বাংলাদেশ থেকে গুগল প্লে স্টোরে ডেভেলপার একাউন্ট খোলার সমাধান এবং অ্যাপ সাবমিট করা – পর্ব ১

আমি একজন SEO ফ্রী-ল্যন্সার ছিলাম তবে এখন গেম ডেভেলপমেন্ট এর উপর কাজ করি
আজকে এই টিউন এর প্রথম পর্ব আমি ২ পর্বে সম্পূর্ণ টিউন শেষ করার চেষ্টা করব ইনসাহ-আল্লাহ

আমার দেখা "গুগল প্লে স্টোরে ডেভেলপার একাউন্ট " নিয়ে সবার আগে টিউন করেন :
জাকির হোসাইন

"জাকির হোসাইন" ভাই এর টিউন টি এখানে দেখতে পারেন https://www.techtunes.io/android/tune-id/292418

টিউন টি তে আমার করা কমেন্ট দেখতে এখানে ক্লিক করুন

---------------

ধন্যবাদ "জাকির হোসাইন" ভাই কে তবে তিনি পেমেন্ট এর ব্যাপারে তেমন কোন সমাধান দিতে পারেন নি
আর আমার এই টিউন এ আমি আপনাদের কে এই সমস্যার সমাধান দেব ইনসাহ-আল্লাহ
তবে চলুন সুরু করা যাক আজকের পর্ব !
যা যা লাগবে :
একটি জি-মেইল আই ডি
একটি ক্রেডিট বা ডেবিট কার্ড [ না থাকলে আমার সাথে যোগাযোগ করুন ]
সতর্কবাণী : ক্রেডিট বা ডেবিট কার্ড না থাকলে অন্যের ক্রেডিট বা ডেবিট কার্ড ব্যবহার করা যাবে না
কারন আপনার ব্যবহিত কার্ড ইনফো গুগল ওয়ালেট এ সেভ হয়ে থাকবে পরে ওয়ালেট
ব্যবহার করলে ওই কার্ড থেকে টাকা/ডলার চার্জ করা হবে , যেমন ধরেন আপনি একই
জি-মেইল আই ডি ব্যবহার করে পেইড এ্যপ বা গেম কিনলেন বা IAP ব্যবহার করলেন

প্রথমে এই https://play.google.com/apps/publish/ লিঙ্ক এ গিয়ে আপানার জি-মেইল আই ডি দিয়ে লগ-ইন করুন
তার পর নিচের ছবি টি অনুসারন করুন

বাংলাদেশ থেকে গুগল প্লে স্টোরে ডেভেলপার একাউন্ট খোলার সমাধান এবং অ্যাপ সাবমিট করা - পর্ব ১

এবার পেমেন্ট এর পালা :
Continue to Payment এ ক্লিক করার পর আপনি নিচের মত একটি পপ আপ পাবেন এখানে আপনি Start Now তে ক্লিক করুন

বাংলাদেশ থেকে গুগল প্লে স্টোরে ডেভেলপার একাউন্ট খোলার সমাধান এবং অ্যাপ সাবমিট করা - পর্ব ১

এবার আপনার সামনে গুগল ওয়ালেট এর একটি পেজ আসবে এখানে আপনাকে অনলাইনে ব্যবহার যোগ্য একটি ক্রেডিট বা ডেবিট কার্ড

বাংলাদেশ থেকে গুগল প্লে স্টোরে ডেভেলপার একাউন্ট খোলার সমাধান এবং অ্যাপ সাবমিট করা - পর্ব ১

সাবমিট করতে হবে ,গুগল প্লে স্টোরে ডেভেলপার একাউন্ট এর জন্য আপনাকে এককালীন ২৫ ডলার পে করতে হবে
এক্ষেত্রে আপনি পেওনিয়ার মাস্টার কার্ড ব্যবহার করতে পারেন আর যদি না থাকে তাহলে VCC ব্যবহার করতে পারেন
তবে VCC টি অবশ্যই গুগল অয়ালেট সাপোর্টেড হতে হবে ।
আমি VCC ব্যবহার করেই আমার গুগল প্লে স্টোরে ডেভেলপার একাউন্ট পেয়েছি নিচে আমার গুগল অয়ালেট এর স্ক্রিন-সর্ট দেখুন

বাংলাদেশ থেকে গুগল প্লে স্টোরে ডেভেলপার একাউন্ট খোলার সমাধান এবং অ্যাপ সাবমিট করা - পর্ব ১

সবকিছু ঠিক থাকলে পেমেন্ট কনফারমেশন এর জন্য ৪৮ ঘন্টা সময় নেয় গুগল তবে ২৪ ঘণ্টার মধ্যে কাজ হয়ে যায় । তবে এ সময়
আপনি চাইলে আপনার এ্যপ বা গেম আপলোড দিতে পারেন তবে পাবলিশ করতে পারবেন না
পেমেন্ট কনফারমেশন এর পর নিচের মত একটি পেজ এর লিঙ্ক আপনার জিমেইল এ আসবে । নিচে আমার টির স্ক্রিন-সর্ট দেখুন

বাংলাদেশ থেকে গুগল প্লে স্টোরে ডেভেলপার একাউন্ট খোলার সমাধান এবং অ্যাপ সাবমিট করা - পর্ব ১

--------------------
আজ এই পর্যন্তই আগামি পর্বে আমার রিলিস দেয়া একটি গেম নিয়ে হাজির হব ইনসাহ-আল্লাহ

আমার কোন ব্লগ বা অয়েব সাইট নাই তাছাড়া
আমি আছি ফেসবুক এ আসা করি নতুন বন্ধু পাব
ধন্যবাদ

Level 2

আমি জিতু Hossain। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 86 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস