Android মজা [পর্ব-২১]:: ভিডিও এডিটিং করুন Android ফোনে মাত্র ১টি Apps দিয়ে

Android মজা

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।


আমরা কম্পিউটারে ভিডিও এডিটিং এর জন্য Primer, Uleet Vedio Stido ইত্যাদি নিয়ে কাজ করি, এই সফটওয়ার গুলো দিয়ে ভিডিও এডিটিং এর যাবতীয় কাজ করা হয়, আমরা সকলেরই মন চায় ভিডিও এডিটিং করতে কম্পিউটার না থাকার কারনে আর হয়ে উঠে না এখন আর কম্পিউটার লাগবে না আজ আমি আপনাদের জন্য এমন ১টি Apps নিয়ে এসেছি যা দিয়ে আপনি ভিডিও এডিটিং করতে পারবেন অনেক সুন্দর ভাবে।
আপনার Android ফোনে।

তাহলে আর দেরি কেন এখান থেকে আপনার Android ফোনের জন্য Apps টি ডাউনলোড করে নিন, তারপর অন্যান্য Apps এর ন্যায় ইন্সটল করুন।

এই Apps দিয়ে আপনি যা যা করতে পারবেন।

১। 3GP এবং MP4 ভিডিও থেকে নির্দিষ্ট অংশ নির্বাচন করে সে অংশ কেটে নেয়া এবং আলাদা ভিডিও তৈরি করা ৷
২। নির্দিষ্ট ভিডিও অংশ নির্বাচন করে সে অংশ ডিলেট করে দেয়া ৷
৩। আলাদা আলাদা কয়েকটি ভিডিও একসাথে জোড়া লাগানো ৷
৪। ভিডিও তে আপনার পছন্দের বিভিন্ন ইফেক্ট দেয়া৷
৫। ভিডিও থেকে স্থির চিত্র(Still Picture) নেয়া ৷
৬। ভিডিও কে MP3 তে কনভার্ট করা এবং ভিডিও প্লে করা ইত্যাদি ৷
সবাইকে নতুন বছরের শুভেচ্ছা

ভালো লাগলে মন্তব্য করতে ভুলবেন না, আজ এই পর্যন্ত।।
আল্লাহ হাফেজ।

Level 0

আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ভাই এপ্স ত আপলোড হয় নাই। মাত্র ৩১ কে বি ।

Level New

aida ki dilen? matro 31kb?