাও, লিট ভাষা ট্রান্সলেট করার কোন সফটওয়্যার আছে দেয়া যাবে আপনার উত্তরের অপেক্ষায় রইলাম।

    Level New

    @মাহমুদ কলি।: ভাইয়া, https://www.techtunes.io/hacking/tune-id/251670 এই টিউনটিতে আপনি লিট ভাষা ট্রান্সলেটর সম্পর্কে পাবেন। আশা করি একটু সময় পেলেই পড়ে দেখবেন। ধন্যবাদ।

Level 0

ভাই আপনার কিছু পোস্ট পাসওয়াড ছাড়া ওপেন করা যাছে না পাসওয়াড মেইল করুন [email protected]

ভাই ১-১৪ খুবইইইইইইইইইইইইইইইইইই ভালো লাগলো ৷৷ কিন্তু ১৫,১৬,১৭তে ঢুকতে পারলাম না ৷৷
ভাই ১৫,১৬,১৭ টিউনের জন্য পাসওয়ার্ড দরকার।
my email ID [email protected]

Level 0

ভাই আপনার কিছু পোস্ট পাসওয়াড ছাড়া ওপেন করা যাছে না পাসওয়াড মেইল করুন [email protected]

আপনারা উপরে কি লিখছেন ভাই?? কিছুই তো বুঝতাছি না