[root] Amplify দিয়ে ব্যাটারির ড্রেইন কমান [xposed]

এন্ড্রয়েডে ব্যাটারি যেন জাতীয় সমস্যা,যেন লেগেই থাকে। অনেকেই বলেন,দামী ফোন কিনেও শান্তি নাই-ব্যাটারি আগের মত ব্যাকাপ দেয় না। এজন্য বার বার ফোন ফ্ল্যাশ ও দিয়ে থাকেন ! Well,সমস্যা টা গুরুতর হলেও এর সমাধান অসম্ভব নয়। এজন্য দরকার ছোট একটু ট্রিক্স।

ব্যাটারি ড্রেইনিং কি?

সোজা কথায়,ব্যাটারির চার্জ খুব দ্রুত হারে কমা।মানে আপনি হটাত মোবাইল টা নিলেন,আর দেখলেন যে ৫ মিনিটের মাথায় ৩% শেষ! তখন মেজাজ কি আর ঠিক থাকে? আসলে ড্রেইনিং প্রায় সব মোবাইল এই হয়। তবে তা লিমিটের মধ্যে থাকে বলে বোঝা যায় না। আর আমাদের দেশি walton,symphony তে এগুলা হারে হারে টের পাওয়া যায়  😆

ড্রেইনিং এর মুল কারণ

ড্রেইনিং এর মুল কারণ হল background এ এপস চালু থাকা। মানে? বুঝি নাই

আরে,ধরুন আপনি আপনার এক বন্ধু কে বললেন যে বাইরে রাস্তা থেকে কালো বিড়াল ধরে আনতে,আপনার বন্ধু ঘন্টার পর ঘন্টা দারিয়ে থেকে বিড়াল ধরে আনল  :mrgreen: এটায় যে পরিশ্রম হয়েছে তা বলার অপেক্ষা রাখে না। তো আপনার ফোন কি করে? সেও আপনাকে নোটিফিকেশন দেওয়ার জন্য ঘন্টার পর ঘন্টা ব্যাকগ্রাউন্ড এ এক্টিভ থাকে।এতে, চার্জ কার খরচ করে ? আমার না আপনার?

কেন Amplify?

গুগোল প্লেস্টোরে এই background সমস্যার মানে ব্যাটারি সমস্যার জন্য অনেক বেশি এপস আছে। সত্য কথা বলতে গেলে,এগুলার মধ্যে ৯৯ ভাগ ই আপনাকে সত্যিকার অর্থে আগের মত ব্যাটারি দিতে পারবে না। কারণ এরা নিজেরাই ব্যাকগ্রাউন্ড এ এপস থামাতে থামাতে নিজেরাই ব্যাকগ্রাউন্ড এ থাকে  😛 মানে আপনি ওজন কমানোর জন্য ১ ঘন্টা হেটে,পিপাসায় কাতর হয়ে ১ লিটার পেপসি খেলেন  :mrgreen:

amplify এপ টা মুলত এই কাজটাই করে,তবে একটু ভিন্ন ভাবে। এটি এপের যে ব্যাকগ্রাউন্ড এর এলেমেন্টস গুলা কে টাইম অনুযায়ী সেট করে দেয়,মানে আগে অটোমেটিক এত সময় পর এপ ব্যাকগ্রাউন্ড এ এক্টিভ থাকত,এখন তার চায়ে অনেক পরে থাকবে। আর এর সবচেয়ে বড় সুবিধা হল,কয়েক ঘন্টা মোবাইল কে ফেলে রাখলেও প্রায় অনেক সময় ব্যাটারি চার্জ খরচ করে না,প্রায় সেম ই থাকে।

এখানে,মোবাইল টা প্রায় সাড়ে ৬ ঘন্টার মত পরে ছিল, ওয়াইফাই এবং বাকি এপস ও চালু ছিল। কিন্তু বিন্দু মাত্র চার্জ খরচ হয় নাই বললেই চলে।

Amplify Install

প্রথমেই বলে নেই, এই এপস টা একটা xposed module. তাই আপনাকে রুট করতেই হবে। রুট করতে না চাইলে পরের অংশ আপনার জন্য না।সরি ! আর রুট user হইলে আসেন,সিস্টাম টা শিখায়া দেই

প্রথমে xposed install করতে হবে। 4.0-4.4 পর্যন্ত user হলে এখানে ক্লিক করে install করুন।

5.0-6.0 পর্যন্ত হলে এখানে আর এখানে ডাউনলোড দিয়ে ইনস্টল দিন। 5.0-6.0 এর জিপ ফাইল টা রেকোভারি দিয়ে ফ্ল্যাশ করুন এরপর এখান থেকে amplify এর pro এপস টা ডাউনলোড দিয়ে,ইনস্টল দিন। এরপর xposed এর modules এ গিয়ে amplify এ টিক দিয়ে মোবাইল টা একবার রিবুট দিন। রিবুট এর পর amplify তে ঢুকুন। আর এখন শুরু হবে মেইন কাজ !  :mrgreen:

নিচের লেখা গুলো থেকে alarms,wakelocks আর services অনুযায়ী cataegory তে গিয়ে,লেখা গুলা serch দিন। যেমন,wakelock এ গিয়ে *net_scheduler* লিখে সার্চ দিন (সম্পূর্ণ লেখা লাগবে না,শুধু net লেখলেই এসে পরবে) সেখানে ভিতরে গিয়ে অফ কে অন করে 10800 বসিয়ে দিন (একেক টার একেক রকম সময় হয়) আর services এর ক্ষেত্রে এরকম সার্চ দিয়ে ডেনি দিলেই হবে।

বিঃদ্রঃ যদি কোনটা ফাইল সার্চ দেওয়ার পর ও না পাওয়া যায়,তখন সেটা বাদ দিলেও চলে।

তাহলে, শুরু করা যাক

Alarms

Alarms(Allow every 600 seconds)

  • com.android.internal.telephony.data-stall

Alarms(Allow every 1800 seconds)

  • com.oasisfeng.greenify.CLEAN_NOW

Alarms(Allow every 3600 seconds)

  • android.appwidget.action.APPWIDGET_UPDATE

Alarms(Allow every 7200 seconds)

  • android.content.syncmanager.SYNC_ALARM(delays sync)

Alarms(Allow every 10800 seconds)

  • android.net.ConnectivityService.action.PKT_CNT_SAM PLE_INTERVAL_ELAPSED
  • com.facebook.common.executors.WakingExecutorServic e.ACTION.ALARM.com.facebook.katana
  • com.google.android.apps.hangouts.CLEANUP_DB
  • com.pushbullet.android/.gcm.GcmFixReceiver
  • com.android.server.action.NETWORK_STATS_POLL
  • com.diune.pictures.intent.action.MEDIA_CHECK
  • LocationManagerService

Alarms[LOCATION](Allow every 41400 seconds)

  • ALARM_WAKEUP_LOCATOR(com.google.android.gms.nlp.AL ARM_WAKEUP_LOCATOR)
  • ALARM_WAKEUP_CACHE_UPDATER
  • ALARM_WAKEUP_BURST_COLLECTOR(com.google.android.gm s.nlp.ALARM_WAKEUP_BURST_COLLECTOR)
  • com.google.android.gms.location.fused.GPS_ALARM_BA LANCED_ACCURACY
  • ALARM_WAKEUP_ACTIVE_COLLECTOR
  • ALARM_WAKEUP_PASSIVE_COLLECTOR
  • ALARM_WAKEUP_BURST_COLLECTION_TRIGGER
  • com.google.android.intent.action.SEND_IDLE
  • ALARM_WAKEUP_ACTIVITY_DETECTION
  • com.google.android.location.reporting.ACTION_UPDAT E_WORLD

Alarms(Allow every 93600 seconds)

  • android.app.backup.intent.RUN
  • com.google.android.gms/.checkin.EventLogService$Receiver
  • com.google.android.gms/.checkinCheckinService%Receiver
Wakelocks

Wakelocks(Allow every 800 seconds)

  • WakefulIntentService[GCoreUlr-LocationReportingService]
  • RILJ
  • NetworkStats

Wakelocks(Allow every 3600 seconds)

  • WeatherUpdateService

Wakelocks(Allow every 10800 seconds)

  • SyncLoopWakeLock(delays sync)
  • *net_scheduler*
  • GCoreFlp
  • Icing
  • Wakeful StateMachine: GeofencerStateMachine
  • NfcService:mRoutingWakeLock
  • wake:com.pushbullet.android/.gcm.GcmService
  • SyncService(Package: Push Bullet)
  • ai(Package: Push Bullet)
  • ae(Package: Push Bullet)
  • AsyncService

Wakelocks(Allow every 41400 seconds)

  • NlpWakeLock
  • NlpCollectorWakeLock
  • LocationManagerService
  • Config Service Fetch

Wakelocks(Allow every 9999999 seconds)

  • *job*/com.facebook.katana/com.facebook.analytics2.logger.LollipopUploadServi ce
  • JobSchedulerHack-com.facebook.analytics2.logger.LollipopUploadServi ce
  • UploadServiceLogic-com.facebook.analytics2.logger.LollipopUploadServi ce
  • *job*/com.facebook.orca/com.facebook.bugreporter.scheduler.LollipopService (com.facebook.orca.Messenger)
  • *job*/com.facebook.katana/com.facebook.bugreporter.scheduler.LollipopService (com.facebook.katana.Facebook)
Services

Services(Block/Deny)

  • com.google.android.gms.analytics.AnalyticsService
  • com.google.android.gms/com.google.android.location.internal.GoogleLocatio nManagerService(Location Service)
  • com.android.gms.Feedback.FeedbackService(Breaks Play Games)
  • com.android.gms.ads.AdRequestBrokerService
  • com.google.android.gms/com.google.android.location.network.NetworkLocatio nService(Location Service)
  • com.google.android.location.geofencer.service.Geof encerProviderService(GPS Service)
  • com.google.android.gms/com.google.android.location.copresence.service.Pro ximitySettingInjectorService (location service)
  • com.facebook.katana/com.facebook.analytics.service.AnalyticsService
  • com.facebook.orca/com.facebook.analytics.service.AnalyticsService
  • com.android.cellbroadcastreceiver/.CellBroadcastAlertService
  • com.android.cellbroadcastreceiver/.CellBroadcastConfigService

আমি লোকেশন ব্যবহার করি না,তাই এগুলায় যেগুলা ব্যবহার করলে যা সমস্যা হবে,তা উল্লেখ করে দিলাম।লোকেশন ব্যবহার করতে চাইলে এগুলার ব্লক না করলেও হবে

Alarms(REGEX Blocking)

  • ALARM_WAKEUPxxxxx
  • CONTEXT_MANAGER_ALARM_WAKEUP_xxxxx

Procedure

    • Open Amplify.
    • Select Alarms from the menu.
    • Tap the list icon on the top right corner
    • Tap + button on top.
    • Add the following code to 'Enter Regex to match'
      Code:
      ALARM_WAKEUP[0-9]+
  • Set the interval to 9999999 seconds

ব্যাস,এতটুকুই। এরপর সেট টাকে একবার রিস্টার্ট মারেন এবং স্বাভাবিক হারে চালাতে থাকেন।কিছু দিন পর আপনি নিজেই টের পাবেন যে ব্যাটারি কত উন্নতি হয়েছে আগের চেয়ে। চাইলে power nap ও use করতে পারেন এর পাশাপাশি। তখন এই এপস কে whitelist এ রাখলেই হবে।কোন সমস্যা হলে ফেসবুকে আমাকে জানাতে পারেন

ফেসবুকে আমি

Level 0

আমি আয়মান শিহাব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

প্রিয় আয়মান শিহাব,

আমি টেকটিউনস কমিউনিটি ম্যানেজার, শোয়াইব,

টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করতে চাচ্ছি। টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করার জন্য http://techtun.es/2obSQxE লিংকটিতে ক্লিক করে আপনার সাথে যোগাযোগের প্রয়োজনীয় তথ্য সাবমিট করে আমাদের সাহায্য করবেন আশা করছি।

ছদ্ম ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact পরিহার করে আপনার প্রকৃত/আসল ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact দিন। যেহেতু টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করা হবে।

সাবমিট করার পর আমাদের এই ম্যাসেজের রিপ্লাই আপনার কাছ থেকে আশা করছি।

বিশেষ নোট: আপনি যদি পূর্বে আমাদের এই ম্যাসেজ পেয়ে ফর্মটি সাবমিট করে থাকেন তবে আর পুনরায় সাবমিট করার প্রয়োজন নেই। কিন্তু যদি আপনি এখনও আমাদের এই ফর্মটি পেয়ে সাবমিট করে না থাকেন তবে অবশ্যই এখনই সাবমিট করুন এবং সাবমিট করার পর অবশ্যই আমাদের এই ম্যাসেজের রিপ্লাই দিন।

ধন্যবাদ আপনাকে।

জী হ্যা,করেছি