সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগারের বিলুপ্তি আটকাতে এন্ড্রোয়েড গেম

সুন্দরবনে তেলের ট্যাংকার ডুবে সুন্দরবনের সমস্ত এলাকায় প্রায় আড়াই লাখ লিটার ফার্নেস অয়েল ছড়িয়ে পড়ছে। এতে পরিবেশবিদ গণ পরিবেশের মারাত্মক বিপর্যয়ের কথা বলছেন। স্বয়ং জাতিসংঘ উদ্বেগ জানিয়েছে। এ ঘটনা আমরা সবাই কম বেশি জানি।

এই পটভুমিকে কেন্দ্র করে গড়ে উঠেছে Tiger Rush গেমটি। গেমটির গল্পটি শুরু হয় আজ থেকে ৩০ বছর পরে সুন্দরবনে ভাগ্যক্রমে বেচে যাওয়া একটি মৌমাছি সদৃশ বাঘকে ঘিরে । গেমটির শুরুতে দেখা যায় বাঘটি নিজের পরিচয় দেয় যে সে সুন্দরবনের শেষ বেচে থাকা রয়্যাল বেঙ্গল টাইগার যে কিনা এত বছরের মিউটেশন এর কারণে উড়তে সক্ষম ,আর সুন্দরবন পরিণত হয়েছে একটি বিষাক্ত ,ধ্বংসপ্রাপ্ত ভুমিতে। যাতে আর কোন প্রানী জীবিত নেই। তাই সে তার জায়গা করে নিয়েছে আকাশে কিন্তু সেখানেও রয়েছে বিপদ,রয়েছে হিংস্র কিছু নীল পাখি,যাদের কাছ থেকে বাচানোই গেমার এর কাজ।গেমটির আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হল ভাসমান কিছু স্বর্ণের কয়েন সংগ্রহ করা যার উপর গেমারের স্কোর নির্ভর করে।

গেমের ডাউনলোড লিংক

এটি একটি এন্ডলেস রানিং ক্যাটাগরির গেম যার গ্রাফিক্স এবং সাউন্ড অত্যন্ত উন্নতমানের।তাই এখনি নামিয়ে ফেলুন গেমটি এবং বিলুপ্তির হাত থেকে বাঁচান সুন্দরবনের শেষ রয়্যাল বেঙ্গল টাইগারকে। গেমটি বানিয়েছে Lipdroid নামের একটি কোম্পানি।

Level 0

আমি রানা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 51 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

হা হা কাহিনি অসাধারণ দেখি ডাউনলোড করে 😀

হুম, কাহিনী জটিল!

Bad controller