WhatsApp+ | হোয়াটস এপ প্লাস রিভিউ বাংলায় v6.70

আমরা জানি আপনাদের মনে অনেক প্রশ্ন Whatsapp Plus নিয়ে।তাই আজ আমরা দেখাবো কি কি দিক থেকে Whatsapp Plus অরিজিনাল Whatsapp থেকে ভাল এবং এর পার্থক্যগুলো।

যেন আপনি সিদ্ধান্তে পৌছাতে পারেন, যে কেন আপনি WhatsApp মুল এপ টি চেঞ্জ করবেন।

লিখেছেনঃ Farhaan Hridoy (ফারহান হৃদয়)

WhatsApp+ (প্লাস) WhatsApp এর ই একটি মডিফাইড ভার্সন যা তৈরী করেছেন স্প্যানিশ ডেভেলপার Rafalete ২০১২ সালে।এপ্স টিকে এই সম্পূর্ণ ফ্রী এবং উন্মুক্ত করে দিয়েছেন এই ডেভেলপার।কিন্তু এর ইউজার লাইসেন্স WhatsApp এর মতই একই।

এটি সবার কাছে পরিচিত WhatsApp+ WhatsApp Plus Holo নামে যার আইকন টি নীল।

আমরা সঠিক ভাবে এখনো জানিনা যে, WhatsApp কি Legal - যদিও WhatsApp কর্তৃপক্ষের কাছে জিজ্ঞেস এর পর ও কোন জবাব পাওয়া যায়নি।
কিন্তু আমরা যা জানি, WhatsApp অনেক দারুণ পারর্ফম করে এবং অনেক সিম্পল তবে এ এপ টি ব্যবহার এ মুল WhatsApp
এপ টি আনইনস্টল করতে হয়।

এখানে প্রশ্ন হচ্ছে, আসল এপ ছেড়ে নতুন এ এপ টিতে আমরা কি সুবিধা পাচ্ছি?
প্রথমে আমরা দেখব এপ টিতে নতুন ফীচার এবং ফাংশন সংযুক্ত করা হয়েছে।

■ দারুন সব থেমসঃ

WhatsApp প্লাস এর অন্যতম গুরুত্বপূর্ণ ফীচার (এবং যে কারনে এটি প্রথমে রয়েছে।) এতে থাকছে অভিনব এবং দারুণ সব থেমস সেলেকশন।যার দরুন আপনি পাচ্ছেন ইচ্ছেমত এসব নতুন থেম বাছাই করার সুবিধা।

৭০০টির ও বেশী সরাসরি WhatApp প্লাস এ ইন্সটল করা আছে এবং এগুলো একদম ফ্রী।আপনি এগুলোকে বিন্যাস করতে পারবেন By ডাওনলোডস, নাম, ভার্সন, এবং তারিখ অনুসারে।

■ নতুন ইমোটিকনঃ

যদি WhatsApp এর ইমো তে আপনার মন না ভরে তাহলে আপনার জন্যই এর নতুন সব ইমোটিকনস।আরও এড করা হয়েছে গুগল হ্যাং আউট এর স্মাইলি গুলো। 😀

নিচের ছবিতে দেখুন -

কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য এগুলো শুধুমাত্র WhatApp+ ইউজার রাই দেখতে পাবে।আপনি যদি এসব ইমোটিকন গুলো মুল বা ক্লাসিক WhatsApp এ পাঠান তাহলে তারা ইমো এর বদলে ? (Question) মার্ক দেখতে পাবে।

■ আপনার বর্তমান স্ট্যাটাস লুকোনঃ

WhatsApp+ এ এডভান্স ফীচার টি আপনাকে WhatsApp এ সুপ্ত অবস্থায় রাখবে।এক কথায় হাইড বা লুকোনো।

যাতে WhatsApp এ আপনার বর্তমান স্ট্যাটাস বা অবস্থান কেউ না দেখতে পারে।
সহজ ফাইল শেয়ারিং - ৫০+এম্বিঃ

মুল WhatsApp এ যা মাত্র ১৬এম্বি আপনি WhatsApp+ এ তা পাচ্ছেন ৫০+ এম্বি যা ছবি, সং এবং ভিডিও আকারে শেয়ার করতে পারবেন।

■ ইডিট করুন এপ্সটির আকার এবং সবকিছুর সেটিংসঃ  (আরও কিছু বিশেষ ফীচার)

√ Header মেনু কাস্টমাইজ
√ স্কিন মেনু
√ কালারস এডিটিং
√ ইমেজ সাইজ
√ কনট্যাক্ট সাইজ
√ পপ আপ নোটিফিকেশন সাইজ এবং
ইডিটেশন
√ ডিসেবলিং ফাংশনস (ভয়েজ নোট এবং এনিমেশনস)
√ ওইজগেট (Widget) কালার এবং সাইজ
√ WhatsApp আইকন কালার কাস্টমাইজেশন

আপনি যদি আপনার WhatApp এর লুক আপ এর দারুণ সব চেঞ্জ এবং কাস্টমাইজেশন আনতে চান!  এবং নোটিফিকেশন এবং ইমেজ সেন্ডিং এর মত ফাংশন গুলোতে আরও কন্ট্রোল আনতে চান তাহলে আপনার জন্য WhatsApp+ হবে সঠিক এবং বেস্ট এপ।

যেভাবে ইন্সটল করবেনঃ

■ পুরাতন WhatsApp > চ্যাট সেটিং থেকে বর্তমান কনভার্সেশন গুলোর একটি ব্যাকআপ নিন।

■ এখন নিচ থেকে এর এপিকে ফাইল টি ডাওনলোড করুন।

Download WhatsAPP New Face
Click Here to Download
Download: WhatsAPP Old Face
Click Here to Download

■ ইন্সটল করুন এবং ইনজয় করুন Plus ফীচার সমুহ।আর হ্যা ব্যাকআপ গুলো রিস্টোর অটোমেটিকাললি রিস্টোর নেবে।

কোন সমস্যার সম্মুখীন হলে আমাদের এ ঠিকানায় মেসেজ করুন।

তো কি ভাবছেন?
WhatsApp Plus এ মাইগ্রেশন করবেন নাকি WhatsApp এর ইমপ্রুভমেন্টের জন্য অপেক্ষা করবেন?

এরকম আরও দারুণ এপ্স আপডেট পেতে জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপঃ
এন্ড্রয়েড বিডি হেল্পলাইন গ্রুপ

বিঃদ্রঃ এ পোস্ট টি আগে আমার টেক সাইট WePost  এ করা হয়েছে। আরো টিউন পেতে ভিসিট করুন।

Tags: WhatsApp+ , WhatsAppPlus , WhatsApp , Whatsapp Plus , হোয়াটস এপ , হোয়াটস এপ প্লাস , WhatsApp প্লাস , WhatsApp বাংলা ,
WhatsApp Plus Download , WhatsApp Plus Apk Dowload , WhatsApp+ Apk Download , WhatsApp Plus Apk , WhatsApp+ Apk , WhatsApp Apk , WhatsApp Apk Download , WhatsApp Plus Free Apk Download , WhatsApp+ Free Apk Download

Level 0

আমি Farhaan Hridoy। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 32 টি টিউন ও 36 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Ekta Apps niya etogyla post na korlei noy ki???

Level 0

ধন্যবাদ। এয়ারটেলে Whats app এর মতো Whats app plus কি ফ্রি চলে?

@John_Milton:
এটি এ এপ টির নতুন ভার্সন নিয়ে। দেখলে বুঝতে পারবেন।
আপনার প্রচুর সমস্যা হলে ইগ্নোর করুন।

Level 0

Ami whats app+ v 6.70 user 😀

ভই link কাজ করেনা