আসুন একদম প্রথম এবং প্রাথমিক পর্যায় থেকে আমরা ওয়েব সিকিউরিটি ও হ্যাকিং এর ব্যাপারে জানি (পর্ব ৩)

আসসালামুয়ালাইকুম,

(বি.দ্র.:- এগুলা সব শিক্ষণীয় বিষয়।আপনারা এসব জ্ঞান কিসে ব্যবহার করবেন তার জন্য আমি কখনই দায়ী থাকবনা।ধন্যবাদ)

পূর্ববর্তী পর্বসমূহঃ- পর্ব ১ , পর্ব ২

আশা করি আপনারা ভালো আছেন।টেকটিউন্স মাঝে বেশ সমস্যা করতেছিল 😐 যার কারণে কোন টিউটোরিয়াল লিখতেই পারলাম না 😕 আশা করি এমন সমস্যা আর দিবেনা।তো আজকে টিউনে আমরা জানবো কি করে নিজেকে সেফ রেখে কাজ করা যায়।কারণ আমরা যদি নিজেরাই সেফ না থাকি তাহলে যেকোনো বিপদজনক কাজ করতে গেলে বিপদে পরবই 😯

ইন্টারনেট জগতে কাউকে যেমন সহজেই বাঁশ দেওয়া যায় তেমনি সমান হারে বাঁশ খাওয়া যায়।

যেমন ধরুন আপনি আপনার গার্লফ্রেন্ডের কম্পিউটার হ্যাক করলেন।করে সব কিছু চেক করে নিলেন যে অন্য কারো সাথে লাইন আছে কিনা।এখন সে কোন মতে টের পেল।কিন্তু সরাসরি তো আর আপনাকে জিজ্ঞেস করতে পারলনা তো সে কোনভাবে লগ ফাইলটা চেক করে নিল এরপর একদিন আপনাকে বলল "বাবু অনেকদিন মিট করিনা।তোমার ল্যাপটপটাও সাথে এনো তো।কিছু জিনিশ নেব" আপনি তো পুরাই নায়ক সাকিব খানের মত ভাবসাব নিয়ে হাজির।তখন উনি প্রেম করার ফাঁকে আপনার ল্যাপটপের আইপি চেক করে দেখল "আরেহ!!!এইডাই তো আমার পিসিতে কানেক্ট খাইছিল!!খাঁড়া আইজকা" এরপর আর কি,সবই ইতিহাস 😛

তো এসব থেকে বাঁচতে কি করতে পারেন আপনি?আর কেনই বা বাঁচবেন?ঐযে উপরে একটা মজার কারণ দিলাম।আরও একটি কারণ হতে পারে , আপনি যখন কিছু হ্যাক করতে যাবেন,তখন যেন সেখানে যেই লগটি থাকবে সেটি দিয়েও যেন আপনাকে বের না করা যায়।

নিজেকে বাঁচানোর সর্বপ্রথম স্টেপ হচ্ছে আইপি (ইন্টারনেট প্রোটকল) গোপন করা।আমাদের সবারই যেমন একটা করে বাসার অ্যাড্রেস আছে ঠিক তেমনি আমাদের আইএসপি-এরও একটা করে অ্যাড্রেস আছে।এই অ্যাড্রেস ব্যবহার করে আমার নিজের লোকেশন বের করা সম্ভব খুব সহজেই।কিন্তু আপনি যদি এটাই গোপন করে ফেলেন তখন আপনাকে বের করা হয়ে যাবে কষ্ট সাধ্যের ব্যপার।

এরপর বলা যায় সোশ্যাল সাইটগুলোর কথা।আপনি যাই করুন বা করেছেন না কেন,কি দরকার সেগুলো এই ফেসবুক বা টুইটারে গলা উঁচু করে বলার?এতে আপনি অচিরেই নিজের জন্য একটি বিশাল বাঁশ রেডি করতেছেন :p

আমরা বিস্তারিত জানতে এই টিউটোরিয়ালটি দেখে নেই এখনিঃ- https://www.youtube.com/watch?v=QmroPOm8H2Y

কিছু না বুঝলে টিউমেন্ট,ফেসবুক বা ইউটিউবে জানাতে পারেন।ফেবু আইডিঃ- হাসান শাহরিয়ার

আমাকে অনেকেই প্রশ্ন করেছেন আমি কোথাও এসব শিখাই কিনা।জ্বী,হ্যাঁ আমি একটি ছোট্ট জায়গায় নিজের এই জ্ঞান বিতরণ করি,বিস্তারিত জানতে ঃ- Tech Ninjas Official Page

Level New

আমি হাসান শাহরিয়ার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 28 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ছোট থেকেই ভিন্ন স্বপ্ন দেখছি।এই শিক্ষা ব্যবস্থার বাঁধ ভেঙ্গে কিছু করে দেখাতে চাই।দেখাতে চাই বয়স কোন বাধা হতে পারেনা যদি ইচ্ছে থাকে।সমাজ ও পরিবেশের বিপরীতে চলতে থাকা আমি ছোট থেকেই টেকনোলজি আর এর সিকিউরিটির ব্যাপারে একটু একটু করে ঘাঁটাঘাঁটি করছি।জানিনা কবে বলতে পারবো এখন একটু পারি।তবে চেষ্টা চালিয়ে যাচ্ছি।এখন এসেছি...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস