পিসি-হ্যাকিং!!এবার Dos Attack এবং ip address ব্যাবহার করে অন্য কম্পিউটারের শেয়ারড ড্রাইভে প্রবেশ করুন!!

{বিঃদ্রঃ এই টিউন দ্বারা কেঊ ক্ষতিগ্রস্থ হলে টিউনটি মুছে দেয়া হবে সাথে সাথে।কেউ কোন ক্ষতিকর কাজে এই টিউটোরিয়ালটি ব্যাবহার করবে না}

{বিঃদ্রঃ এই টিউন দ্বারা কেঊ ক্ষতিগ্রস্থ হলে টিউনটি মুছে দেয়া হবে সাথে সাথে।কেউ কোন ক্ষতিকর কাজে এই টিউটোরিয়ালটি ব্যাবহার করবন না}

সবাইকে টিউনে স্বাগতম।আজকে যে টিউন নিয়ে আলোচনা করব সেটা হল Net bios নেটওয়ার্ক হ্যাকিং সম্পর্কে যা আপনাকে WAN বা LAN কানেকশন ব্যাবহার করে অন্যের শেয়ার্ড ড্রাইভ,ফোল্ডার বা প্রিন্টার ইত্যাদি এক্সেস করতে সহায়তা করবে।আন্য কোন কম্পিউটারে Net bios এর মাধ্যমে প্রবেশ করা অনেক সহজ যদি সেই কম্পিউটারের ‘file and printers sharing’ এনাবলড করা এবং 139 নং পোর্ট খোলা থাকে।

কি কি প্রয়োজন এটা করতে ?

১।টার্গেট পিসিটি সর্ব প্রথম অন অবস্থায় থাকতে হবে।

২।পিসিটির আইপি আপনার জানা থাকতে হবে এবং 139 নং পোর্ট খোলা থাকতে হবে।

৩।পিসিটির ‘file and printers’ শেয়ারিং এনাবলড করা থাকতে হবে।

৪।এগুলু আপনাকে জানতে angry ip scanner সফটওয়ার লাগবে আর কয়েকটি command ব্যাবহার করতে হবে।

৫।টিউনটি যথা সম্ভব সহজ করার প্রয়াস চালিয়েছি কাজেই টিউনটি ভাল করে পড়ে নিন।

এখন নিচের ধাপ গুলু অনুসরণ করুন-

১। প্রথমে আপনার টার্গেট কম্পিউটারের আইপি আপনার জানা থাকতে হবে এবং পিসিটি অন অবস্থায় থকতে হবে। এবং সেই পিসিতে 139 নং পোর্ট খোলা আছে কিনা তা জানতে ব্যাবহার করতে হবে angry ip scanner। এই লিঙ্ক থেকে ডাউনলোড করে নিন ipscan.exe2.21-(size.1o9KB) (for Windows 98/ME/2000/xp) এটা উইন্ডোজ এক্সপি তে চালিয়েছি ভিস্তা বা সেভেনে চলার কথা।

২।এখন ধরুন আপনার ভিক্টিমের আইপি হল 10.9.21.48 এবার সফটওয়ার টা রান করে জাস্ট মন মত আইপি রেঞ্জ সিলেক্ট করে দিন। যেমনঃ 10.9.21.40 থেকে 10.9.21.80 (ভিক্টিমের আইপি এই রেঞ্জ এর মধ্যে থাকবে)

৩।এবার টুলটির ডানদিকে চিত্রের মত এরো বাটনে ক্লিক করুন। একটা স্লাইড নামবে সেখানে চিত্রের ন্যায় বাটন ক্লিক করুন।

৪।এবার যে উইন্ডোটি প্রদর্শিত হবে সেথানে ports বক্সে 139 লিখে ok করুন।বাকি ঘর গুলোতে কিছু লিখতে হবেনা।

৫।এবার স্টার্ট বাটন ক্লিক করুন।স্ক্যানিং শেষে একটা একটা ডায়ালগ প্রদর্শিত হবে যেখানে Alive host এবং কতটির 139 নং পোর্ট খোলা আছে তা দেখাবে।

এখানে দেখা যাচ্ছে 40 টি আইপি স্ক্যানিং করা হয়েছে Alive host পেয়েছে 14 টি আর এর মধ্যে 2 টির 139নং পোর্ট

ওপেন আছে।মনে রাখবেন শুধু Alive host পেলেই হবেনা সেটার 139 নং পোর্ট খোলা থাকতে হবে না হলে আপনি সেই কম্পিউটারের শেয়ারড ড্রাইভে প্রবেশ করতে পারবেন না।

৬।এখন এই ২টির যেকোন একটির আইপি এড্রেস নিতে হবে।যেমন চিত্রের মত Razon-pc এর 139 নং পোর্ট খোলা আছে এখানে রাইট ক্লিক করলে যে ডায়ালগ বক্স আসবে সেখান থেকে আইপিটি নিয়ে সেভ করে রাখুন।

৭।এখন আপনাকে জানতে হবে সেই পিসিতে ‘File and printers’ শেয়ারিং এনাবলড করা আছে কিনা। এজন্য start menu-Run ওপেন করে cmd টাইপ করে এন্টার চাপুন। এখন Command prompt এ লিখুন-

Nbtstat –a 10.9.21.48 (এখানে nbtstat এরপর একটা স্পেস এরপর -a এরপর কাংঙ্খিত আইপি লিখে এন্টার দিতে হবে) তারপর চিত্রের মত একটা বার্তা প্রদর্শিত হবে যেখানে Rajon-pc এর ডানে একটি কোড ‘20’ দেখা যাচ্ছে তার মানে file and printers শেয়ারিং এবনাবলড করা আছে।যদি কোন সংখ্যা না দেখায় তাহলে এনাবলড করা নেই এবং হ্যাকিং করা যাবেনা।

৮।এখন আপনি নিশ্চিত হলেন যে file and printers শেয়ারিং এনাবলড করা আছে।এখন জানবেন কোন কোন শেয়ার্ড

ড্রাইভস,ফোল্ডার আছে।এজন্য আপনাকে একই ভাবে run থেকে cmd লিখে এন্টার দিন এবং command prompt এ এটা লিখে এন্টার চাপুন- net view 10.9.21.48 (আগের মত একই ভাবে স্পেস দিয়ে লেখুন)।এখন নিচের মত একটি

বার্তা প্রদশির্ত হবে যেখানে দেখা যাচ্ছে আমরা দুটো শেয়ার্ড ড্রাইভ পেয়েছি ‘downloads’ আরেকটি ‘users’ নামক।

৯।এখন হল আসল কাজ।আপনাকে এই ড্রাইভে প্রবেশ করতে হবে।কম্পিউটারের সব উইন্ডো ক্লোজ করুন যা যা অপেন করা আছে। ।।এখন রান এ cmd লিখে command prompt ওপেন করুন এবং এই কমান্ডটি লিখে এন্টার চাপুন-

net use n: \\10.9.21.48\downloads অথবা net use n: \\10.9.21.48\users  (মানে আপনার প্রয়োজন মত ড্রাইভের নাম দিবেন। আর হ্যা এক্ষেত্রেও net এরপর স্পেস তারপর use তারপর একটা ড্রাইভলেটার লিখতে হবে যে লেটারে কোন ড্রাইভ আপনার পিসিতে নাই এবং বাকিগুলু চিত্রের মত লিখতে হবে স্পেস সহকারে।যদি error দেখায় তবে ড্রাইভ লেটার চ্যাঞ্জ করে দেখতে থাকেন অথবা কমান্ডটি ঠিকভাবে লিখেছেন কিনা যাচাই করুন,ফায়ারওয়াল,এন্টিভাইরাস সাময়িক ভাবে বন্দ্ব করুন।যদিও আমি ফায়ারওয়াল,এন্টিভাইরাস এনাবলড থাকা সময়েও প্রবেশ করেছি সমস্যা হয় নাই।)

এখন নিচের মত বার্তা প্রদর্শন করবে যদি dos attack টি কাজ করে।

১০।এখন আর আপ্নেরে ঠেকায় কেডা ?? My computer ওপেন করুন এবং চিত্রের মত একটা ড্রাইভ দেখতে পাবেন-

এবার এটাতে ক্লিক করে প্রবেশ করুন।স্পিড থাকবে আপনার হার্ড ড্রাইভের মতই!! কিছু পিক এডাইলাম-

এখন আমরা public এবং guest নামক দুটো শেয়ারড ফোল্ডার দেখতে পাচ্ছি।

এখন public ফোল্ডার এর ভিতর কিছু ফোল্ডার সহ আরো কিছু ডকুমেন্ট দেখতে পাচ্ছি।

এখন ডাউনলোডস ফোল্ডার এর ভিতর আরো কিছু ফোল্ডার সহ কিছু সফটওয়ার দেখা যাচ্ছে।যা আপনি কপি করতে পারবেন আপনার হার্ডডিস্কে এবং এখানের কন্টেন্ট ডিলিট করতে পারবেন এবং আপনার ড্রাইভ থেকে কন্টেন্ট পেস্ট করতে পারবেন মানে আপনার হার্ডডিস্ক এর মতই ব্যাবহার করতে পারবেন!!

ব্যাস!!এভাবে প্রবেশ করুন অন্যের শেয়ারড ড্রাইভে।

টিউনের কাজ অনেক আগেই ড্রাফট করে রেখেছিলাম কিন্ত পোস্ট করার সময় হয় নাই আরও কিছু বিষয় নিয়ে টিউন করব করব ভাবছি কিন্ত সময় আর হয়ে উঠেনা।টিউনটি সহজে বোধগম্য করার জন্য স্ক্রিনশট মনেহয় বেশী হয়ে গেছে আপনারা বললে পরবর্তী টিউন করলে স্ক্রীনশট কমিয়ে দেয়া হবে।উক্ত উপায়ে এক ব্যাক্তির পিসিতে প্রবেশ পূর্বক উত্তম কয়কেটা মুভি পাই 2012 সহ এবং কপি করে রেখে দিলুম আর আমি 2012 মুভিটি ক্রয় করার উপক্রম হইয়াছিলুম প্রায় আর উক্ত মূহুর্তেই ইহা পেয়েগেলুম আর আপন মনে কয়েকটা বাক্য ভেবেনিলুম হ্যাকার হইলে অর্থও বাচানো যায় হা হা হা।তারপর সেই লোকের সেই ড্রাইভে আমার সব কথা একটা নোটে সেভ করে রেখেদিলাম।

পরে দেখলাম উনিও নোটপ্যাডে জবাব লিখে রাখছেন।সে খুবই surprised হয়েছে!! পরে ফেইসবুকে বন্দ্বু হয়েছে এবং যা ভালো লাগে শেয়ারিং করে থাকি।এই পদ্বতিতে আপনারা বন্দ্বুদের বাঝে ফাইল শেয়ারিং করার ব্যাবস্থা করে নিতে পারেন।।দয়া করে এই টিউটোরিয়ালটি খারাপ কাজে প্রয়োগ করবেন না।আপনি একজনের ক্ষতি করবেন আর ভাববেন আমাকে তো সে আর জানবে না কিন্ত আল্লাহ তাআলা সব জানেন এবং দেখেন তিনি আপনার মনের খবর রাখেন।তাই একদিক দিয়ে আপনি আরেকজনের ক্ষতি করবেন আরেক দিক দিয়ে তার থেকে বহুগুনে ক্ষতি আপনার কিভাবে যে হয়ে যাবে টের পাবেন না

মেট্রিক পাসড (আ+যোগ) হিসেবে এখন কলেজে দৈড়াদৈড়ী করতে হবে আর তাছাড়া এখানে সেখানে যেতে হয় বলে পিসিতে বসারই সময় হয় না তবুও টেকটিউনসে আসা যাওয়া অটুট রাখতে চেস্টা থাকবে।

টিউন সম্পর্কে মতামত জিজ্ঞাসা কমেন্ট এর মাধ্যমে ব্যাক্ত করবেন আশা করি।
আমাকে বৈদ্যতিক পত্র পাঠাতে[email protected],[email protected]

{বিঃদ্রঃ এই টিউন দ্বারা কেঊ ক্ষতিগ্রস্থ হলে টিউনটি মুছে দেয়া হবে সাথে সাথে।কেউ কোন ক্ষতিকর কাজে এই টিউটোরিয়ালটি ব্যাবহার করবেন না}

Level New

আমি arif। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 98 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

done.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Upokrito holam oses thanks.

    Level New

    আপনাকে ধ্যইন্যা।

MONA HOSSA AGA KOTAI JANO ATA PORASI

    Level New

    ভাই লিঙ্ক সহকারে মন্তব্য করলে বেশী গ্রহনযোগ্য হত না ?? ধন্যবাদ আপনাকে।

ধন্যবাদ তন্ময় ভাই। তবে যদি এই প্রক্রিয়াতে পুরো ডিস্কের নিয়ন্ত্রন নেয়া যেতো তাহলে ভালো হতো

    Level New

    আপনাকে ধ্যইন্যা। পুরো ডিস্কের নিয়ন্ত্রন না নিতে পারলে অনেক কিছু করাই সম্ভব বিভিন্ন উপায়ে।দেখি এ নিয়ে টিউন পোস্টানো যায় কিনা…।

Level 0

ভাই আসলেই কি কাজ করবে ? মাকি শুধু error দেখাবে ?

    Level New

    ট্রাই করলে ব্যাপারটা আপনার কাছে পরিস্কার হয়ে যাবে এটার কার্যকারিতা কতটুকু। আর error এর সম্মুখীন আমিও হয়েছি তাই হাল না ছেড়ে সূক্ষভাবে কাজ করলে সফলতা আসবে।

thanks a lot for posting this nice tune

টিউনের মন্তব্য ঘরে নিজের সাইটের ভাল মন্তব্য করছেন। বাহ !

তন্ময় ভাই অনেক ধন্যবাদ। জেনে রাখা ভাল। কাজে আসতে পারে।

    Level New

    আরিফ ভাইকেও ধন্যবাদ। জানার জন্যই টেকটিউনস।

প্রথমে সবাইকে অনুরোধ করব আসুন আমরা বাংলায় কমেন্ট করার চেষ্টা করি।

এখন সম্মানিত টিউনারকে,
ভাই আপনার টিউনে বলতেছেন’আসুন নিজে হ্যাকার হই এবং অন্যকে হ্যাকার হতে উৎসাহিত করি’আপনার এই কথাটার সাথে আমি একমত হইতে পারলাম না,কারন আমি বলব’আসুন আমরা অন্যকে হ্যাক করে ক্ষতিগ্রস্থ না করি এবং নিজেও অন্যের দ্বারা ক্ষতিগ্রস্থ না হই’।

    Level New

    আতাউর রহমান ভাই কে কমেন্ট এর জন্য ধন্যবাদ। আসলে এই এনিমেশনের লেখাটা স্রেফ মজা করার জন্য তৈরী করেছিলাম।
    ব্যাপারটা আপনি বোধহয় খুব সিরিয়াসলি ভাবে নিয়েছেন। হ্যাকিং করে অন্যকে ক্ষতি করা হতে সতর্কীবানী আমি টিউনের অন্য স্থানে বলে দিয়েছি।

এক কথায় অসাধারন ।

হ্যাকিং আমি বুঝি না।কিন্তু আপনি যে A-Z বর্ণনা দিয়ে বোঝাতে চেয়েছেন সেটা দেখে ভালো লেগেছে।

Tonmoy ভাই অনেক ধন্যবাদ। মাথার থাকল (জেনে রাখলাম) ….

Level 0

Tonmoy ভাই ভাল লাগল…এভাবেই এগিয়ে যান…

জেনে ভাল লাগল । ভাল হয়েছে । ধন্যবাদ আপনাকে ।

এই পদ্ধতিটা শুধু মাত্র একই broadband এর ip তে Apply করা যায়। আমি GPinternet use করি..।।এটা আমি আগেও অনেক বার try করেছি GP দিয়া করার জন্য। But আমি মনে করি যে GP Ip sharing allow করে না।এটা দিয়া আপনি অন্য broadband এর server এ ও প্রবেশ করতে পারবেন না… Or may be I dont know the trick…..

    Level New

    কিশর ভাইকে কমেন্টের জন্য ধন্যবাদ।এই কমান্ডগুলো প্রয়োগ করতে ভিক্টিমের পিসিতে ফাইলস এন্ড ফোল্ডার শেয়ারিং ডিসবল করা থাকলে এবং ১৩৯ নং পোর্ট অপেন না থাকলে সেই পিসিতে এক্সেস করতে আপনি পারবেন না।

Level 0

Nbtstat –a 10.1.1.1 ভাই এভাবে কাজ হচেছ না . মানে এই system error show করছে ……………..

    Level New

    সিস্টেম এরর দেখানোর কারন হতে পারে আপনার cmd ফিল্ড এ ভাইরাস জনিত কোন ত্রুটি আছে অথবা ভিক্টিমের পিসিতে ফাইলস এন্ড ফোল্ডার শেয়ারিং ডিসবলড করা।

Level 0

Nbtstat –a 10.1.1.111 ভাই এভাবে কাজ হচেছ না . মানে এই system error show করছে ……………..

Microsoft Windows XP [Version 5.1.2600]
(C) Copyright 1985-2001 Microsoft Corp.

C:\Documents and Settings\KIRON>nbstat -a 10.1.1.111
‘nbstat’ is not recognized as an internal or external command,
operable program or batch file.

C:\Documents and Settings\KIRON>

যদি ফ্রী থাকেন তাহলে উওর দিবেন…………………

    Level New

    একই উত্তর। আর আপনি যা টাইপ করেছেন তাতে nbstat দেখা যাচ্ছে। nbtstat হবে এটা।

প্রশ্নঃ আমার ফাইলস এন্ড ফোল্ডার শেয়ারিং কিভাবে ডিসবল করব?
প্রশ্নঃ ১৩৯ নং পোর্ট কিভাবে বন্ধ করব? হ্যাকিং থেকে বাচাঁর জন্য ……

    Level New

    my network places-rightclick-properties open-LAN properites for LAN-Disable files and printers sharing. ব্যাস আর কোন চিন্তা নাই।

এটি কি windous ntsc formeted pc তে কাজ করবে?

ভাইয়া আমার user n: সো করছে, তবে আমি সেটাতে ঢুকতে পারছি না।

Level 0

bro….port 139 taki…eta kivabe active n close kora jai? onk ip address try korlam bt opened port 139 ektaw pelam na.
and if i dnt hav the ip address of my target is there any other option to gt my targets ip address?

access is denied
and system error 5 show korsa ki kori bolantho

vahi 139 port khola na thakle ki korbo.

Ex part haker ra to sudhu pc khola thaklei
computer er 14 ta bazie dei.

অসাধারন তন্ময় ভাই ।ধন্যবাদ শেয়ার করার জন্য।

Thanks bhai.. but can you tell me how copy file from other drive like d, e, f etc. ??? please explain…