ভূল করেও ডাউনলোড করবেন না Whats Gold App।।

যারা হোয়াইসঅ্যাপস ব্যবহার করেন তাদের জন্য একটি সতর্ক বাণী রয়েছে।একটি হ্যাকার চক্র হোয়াটসঅ্যাপস ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য লুটের উদ্দেশ্যে ‘গোল্ডঅ্যাপ’ নামে একটি হোয়াটসঅ্যপস এর অ্যাপস তৈরি করেছে। এই অ্যাপসটি ইনেষ্টল করে ফাঁদে পা দিবেন না। আর দিলেই কিন্তু সর্বনাশ!

আপনার অ্যান্ড্রয়েড ফোনে এই ‘গোল্ডঅ্যাপস’ ডাউনলোড করার সাথে যদি মেসেজ আসে আর ঔ মেসেজে থকবে বিজ্ঞাপন আর ঐ বিজ্ঞাপনের আড়ালে রয়েছে ডেটা চুরি করার ষড়যন্ত্র।আর আপনি যখন তাদের দেওয়া লিংকে ক্লিক করেন তাহলে আপনার ব্যক্তিগত সব ডেটা/তথ্য তাদের ওয়েব সাইটে চলেযাবে। তাদের ওয়েব সাইটের লিংক হচ্ছে- http://www.goldenversion.com। কিন্তু ভূল করেও এই কাজটি করবেন না আর করলেই পরবেন মহা বিপদে।

তাদের ভাষ্য অনুসারে এই অ্যাপসটি হোয়াটসঅ্যাপস এর একটি নতুন সংস্করণ।বিশ্বের অনেক সেলেবরা ব্যবহার করে থাকেন।এই অ্যাপসটির সুবিধা সম্পর্কে বলা থাকবে একই সাথে ১০০টি ছবি পাঠানো যাবে। এ ছাড়াও ভিডিও কলিং, ফ্রি কলিং এবং হোয়াসঅ্যাপস এর থিম পরিবর্তন করা যাবে। এই রকম কিছু লোভনীয় ফিচার্স থাকবে যে লোভে পা দিলেই আপনি পড়বেন বিপদে।

আগেই বলেছি যে, এই অ্যাপসটি ডাউনলোড করার সাথে সাথে আপনার সব ডেটা চলে যাবে হ্যাকরদের হাতে। তারা আপনার প্রতিটি পদক্ষেপে কড়া নজর রাখবে যে আপনি কখন তাদের দেওয়া লিংকে ক্লিক করেন। এই অ্যাপসটিতে এমন প্রোগ্রাম করা আছে যেটি আপনার সেটিতে ম্যালওয়্যার আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকবে ১০০% যে সুত্র ধরে হ্যাকারা আপনার ডেটা চুরি করবে।

আপনারা হওয়তো 'হোয়াটসঅ্যাপ প্লাস' এর নাম শুনেছেন এর আগেও।এটিও ছিল হ্যাকারদের ডেটা চুরি করার একটি ছক।

হোয়াটসঅ্যাপ এর নিজেস্ব ওয়েবসাইটে সতর্কতা হিসাবে বলেছিল যে ‘হোয়াটসঅ্যাপপ্লাস’ তাদের নিজেদের তৈরি নয়। এই অ্যাপসটি তাদের অনুমোদীতও নয়। এই অ্যাপে যে সোর্স কোড ব্যবহার করা হয়েছে তাতে ব্যক্তিগত ডেটা নিরাপত্তা সম্পর্কে হোয়াটসঅ্যাপ ১০০% নিরাপত্তা দিতে পারবে না।

ঐখানে বলা হয়েছিল এই অ্যাপসটি আন ইনেষ্টল করুন। এবং গুগল প্লে-ষ্টোর থেকে ডাউনলোড করার কথা বলা হয়েছে।

হোয়াটস অ্যাপস কখনো মেসেজের মাধ্যমে বিজ্ঞাপন দেয় না। এই তথ্যটি কর্তৃপক্ষ জানিয়েছেন।তারা ই-মেইল ছাড়া অন্যকোথাও গ্রাহকদের বার্তা প্রদান করে না।

সময় পেলে ঘুরে আসতে পারেন এই ওয়েবসাইট থেকে

Level 2

আমি রোহান বিশ্বাস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 91 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 5 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস