হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য কিছু গোপন ট্রিকস !

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য কিছু গোপন ট্রিকস !

সামাজিক যোগাযোগ মাধ্যম হিসেবে হোয়াটস অ্যাপ সকলের কাছেই অনেক জনপ্রিয়। কারণ, এর মাধ্যমে সহজে, দ্রুত এবং ঝামেলা ছাড়াই বন্ধুদের কাছে বার্তা পাঠানো যায়। কিন্তু তার পরেও বেশ কিছু ট্রিক রয়েছে যা হয়ত এর ব্যবহারকারীরা জানেন না। তাই হোয়াটস অ্যাপের এসব গোপন কিছু ট্রিক আপনাদের দেয়া হলঃ

কনভার্সেশন এক্সপোর্ট করার জন্য কি করবেনঃ

প্রয়োজনীয় কোন কনভার্সেশন সেভ করে রাখতে হলে আপনি এটি এক্সপোর্ট করতে পারেন। এন্ড্রয়েড ব্যবহারকারীরা মেন্যুতে ক্লিক করে More>Email Chat এই অপশনে যান।

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য কিছু গোপন ট্রিকস !

নোটিফিকেশন কাস্টম করে রাখতে পারেনঃ

প্রত্যেকবার টেক্সট এলার্ট পেয়ে চেক করার চাইতে আপনি একবারে নোটিফিকেশন কাস্টম করে রাখতে পারেন। তাহলে কে আপনাকে টেক্সট করেছে তা দেখার জন্য ফোনের দিকে না তাকিয়েই কেবল শব্দ শুনেই আপনি বুঝে যেতে পারবেন। এন্ড্রয়েড ব্যবহারকারীরা মেনুতে যেয়ে View Contacts>Custom Notifications এ গিয়ে কাজটি করতে পারবেন।

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য কিছু গোপন ট্রিকস !

আপনি কার কার মেসেজ পড়লেন, তা কাউকে যদি জানাতে না চানঃ

এমনটি হতেই পারে যে আপনি কারো মেসেজ পড়লেন কিন্তু তাকে জানাতে চান না যে আপনি তার মেসেজটি পড়েছেন। তাহলে কি করবেন?

Settings>Account>Privacy এবং তারপর “Read Receipts” নামক বক্সটি আনচেক করুন। ব্যস, হয়ে গেল!

মেসেজ ডিটেইল যদি জানতে চানঃ

আপনার বন্ধু আপনাকে কি বার্তা পাঠিয়েছে, তা যদি ডিটেইলে জানতে চান তাহলে তার মেসেজটির ওপর একটি লং প্রেস করুন। তারপর মেসেজের ওপরের “Info” আইকনটিতে ক্লিক করে ডিটেইলস জেনে নিন।

এছাড়া হোয়াটসঅ্যাপ এর কিছু হিডেন ফিচার অথবা এমন ফিচার যা হোয়াটসঅ্যাপ এ নেই কিন্তু সেগুলো হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে আপনার সোশ্যাল কমিউনিকেশনকে আরো সহজ এবং উপভোগ্য করে তুলবে - এমন দুটি মডিফাইড হোয়াটসঅ্যাপ অ্যাপস নিম্মের লিংক থেকে ডাউনলোড করে ট্রাই করতে পারেনঃ

Level 0

আমি অ্যান্ড্রোপস অফিসিয়াল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস