চরম কিছু এক্সক্লুসিভ অ্যান্ড্রয়েড App যা আপনি আইফোনে পাবেন না

টিউন বিভাগ অ্যান্ড্রয়েড Apps
প্রকাশিত
জোসস করেছেন

আইফোন নাকি অ্যান্ড্রয়েড? এটি একটি চিরন্তন বির্তক।  বিগত এক যুগ ধরে দুনিয়াব্যাপী এই বির্তক চলে আসছে। অ্যান্ড্রয়েড এবং আইওএস, দুটো তার নিজস্ব বৈশিষ্টের জন্য আলাদা ভাবে জনপ্রিয়। তবে এ কথা বলা বাহুল্য যে আইফোনের থেকে অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মে ইউজার কাস্টমাইজেশন বেশি করা যায়। তাছাড়া রুটেড অ্যান্ড্রয়েড ডিভাইসে একটি জেলব্রোকেন আইফোনের থেকে বেশি কাস্টমাইজেশন করা সম্ভব। তবে যদিও আইওএস এবং অ্যান্ড্রয়েড প্লেস্টোরের এপপ একই পরিমাণে পাল্লা দিয়ে বেড়ে চলেছে কিন্তু কিছু কিছু দারুণ এপপ রয়েছে যা শুধুমাত্র অ্যান্ড্রয়েডেই পাবেন আপনি। সামনের কোনো একটি টিউনে আইওএস বনাম অ্যান্ড্রয়েড বিষয়ে নিয়ে বিস্তারিত আলোচনা করার ইচ্ছে রয়েছে। সেখানে আইফোন নাকি অ্যান্ড্রয়েড, এই বির্তক নিয়ে তুমুল আলোচনা এবং দুটি প্লাটফর্মের খুটিনাটি তুলে ধরার চেষ্টা করবো। তবে আজ আমি কিছু এপপ নিয়ে এসেছি যা শুধুমাত্র অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মে রয়েছে, আইফোনে নেই।

তো আসুন দেখে নেই কিছু এক্সক্লুসিভ অ্যান্ড্রয়েড এপপ যা আইওএস মার্কেটে নেই:

AirDroid:

Airdroid: লিস্টের প্রথমেই যে এপপটির কথা না বললেই নয় তা হলো AirDroid। এটি একটি ওয়েব বেইসড ক্লায়েন্ট যার সাহায্যে আপনি পিসির ব্রাউজার দিয়ে আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসের ফোনবুক, ফাইল কপি-পেষ্ট, মেসেজের রিপ্লে দেওয়া সহ অনেক কাজই করতে পারবেন। আর আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসটি যদি রুটেট হয় তাহলে অ্যান্ড্রয়েড ডিভাইসের স্ক্রিণ আপনি পিসিতে মিরর হিসেবে দেখতে পারবেন এবং কাজ করতে পারবেন।

Google Keep:

Google Keep: সারাদিনের আপনার গুরুত্বপূর্ণ কাজগুলো লিস্ট করে রাখার কাজে সাহায্য করবে গুগল কিপ। বাজারে অনেকগুলো নোট টেকিং এপপ থাকার পরেও গুগল কিপ তার চমৎকার ইউজার ইন্টারফেস এবং ইন্টারনেট বেইসড অটোমোশনের জন্য বেস্ট। এছাড়াও নোটসমূহের কালার কোডিং, পথে চলতে চলতে কথা বলার মাধ্যমে নোট ইটপুট দেওয়া সহ টাইম অনুযায়ী বা লোকেশন অনুযায়ী নোটগুলো রিমাইন্ডার দেওয়া ইত্যাদি চমৎকার সব ফিচার রয়েছে গুগল কিপ এপে। আর সবথেকে বড় কথা হলো এই এপপটি সম্পূর্ণ ফ্রি এবং এতে কোনো স্টোরেজ লিমিট দেওয়া হয় নি।

আইওএস প্ল্যাটফর্মে  TurboNote নামের Google Keep এর একটি আনঅফিসিয়াল এপপ রয়েছে, তবে এটা গুগল কিপের মতো সকল সুবিধা দিচ্ছে না।

Unclouded:

Unclouded: সহজ কথায় এটি একটি ক্ল্যাউড স্টোরেজ ডিক্স স্পেস এনালাইজার এপপ। গুগুল ড্রাইভ বা ড্রপবক্সের মাধ্যমে সাইন ইন করে আপনি এই এপের মাধ্যমে কতটুকু জায়গা ব্যবহার করেছেন তার বিস্তারিত হিসেব কষতে পারবেন। অতিরিক্ত ফাইলস, ডুপ্লিকেট ফাইলস ইত্যাদির সম্পর্কেও এই এপপ আপনাকে ধারণা দিবে। Unclouded একটি ফ্রি এপপ, তবে এর প্রিমিয়াম ফিচার উপভোগ করতে চাইলে  ১.৯৯ ডলার (১৬২ টাকা) দিয়ে সাবক্রিপশন করতে হবে।

এই জাতীয় এপপ আমি আইওএস দুনিয়াতে পাই নি, তবে আপনি যদি এরকম সমজাতীয় কোনো এপপসের খবর জেনে থাকেন তাহলে অবশ্যই তা টিউমেন্টে জানাতে ভুলবেন না।

DashClock Widget:

DashClock Widget: ডিভাইস কাস্টমাইজেশনের ক্ষেত্রে বরাবরই অ্যান্ড্রয়েড এগিয়ে রয়েছে আইওএসের থেকে। আর ডিভাইসের হোমস্ক্রিণ ও লকস্ক্রিণ কাস্টমাইজেশনের জন্য অ্যান্ড্রয়েডের DashClock এপপ হচ্ছে সর্বশ্রেষ্ঠ। DashClock এপের মাধ্যমে আপনি আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসের লকস্ক্রিণে বৈচিত্র আনতে পারবেন এবং আপনার ব্যক্তিত্ব ফুটিয়ে তুলতে পারবেন নিজস্ব কাস্টমাইজেশনের মাধ্যমে।

আর অন্যদিকে আইওএস ডিভাইসগুলোকে আপনি লকস্ক্রিণ কাস্টমাইজ করতে পারবেন না।

SwipePad:

SwipePad: মাল্টিটাস্কিং বিষয়টিকে সহজ করে দেওয়ার জন্য আপনি SwipePad ব্যবহার করতে পারেন। SwipePad একটি কুইক লাঞ্চ প্যাড এপপ, এটি আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসের ব্যাকগ্রাউন্ডে চলতে থাকবে এবং যখন আপনি ডিভাইসের স্ক্রিণের নির্দিষ্ট জায়গায় প্রেস করবেন তখনই এটি আপনার পছন্দের সব এপপস লিস্ট নিয়ে পপ আপ করবে। স্ক্রিণ থেকে আঙ্গুল না সরিয়েই আপনি দ্রুত মাল্টিটাস্কিং করতে পারবেন SwipePad এপের মাধ্যমে।

অন্যদিকে আইওএস ডিভাইসগুলোকে মাল্টিটাস্কিং করা যায় শুধুমাত্র হোম বাটনে ডাবল ট্যাপ করে।

ES File Explorer:

ES File Explorer: আইফোনে আরেকটি কাজ করা যায় না, তা হলো এর ফাইল সিস্টেমে ব্রাউজ করা। তবে জেলব্রোকেন আইওএস ডিভাইসগুলো তা সম্ভব কিন্তু সেখানে ‍সিকুরেটি নিয়ে অনেক বির্তক রয়েছে। আর অন্যদিকে অ্যান্ড্রয়েডের জন্য রয়েছে চমৎকার ফাইল ব্রাউজার ES File Explorer. এটি অনেকেই ব্যবহার করেন তাই এটি নিয়ে বলার তেমন কিছুই নেই। তবে এর একটি ফিচার হলো, রুট করা ছাড়াও ES File Explorer দিয়ে আপনি অ্যান্ড্রয়েড ডিভাইসের ফাইল সিস্টেমে ব্রাউজ করতে পারবেন।

Zikk:

Zikk: অ্যান্ড্রয়েড ডিভাইসগুলোর জন্য Zikk একটি অসাধারণ রিমোট এসিসটেন্স এপপ। দুটি অ্যান্ড্রয়েড ডিভাইসে Zikk ইন্সটল দিয়ে আপনি একটি ডিভাইস থেকে অন্য ডিভাইসের ডিসপ্লে সেটিং, ওয়াই ফাই সেটিং, লোকেশন সার্ভিস, ফোনবুকে একসেস সহ এপপ রিমুভ ও ইন্সটল দিতে পারবেন।

অন্যদিকে আইওএস ডিভাইসের জন্য Zikk জাতীয় কোনো এপপ নেই। তবে আপনার জানা থাকলে টিউমেন্টে লিখতে ভুলবেন না যেন।

Link Bubble:

Link Bubble: টুইটার কিংবা ফেসবুকে স্ক্রল করে যাবার সময় আমাদের অনেক সময় ওয়েব লিংকে ক্লিক করার প্রয়োজন পড়ে, কিন্তু লিংকে ক্লিক করলে আপনাকে টাইমলাইন থেকে ব্রাউজারে নিয়ে যায় আর পরবর্তীতে আগের টাইমলাইনের স্থানে ফিরে আশাকরিয়ে এই ঝামেলা থেকে মুক্তি দেবে। Link Bubble একটি ফ্রিওয়ার এপপ তবে এর প্রো সংস্করণের জন্য ৩.৯৯ ডলার (৩২৫ টাকা) পে করতে হবে।

অন্যদিকে আইওএস ডিভাইসগুলোর জন্য এরকম কোনো এপপস আমি খুঁজে পাই নি।

Tasker [Root] :

Tasker: রুটেড অ্যান্ড্রয়েড ডিভাইসে এপপস দিয়ে অনেক কিছুই করা যায় যা জেলব্রোকেন আইওএস ডিভাইসে সম্ভব নয়। এদের মধ্যে একটি হচ্ছে Tasker. Tasker এমন একটি এপপ যার মাধম্যে আপনি আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসের প্রায় সব অপশনগুলোই নিজের মতো করে সাজিয়ে নিতে পারবেন। যেমন পাওয়ার বাটনে তিনবার চাপ দিলে ফোন সাইলেন্ট মোড হবে, ওয়াই ফাইতে কানেক্ট হলে অটোমেটিক ক্যালেন্ডার এপপ চালু হবে, হেডফোন প্লাগ ইন করলেই মিউজিক এপপ চালু হবে ইত্যাদি ইত্যাদি। Taskter এপপ একটি পেইড এপপ যার মূল্য ২.৯৯ ডলার (২৪৩ টাকা)।

ওদিকে আইওএস ডিভাইসের জন্য Workfow নামের একটি সমজাতীয় এপপ রয়েছে তবে Tasker এর তুলনায় সেটির ফাংশন খুবই কম।

উপরের এপপসগুলো ছাড়াও গুগল প্লেস্টেশনে আরো অনেক ইউনিক ফিচারের এপপস রয়েছে  যেগুলো আইওএস মার্কেটে পাওয়া যায় না। সেগুলো সম্পর্কে আপনি জেনে থাকলে টিউমেন্টে তা লিখতে পারেন। আর টিউনে উল্লেখিত এপপসগুলো নিয়েও আপনি আপনার চিন্তা ভাবনা জানাতে পারেন।

টিউনটি পড়ার জন্য ধন্যবাদ।

Level 10

আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

যার কেউ নাই তার কম্পিউটার আছে!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই আইওসে গুগল কিপ আছে।