ফেসবুক কি সত্যি সত্যি হ্যাক হয়েছিল!!!???

ফেসবুক কি সত্যি সত্যি হ্যাক হয়েছিল? আমি আজ(০৭.১১.২০১১) রাত ১২:০০ থেকে ১২:২০ পর্যন্ত ফেসবুক এ ঢুকতে পারি নি। যতবার চেষ্টা করি প্রত্যেকবার এই পেজ টা আসে।

আমি তখন ওই পেজ এর "view source" দেখে sure হই যে ফেসবুক এর মেইন সার্ভার এর পর্যন্ত connect হচ্ছে না। তখন বুঝতে পারলাম ফেসবুক হ্যাক হয়েছে। তবে সম্ভবতও ফেসবুক এর মেইন সার্ভার হয় নি। বাংলাদেশ এর DNS server অথবা এরকম কিছু হ্যাক হয়েছিল যেভাবে google.com.bd আগে হ্যাক হয়েছিল। আমি এ বেপারে এক্সপার্ট না। এরপর আমি https দিয়ে ট্রাই করে ঢুকতে পারি। কিছুক্ষন পরে দেখি আবার ঠিক হয়ে গিয়েছে। I am confused....
সত্যি ঘটনা কি হয়েছিল কেউ কি জানেন? আর কেউ কি এরকম সমস্যার মুখমুখি হয়েছেন? জানলে প্লিয শেয়ার করুন।

Level 0

আমি tech_no। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 619 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

কইতে পারলাম না … আর কারো কাছে এমন কিছু শুনি নাই। আপনি এইটা হ্যাকিং বিভাগে না দিয়া খবর বিভাগে দেয়া উচিৎ ছিল।

আমার ও কোনো সমস্যা হয় নাই।দেখি আর কেও কিছু বলে নাকি ।

amar ekhane to thikoi ache bro …..

    Level 0

    @Nirjon Ahmed Ar0nn0: ঠিকই তো থাকার কথা। কালকে ১৫ মিনিট এর জন্য ঢুকতে পারি নি। এখন ঠিক আছে।

No !DEA

Hmm.hack hoicilo ami o dukte partam tikh but sob kisu gula dekhtam.

Facebook now hack………………

Level 3

সবাইকে ঈদের শুভেচ্ছা । হ্যাঁ আমারটা মনে হয় এরকম হইছিল । কারন ফেসবুক আইডিতে ঢুকা যেত না ।

Level 0

আমি ঠিক ওই সময়ে ফেবু তে ছিলাম, বহুত বার পেজ ব্রাউজ করছি ফেবুর, একবারও এরকম হয় নাই।

    Level 0

    @MITHU: যারা already ফেসবুক এ ছিল তাদের কোন সমস্যা হয় নাই। https://facebook.com ও ওপেন ছিল। শুধু http://facebook.com এ ঢুকতে পারছিলাম না

Level 0

আরে ভাই এইটা সারভার upgrade করার সময় দেখায়… অরা may be সার্ভার upgrade করতেসিল

    Level 0

    @sazib: ওদের সার্ভার এর নাম কি “nginx!!” ?? :/

Level 0

@ Tech_no: Yup

it is not true.
pls visit : http://cpaprofitcash.com

আমি ওই সময় একটা ফেসবুক এ্যপ্লিকেশন নিয়ে কাজ করছিলাম।তাছাড়া আমি ওই সময় ফেসবুকে ঢুকেছিলাম।আমার কোন সমস্যা হয়নি।ngnix একটা ওপেন সোর্স HTTP সার্ভার।আর ফেসবুক আসলে কি ধরনের সার্ভার ব্যাবহার করে সেটা সবার কাছে এখনো একটা প্রশ্ন।একেক জায়গা থেকে একেক রকম তথ্য পাওয়া যায়।

    Level 0

    @অরিত্র আহমেদ: হতে পারে। এজন্যই বলেছি আমি এ বেপারে এক্সপার্ট না & i am confused. আর যতদূর বুঝতে পেরেছি যারা logged in ছিল তাদের সমস্যা হয় নি। শুধু http দিয়ে যারা লগ ইন করতে ছেয়েছিল তাদের এই সমস্যা হয়েছে। https was O.K. that time

আমি ngnix জিনিসটা দেখেছি একবার Opera Mini থেকে ফেসবুকে ঢৃকতে গিয়ে। আমি তো ভাবছি এইটা মনে হয় অপেরার সমস্যা। পরে আবার ঠিক হয়ে যায়। এরপর আর কখনো দেখিনি। tech_no ভাই যে সময় উল্লেখ করেছেন, ওই সময় আমি ফেসবুক ব্যাবহার করিনি। 🙂

    Level 0

    @Nazmul H. Palash: আমার মনে হয় কোন সার্ভার আপগ্রেড এর জন্য না। সম্ভবত google.com.bd যেভাবে হ্যাক হয়েছিল সেভাবে এটাও হয়েছিল। যাইহোক, এটা এখন ঠিক আছে। আসা করি আর এরকম সমস্যা হবে না 😀

Level 0

are .bd charun. india teo ei lekhata paychilam. jani na kano….

Level 0

আমি কিছুক্ষনের জন্য ডুকতে পারিনাই।