ওয়েবসাইটের বাগ/ত্রুটি টেস্ট করুন অথবা নিয়ে নিন বিভিন্ন হ্যাকিং টিউটোরিয়ালস (পেইড)

আসসালামুয়ালাইকুম,

আশা করি আপনারা ভাল আছেন।আজকে ভিন্ন ধরনের টিউন নিয়ে এলাম।আপনারা অনেকেই জিজ্ঞেস করে থাকেন আমি প্রফেশনালি কখনও কারও ওয়েবসাইট এর ত্রুটি/বাগ টেস্ট করি কিনা,তাহলে তারাও তাদের ওয়েবসাইটটি চেক করাতেন।এই ধরনের প্রশ্ন কম পাইনি,তবে খুব কমই আমি কারও ওয়েবসাইটের বাগ টেস্ট করে দিয়েছি।তবে এবার ভেবে নিলাম কাজটা সত্যিই প্রফেশনালি শুরু করা যাক।আপনারা যারা নিজেদের ওয়েবসাইটের ত্রুটি/বাগ চেক করাতে চান,তারা আমার সাথে ইমেইল কিংবা ফেসবুকের মাধ্যমে যোগাযোগ করতে পারেন।এখন অনেকেই প্রশ্ন করবেন যে কেন আপনাদের ওয়েবসাইটের বাগ টেস্ট করাতে হবে এবং কেনই বা কোন স্ক্যানার দিয়ে করলেই হয় না।এর কারণ হচ্ছে স্ক্যানার কখনই আপনাদের সব কিছু ধরিয়ে দিতে পারবেনা।নতুবা এত বাঘা বাঘা ওয়েবসাইটগুলোর ত্রুটি স্ক্যানারই বের করে দিত এবং সেসব সাইট সিকিউরড করা যেতো।যাই হোক কাউকে তো আর জোর করা যায় না 😛

আপনারা যারা আমার সাথে যোগাযোগ করতে চানঃ- ফেসবুক আইডি কিংবা ইমেইল দিয়ে :- fb.com/s3curitykill3r or [email protected]

তাছাড়া অনেকেই জিজ্ঞেস করেন আমি কাউকে হ্যাকিং শিখাই কিনা।এদের মধ্যে এমন অনেকেই থাকে যাদেরকে আমার বাসায় আসতে বললেও হয়তোবা এসে পরবে।তারাও চাইলে যোগাযোগ করতে পারেন।আমার কাছে তাদের জন্য অনেক কিছুই রয়েছে।সেলফ টিচিং-এর অনেক ম্যাটেরিয়ালস যা দিয়ে নিজেরাই ঘরে বসে অনেক কিছু শিখে নিতে পারবেন।বিভিন্ন প্রোগ্রামিং এর কোর্স ভিডিও সহ সিকিউরিটি টেস্টিং কিংবা হ্যাকিং এর অনেক কিছুই 😉

 

"এই টিউন দেখেই অনেকের চুলকানি শুরু হবে।তারা আমাকে নিয়ে অনেক কিছু রটাতেও পারেন।এছাড়া আপনাদের থেকে বেশি আশাও করা যায়না।অন্তত আপনাদের গুরুদের মত ১৬০০০ টাকা দিয়ে ল্যামিং অথবা শো অফ টাইপ কিছু করিনা।সুতরাং নিজের চর্কাতে তেল দিতে থাকুন।উপকারে আসবে।ধন্যবাদ"

Level New

আমি হাসান শাহরিয়ার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 28 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ছোট থেকেই ভিন্ন স্বপ্ন দেখছি।এই শিক্ষা ব্যবস্থার বাঁধ ভেঙ্গে কিছু করে দেখাতে চাই।দেখাতে চাই বয়স কোন বাধা হতে পারেনা যদি ইচ্ছে থাকে।সমাজ ও পরিবেশের বিপরীতে চলতে থাকা আমি ছোট থেকেই টেকনোলজি আর এর সিকিউরিটির ব্যাপারে একটু একটু করে ঘাঁটাঘাঁটি করছি।জানিনা কবে বলতে পারবো এখন একটু পারি।তবে চেষ্টা চালিয়ে যাচ্ছি।এখন এসেছি...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এটা শিখতে কত টাকা লাগবে

আসলেই চুলকানি উঠে।
****পেউড

বাগ ধরে দিতে পারলে আপনাকে পে করবো।
facebook.com/hax0rtwice

Inbox me.

আমি হ্যাকিং শিখব…..

সোয়েব ইসলাম bro you may inbox me