POCKET Android পকেট Pocket বিস্তারিত রিভিউ বাংলায়


আমরা অনেকেই ইন্টারনেট এ আর্টিকেল কিংবা নিউজ পড়তে ভালবাসি। অনেকের কাছে তা গেম বা মিউজিক শোনার চেয়েও বেশী পছন্দনীয়।

কখনো কি ভেবেছেন এমন একটি অ্যাপ্লিকেশন থাকবে যাতে কোন রকম ঝুট - ঝামেলা ছাড়াই পছন্দসই অনলাইন আর্টিকেল গুলো সহজেই ইবুক হিসেবে পড়া যাবে। l

যাতে থাকবে না সেসব বিরক্তিকর বিজ্ঞাপণ সমুহ এবং পছন্দের আর্টিকেল বা নিউজ সংরক্ষণ করে পরবর্তীতে অফলাইন এ ব্যবহারের জন্য।

তাহলে এই রিভিউটি ঠিক আপনার জন্যই " কেননা, পকেট  নামের এ অ্যাপ্লিকেশনটি এ কাজের জন্যই বিশ্বব্যাপী জনপ্রিয়তার শীর্ষে। "

 

পকেট নামক এই অ্যাপটিতে আপনি বিশেষ কিছু সুবিধা পাবেন যেটি অন্য কোন আরএসএস ফিড/নিউজ অ্যাপ এ আপনি পাবেন না। পকেট অ্যাপটি অন্যান্য আরএসএস ফিড অ্যাপ এর মতো গতানুগতিক ধারায় কাজ করেনা। এটির মুল কাজ হচ্ছে অফলাইন রিডিং এবং পাঠকের আর্টিকেল রিডিংকে আরও আনন্দদায়ক করে তোলা

যে কথা না বললেই নয়, রিভিউটি লেখার সময় গুগল প্লে স্টোরে অ্যাপটির রেটিং ছিল ৪.৫/৫ এবং ৫ মিলিয়ন বা ৫০ লাখের ও বেশী ইন্সটলস। পাঠকগন বুঝতেই পারছেন ফ্রী হওয়া সত্তেও Application টি কতটা কাজের এবং জনপ্রিয়।


চলুন একপলক দেখে নেয়া যাক Pocket অ্যাপ এর বিশেষ কিছু ফীচারঃ

■  পছন্দের আর্টিকেল গুলো Save করার  সুবিধা।
■  অফলাইন রিডিং এর সুবিধা।
■  অসাধারণ UI (ইউজার ইন্টারফেস)।
■  একাধিক ডিভাইস এ Sync করার সুবিধা।
■  পিসি বা ল্যাপটপ ডিভাইস এ ক্রোম এবং ফায়ারফক্স ব্রাউজার এ এক্সটেনশন সাপোর্ট।
■  ভিডিও সংরক্ষণ সুবিধা।
■  ফ্রেন্ড কে পছন্দের আর্টিকেল সেন্ডিং এর সুবিধা।
■  ট্যাগ এর সুবিধা। যার ফলে নিমিষেই ওপেন করতে পারবেন সংরক্ষিত আর্টিকেল গুলো।
■  আর্টিকেল Favorite সেকশন রাখার সুবিধা।
■  আর্টিকেল গুলো পড়ার পর Archive এ রাখার সুবিধা।

কিভাবে ব্যবহার করবেন পকেট?

পকেট অ্যাপ্লিকেশনটির ব্যবহার তুলনামূলক সহজ। প্রথমেই আপনাকে একটি অ্যাকাউন্ট খুলতে হবে তাদের ওয়েবসাইট থেকে। অ্যাকাউন্ট খোলা হয়ে গেলে লগিন করুন আপনার স্মার্টফোনের পকেট অ্যাপ থেকে। এখন আপনি যদি ডেস্কটপে ক্রোম ব্রাউজার ব্যবহার করেন তাহলে ক্রোম-এর এক্সটেনশন স্টোর থেকে পকেট এক্সটেনশনটি ডাউনলোড করে নিন।

ডাউনলোড এর পর তা নিচের স্ক্রীনশট এর মত দেখাবে। কোন ওয়েবপেজ ভিজিট এর সময় সেই পেজটি যদি পকেটে সংরক্ষণ করতে চান তাহলে ব্রাউজারের ডানদিকে ওপরে পকেটের আইকনে ক্লিক করুন। আর্টিকেলটি সংরক্ষিত হবে।

অথবা আপনি যদি চান শুধুমাত্র আপনার স্মার্টফোন থেকেই সম্পূর্ণ কাজটি করতে তাহলে ফোন এর ব্রাউজারের শেয়ার অপশন থেকে “Add to Pocket” অপশনটি সিলেক্ট করে দিন। তারপর পকেট অ্যাপটি ওপেন করলে দেখতে পারবেন অ্যাপটি স্বয়ংক্রিয়ভাবে আপনার সংরক্ষিত পেজগুলো সিঙ্ক করে নিচ্ছে তাদের ওয়েব সার্ভার থেকে কোন ঝক্কি ঝামেলা ছাড়াই।


ব্যাস! কাজ শেষ। এইবার সিলেক্ট করুন আর পড়তে থাকুন আপনার পছন্দের নিউজ কিংবা আর্টিকেল। বলা বাহুল্য, পকেট-এর বাড়তি সুবিধার মধ্যে রয়েছে প্রতিটি আর্টিক্যালের সঙ্গে ট্যাগ যোগ করা যাতে করে পরবর্তীতে সহজেই খুঁজে পেতে পারেন আপনার প্রয়োজনীয় লেখাটি। আর্টিক্যালের পাশাপাশি ছবি, ভিডিও কিংবা এক্সটার্নাল ওয়েবসাইট লিংকও পকেটে সংরক্ষণ করা যাবে। এতে করে আপনার অনলাইন বুকমার্ক স্টোরেও পরিণত করতে পারবেন পকেট-কে।

Pocket ডাওনলোড লিংকঃ

তো এই ছিল সম্পূর্ণ আর্টিকেলটি। আপনি যদি ইন্টারনেট এ নিউজ এবং পাক্কা আর্টিকেল পড়ুয়া হোন, তাহলে Pocket অ্যাপ্লিকেশনটি আপনার ভাল লাগতে বাধ্য।

অথবা আপনি চাইলে আপনার একাউন্ট এ সেভড আর্টিকেল গুলো ওয়েব এ ও পড়তে পারবেন এ ঠিকানায়ঃ gopocket.com

পড়া শেষে “রেড” হিসেবে সেগুলো আর্কাইভ করা ও পরবর্তীতে প্রয়োজনে আর্কাইভ থেকে পুরনো লেখাগুলো পড়ার সুবিধাও রয়েছে পকেট-এ।

কী আপনার পকেটে পকেট রাখছেন তো?

গুগল প্লাসে  +Farhaan Hridoy

বিঃদ্রঃ এ লিখাটি পুর্বে আমার সাইটে অর্থাৎ এ ঠিকানায় লিখা হয়েছে।

আর্টিকেলটি লিখেছেনঃ Farhaan Hridoy (ফারহান হৃদয়)

Level 0

আমি Farhaan Hridoy। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 32 টি টিউন ও 36 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস