ইউটিউব পাগলারা কোথায় যান ? এইদিকে আসেন, এন্ড্রয়েড দিয়ে কিভাবে আপনার ইউটিউব ভিডিওর ভয়েজটাকে HD করবেন একবার দেখে যান।

আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো ভালো আছো নিশ্চই সবাই ভালো থাকেন এটাই আমি কামনা করি। বর্তমানে এন্ড্রয়েডের এই অগ্রগতি দেখে মাঝে মাঝে আমার মাথাডা হ্যাং হইয়া যায় কোথায় পিসি ছিলো আর কোথায় মোবাইল ছিলো, একটু ঠান্ডা মাথায় চিন্তা করে বলুন তো বিগত কয়েক বছরে এন্ড্রয়েড এর সফটওয়্যার বেশি ডেভেলপ হয়েছে না উইন্ডোজ সফটোয়্যার বেশি ডেভেলপ হয়েছে, জানি সবাই এক বাক্যে বলবেন এন্ড্রয়েড ডেভেলপ হয়েছে বেশী। এই যেমন ধরেন আজ আমি যে সফটওয়্যারটা আপনাদের সাথে শেয়ার করবো সেটা কিন্তু আগে পিসিতে ছিলো আর এখন এন্ড্রয়েডে। প্রফেশনাল ভিডিও এডিটর বলেন, অডিও এডিটর বলেন, ফটো এডিটর বলেন আরো যা আছে সবগুলোই কিন্ত এন্ড্রয়েডে চলে এসেছে প্রায় আগামীতে আরো কি আসবে সেটাই এখন দেখার বিষয়।আর আইফোনের কথা এখানে নাইবা বললাম। অনেক কথা বলে ফেললাম রে ভাই আর না বলেই বা টিউনে
সরাসরি যাই কেমনে, ২০০ শব্দ না হলেতো বেটারা টিউন পাবলিশ করতে দেয়না। এইবার কাজে যাওয়া যাক নাকি বলেন আপনারা? কিরে ভাই আপনারা কোন কথা কননা কেরে, ওহ হ আমারতো টিউন লেখা এখন শেষ হয়নি। আপনারা বলবেন কেমতে।আজকের বিষয় কিভাবে এন্ড্রয়েড দিয়ে যেকোনো ভয়েজ-  ভোকাল কে নরমাল থেকে HD করবেন। তো শুরু করা যাক।
প্রথমে এক নজরে সফটওয়্যার টির কিছু স্ক্রীনশট দেখে নিন।
তাতে কাজের সুবিধা হবে।

 

 

এবার নীচে দেয়া লিংক থেকে চটপট সফটওয়্যার
টি ডাউনলোড করে ফেলুন দেরি করবেননা কিন্তু Download Edjing Pro Hd Voice এবার এই Es explorer pro টিও ডাউনলোড করুন, কারণ এটা ছাড়া আপনি  HD
ফাইলটি আপনার সেটে সেভ করতে পারবেননা, এটা হলে সুবিধা হবে
Download Es Explorer pro এবার আসি আসল কাজ কিভাবে করবেন,যা বাবা এইটাতো এখানে লিখে বুঝানো জাবেনা তবে কি করবেন, আরে ভাই আমি আছিনা দেখুন কতো সহজ করে আপনাদের জন্যে ভিডিও টিউটোরিয়াল তৈরী করেছি। একেবারে পানির মতো। তারপরেও যদি না বুঝেন আমার আর কি করার আছে ভাই, আরে না ভাই আপনি টিউমেন্ট
করবেন আর আমি

সমাধান দেবো। আরেকটি কথা মানুষ মাত্রই ভুল তাই আমার ও ভুল ত্রুটি হতে পারে দয়া করে সেগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বিঃদ্রঃ একটি টিউন লিখতে যে কতোটা সময় ও কতটা ঘাটাঘাটি করতে হয়, তা কেবল যে টিউন লিখে সেই জানে। তাই বলছি দয়া করে টিউনটি কপি করবেননা। একান্তই যদি কপি করতে হয় তবে টিউনারের নাম ও টেকটিউনস এর লিংক উল্যেখ করবেন।  আর হ্যা টিউনটি যদি আপনার সামান্যতম কাজে লাগে দয়া করে আপনার ফেসবুক,টুইটার গুগল প্লাস এ শেয়ার করবেন। আজকের মতো এই পর্যন্তই। ইনশাআল্লাহ আবার দেখা হবে, কথা হবে পরের টিউনে খোদা হাফেজ,বাংলাদেশ জিন্দাবাদ। টেকটিউনস জিন্দাবাদ।

Level 1

আমি আমিনুর রহমান জিলু। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 84 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

প্রযুক্তিকে ভালোবাসি তাই জানতে চাই, জানাতে চাই।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস