Free Android Apps: অসাধারন কিছু ফ্রি Android Apps ডাউনলোড করুন আর উপভোগ করুন নতুন নতুন Apps.

ভয়াল ভূতের গল্প - Horror Story Bangla

ভূতের গল্প কিংবা ভৌতিক কাহিনী সবাইকেই একটু হলেও শরীর কাঁপানো অনুভূতি দেয়। আবার অনেকেই স্বেচ্ছায় কিছুটা ভয় পেতে পছন্দ করে। তবে এ ভয় নিয়ন্ত্রণের মধ্যে থাকতে হয়।

যাদের জীবনে রোমাঞ্চকর অভিজ্ঞতা কম, তারা সহ অনেকেই ভয়ংকর কোন ঘটনা বা গল্প পড়ে বা শুনে তার থ্রিলিং ভাব নিজের মধ্যে পেতে চায়। ভূতের গল্পে ভয় পেলেও তাই তারা এসব গল্প পড়ে থাকে।

ভূত আছে কি নেই সে তর্কে না গিয়ে অনেকেই স্রেফ থ্রিল ও রোমহর্ষক অনুভূতি পাবার জন্য হরর বা ভৌতিক গল্পগুলো পড়তে চায়। তাই WikiReZon টীম কিছু ভৌতিক গল্প সংকলন করে এই অ্যাপটি ডেভেলপ করেছে।

Download Link

 

পড়ালেখার মোক্ষম উপায়

আমরা সবাই ভাল ছাত্র/ছাত্রী হতে চাই, পরীক্ষায় ভাল ফলাফল করতে চাই, জব এক্সামে ভাল করে ভাল চাকরি পেতে চাই। কিন্তু সমস্যা একটাই। কিভাবে পড়ালেখা করলে সফলতা লাভ করা যায় সেটাই জানা নেই।

মেধাবী সবাই হতে চায়। কিন্তু মেধাবী হওয়ার শর্ত কী? কার্যকরী উপায় অবলম্বন না করে শুধু সারাদিন-সারারাত পড়ালেখা করলেই কি হয়? অনেকের তো পড়াই মনে থাকে না। সুতরাং, পড়ালেখার পাশাপাশি জানতে হয় এমন কিছু টেকনিক বা কৌশল যা আপনাকে সফলতার পথে অনেক দূর এগিয়ে দিতে পারে।

তাই WikiReZon টীম পড়ালেখার কার্যকর উপায় নিয়ে এই অ্যাপটি ডেভেলপ করেছে।

Download Link

 

এয়ারপোর্ট ট্যাক্স তালিকা 

যারা বিদেশ থেকে পণ্য আমদানি করেন, তাদের জন্য এয়ারপোর্ট ট্যাক্স ও শুল্ক তালিকা জানার গুরুত্ব অবশ্যই অনেক বেশি। শুল্কযুক্ত পণ্য ও শুল্কমুক্ত পণ্য সম্পর্কে সঠিক জ্ঞান না থাকার কারণে অনেক সময় দামী ও মূল্যবান পণ্যও বিমান বন্দরে ফেলে আসতে হয়। পণ্য ভিত্তিক আমদানি শুল্ক ও বিমানবন্দর কর তালিকা জানার গুরুত্ব তাই অনেক।

এ উদ্দেশ্যেই WikiReZon টীম বিদেশী পণ্যের এয়ারপোর্ট ট্যাক্স তালিকা ২০১৭ নিয়ে অ্যাপটি ডেভেলপ করেছে। অ্যাপটিতে এয়ারপোর্ট কাস্টমস এর সহজ নির্দেশিকা বর্ণনা করা হয়েছে।

Download Link

 

হাঁস রান্নার মজাদার রেসিপি

বসন্ত বা শীতে, হাঁসের মাংস খেতে
কে করেছে মানা, যদি রেসিপি থাকে জানা।

মনে করুন, কাউকে জিজ্ঞাসা করা হলো- “হাঁসের মাংস খেয়েছেন?” সবচেয়ে সম্ভাব্য উত্তর হবে- “না, এখনো তো খেয়ে দেখিনি।” ঠিক তাই। আমাদের অনেকেই কখনো হাঁসের মাংস খেয়ে দেখেননি। যারা শুধু চিকেন, বীফ বা মাটন আইটেম খেয়েছেন, কিন্তু এখনো হাঁসের কোন রেসিপি ট্রাই করেননি, তাদের উদ্দেশ্যে বলছি কী যে মিস করেছেন (আহা রে!) তা বলে বোঝানো যাবে না।

হাঁসের মাংস আসলেই খুব মজার। তবে সেটা যে না খেয়েছে তাকে বলে বোঝাতে পারব না। তবে হ্যাঁ, রান্না করে খেয়ে দেখলে আর কোন কথাই থাকে না। সুতরাং, আজই হাঁসের কোন একটি রেসিপি দেখে হাঁসের মাংস রান্না করে দেখুন। আশা করি হতাশ হবেন না। আর হ্যাঁ, একবার হাঁসের মাংসের মজা পেয়ে গেলে প্রায়ই খেতে ইচ্ছা করবে।

বাংলাদেশ ছাড়াও পৃথিবীর বিভিন্ন দেশে হাঁসের মাংস খাওয়া হয়। হাঁসের মাংস বিভিন্ন ভাবে রান্না করে বেশ মজা করে খাওয়া যায়। আস্ত হাঁসের কাবাব একটি ব্যাপক জনপ্রিয় ও পরিচিত খাদ্য।

এশিয়ার দেশগুলোর মধ্যে চীনে হাঁসের মাংস অনেক জনপ্রিয়। সাংহাইতে শুধু হাঁসের মাংসের জন্য অনেক রকম খাবারের দোকান রয়েছে। ডিশ চ্যানেলে বিদেশি রান্নার অনুষ্ঠানগুলোতে চাইনিজ হাঁসের কাবাব বানানো হয়তো কেউ দেখেও থাকতে পারেন। কেউ চীনের সাংহাই নগরীতে গেলে অবশ্যই হাঁসের কাবাব খেতে ভুলবেন না।

Download Link

 

সুস্বাদু ও লোভনীয় পিজা রেসিপি

পিজা রেসিপি না বলে লোভনীয় পিজ্জা রেসিপি বললেই বেশি মানায়। কারণ পিজ্জা কথাটা শুনলেই মনটা কেমন যেন করে উঠে। আর খেতে যে লোভ হয়, সে তো বলাই বাহুল্য। 😀 তাই ভোজন রসিকরা পিৎজা রেসিপি দেখলেই হয়ে উঠেন দ্বিগুণ আগ্রহী।

বাংলা খাবার রেসিপি তো অনেক দেখেছেন। বারবিকিউ রেসিপি, নাস্তা রেসিপি, টিফিন রেসিপি, ব্রেকফাস্ট ও লাঞ্চ রেসিপি, গ্রিল রেসিপি, নুডুলস, পাস্তা ও চাওমিন রেসিপি, চায়নিজ রেসিপি, চাইনিজ রেসিপি, স্যান্ডউইচ-বার্গার রেসিপি, কাপ কেক রেসিপি- কম বেশি সবাই ট্রাই করেছেন। রান্নার রেসিপি ঘাটতে ঘাটতে অনেক কিছুই জেনেছেন।

তবে যত রকম ফাস্টফুড (ফাষ্টফুড) রেসিপি আছে, পিজ্জা তার মধ্যে সবচেয়ে স্পেশাল রেসিপি। তাই যারা সহজ পিজা রেসিপি খুঁজছেন, তাদের জন্য ডেভেলপার টীম WikiReZon নানান স্বাদের পিজা রেসিপি দিয়ে এই অ্যাপটি সাজিয়েছে।

যারা সুস্বাদু পিজা বানানোর জন্য হন্যে হয়ে ঘুরছেন, তাদের জন্য এই অ্যাপটি একটি উপহার। তাই ঘরোয়া উপায়ে ঝটপট বানিয়ে নিন মজার মজার পিজা। এই অ্যাপে প্রায় সকল প্রকার পিজা রেসিপি পাওয়া যাবে।

Download Link 

 

নানান স্বাদের চা রেসিপি

মেহমানদারির জন্য চা রেসিপি জানা অতি গুরুত্বপূর্ণ একটি বিষয়। নানান স্বাদের চা রেসিপি যাদের জানা আছে, তারা সুস্বাদু চা পরিবেশন করে মেহমানকে সহজেই সন্তুষ্ট করতে পারেন।

সকালে বা বিকেলে হঠাৎ কোন অতিথি বাসায় চলে এলে সাধারণত চা –নাস্তা দিয়েই আপ্যায়ন করতে হয়। এছাড়া নিজেদের জন্য রকমারি চা তৈরি করতে হলেও বেস্ট চায়ের রেসিপি জানা জরুরি।

চায়ের উপকারিতা অনেক। যারা নিয়মিত চা খান, তারা অবশ্যই চা খাওয়ার উপকারিতা ও সুফল ভোগ করে থাকেন।

আজকাল কফি খাওয়ার প্রচলন বেশ বাড়লেও চা খাওয়া কিন্তু কমেনি। দিন দিন তাই হরেক রকম চা রেসিপি তৈরি হচ্ছে।

নানা রকম চায়ের গুনাগুন সম্পর্কে অনেক লেখা রয়েছে। যারা চায়ের স্বাস্থ্যগুণ ও চা পানের উপকারিতা সম্পর্কে জানেন, তারা নানান রকম চা রেসিপি ট্রাই করে থাকেন। নতুন নতুন চা এর রেসিপি পরখ করে দেখা যাদের নেশা, তাদের জন্য WikiReZon টীম এ অ্যাপটি ডেভেলপ করেছে।

Download Link

 

All Apps Download Link 

ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

Level 1

আমি সোহাগ হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 61 টি টিউন ও 10 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 11 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস