এবার নিয়ে নিন অনেক কাজের একটি অ্যাপ Floating App এর লেটেস্ট বেস্ট ভার্সন একদম ফ্রীতে!!যে অ্যাপ আপনাকে মুগ্ধ করবেই!!

আসসালামু আলাইকুম।সবাই কেমন আছেন?আশা করি সবাই ভাল আছেন।আজ আপনাদের সাথে এমন একটি অ্যাপ শেয়ার করতে যাচ্ছি যেটি আপামর সবার কাছেই ভালোলাগবে।

আচ্ছা ধরুন আপনি ফেসবুক ব্রাউজ করছেন এখন আপনার ইচ্ছা হলো একটি ভিডিও গান দেখতে!ফ্লোটিং ভিডিও প্লেয়ার দিয়ে কাজটি করবেন ভাবছেন কিন্তু তাতে তো একটি ভিডিও ঈ ফ্লোটিং হবে!আপনার তো কয়েকটি একসাথে দরকার!
আবার ভিডিও গান দেখছেন ইচ্ছা হলো এর সাথে ফেসবুক নোটিফিকেশনগুলো চেক করতে!কিন্তু কিভাবে করবেন সেটা!বা ফেসবুক ব্রাউজ করতেছেন ইচ্ছা হলো একটু ইউটিউব বা Vimeo ও স্ট্রিমিং ও করা দরকার!কিন্তু দুটা একসাথে কিভাবে করবেন? বা অন্য কোন অ্যাপে আছেন কাউকে কল করা দরকার বা ক্যালকুলেটর এ হিসাব করাও দরকার!বা নোট সেভ করা বা ফ্লাশলাইট জালানো বা স্টপওয়াচ ব্যবহার করা দরকার বা ফাইল ব্রাউজ করা দরকার!অর্থাৎ একসাথে কয়েকটি কাজ করা দরকার।কিন্তু এতসব কাজ একসাথে! কিভাবে করবেন!!

এসমস্ত সমস্যার সমাধান রয়েছে ছোট্ট এই অ্যাপটিতে!!Floating করে আপনি এসব কাজ যেকোন জায়গা থেকেই খুব সহজে করতে পারবেন!যেসব ফিচার পয়েন্ট করা হয়েছে এসব ছাড়াও আরো অনেক ফিচার পাবেন এই একটি অ্যাপেই!!!
ছোট সাইজের একটি অ্যাপের মাঝে এত্ত ফিচার কিভাবে অ্যাড হলো তাই ভেবে পাইনা!! :p
.


অ্যাপটা বেশ আগের।অনেকেই ইতিমধ্যে অ্যাপটি ব্যবহার করেছেন যারা ইউজ করেননি বা অ্যাড ফ্রী ভার্সন খুঁজছেন তাদের সবার জন্যই আজ Floating Apps এর বেস্ট ভার্সনটিই নিয়ে এলাম।এখনি ডাউনলোড করে সংগ্রহে রেখে দিন।
.
ডাউনলোড লিংক: Click Here For Download
সাইজ:2.1 MB
.
ডাউনলোড করতে ডিফল্ট ব্রাউজার বা OPERA MINIবা Uc Browser দিয়ে লিংকে গিয়ে Download Now এর নীচের টিক তুলে দিয়ে সেই Download Now তে ক্লিক করবেন।দেন পরের পেজে Click HERE to Download এ ক্লিক করবেন।অপেরাই বেটার।

আজ এই পর্যন্তই।টিউন টি ভালোলাগলে শেয়ার করে দিতে ভুলবেন না।ধন্যবাদ সবাইকে।আমাদের সাথেই থাকুন।।

Level 0

আমি আশিকুর রহমান খান ইমন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 78 টি টিউন ও 47 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি খুব সাধারণ একজন মানুষ।আমি ছাত্র তাই নতুন ভাল কিছু শেখার প্রতি খুব ই ঝোঁক।নিজে যা জানি তা অন্যদের মাঝে শেয়ার করার মাঝে অবর্ণনীয় সুখ পাই।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস