ডিএসএলআর এর মতো ছবি তুলুন গুগলের ক্যামেরা দিয়ে একদম লেটেস ভার্সন

আশা করি সবাই ভালো আছেন।
টেকটিউনসের সাথে থাকলে তো
সবাই আরো ভালো থাকে। আজকে
আপনাদের আমি দারুন একটি গুগলের ক্যামরা নিয়ে হাজির হয়েছি। মোট দুটি ক্যামরা লিংক দিবো
লেটেস ভার্সন এবং পুরাতুন ভার্সন এই দুটি আপনার মোবাইলের উপযোগী আরেক টা ভার্সন ও আছে
কিন্তু ঔটা নুগাটের জন্য তাই লিংক
দিলাম না। যে গুগলের এ এই ক্যামরা দিয়ে আপনি DSLR এর মতো চমৎকার ছবি তুলতে পারবেন। ব্যাকগ্রাউন্ড পুরো DSLR ক্যামেরার মমতো বুলুআর হবে আর গুগল মানে বোঝেন তো তাদের ভালো অ্যাপ রয়েছে ছবি তোলার জন্য। আমরা সবাই এন্ডয়েড মোবাইল ব্যবহার করি কিন্তু ক্যামরা কোয়ালিটি তো ভালো হয় না। ভালো কোম্পানি গুলো তাদের মোবাইলে ভালো মানের ক্যামরা দেয়। কিন্তু আমরা বেশির ভাগ লোক চায়না মোবাইল ব্যবহার করি কিন্তু ক্যামরা কোয়ালিটি ভালো হয় না। তাই আপনাদের মাঝে আজ আমি শেয়ার করতে বাধ্য হয়েছি গুগলের। এই অ্যাপটি যা আপনার মোবাইলের ক্যামরার দারুন লুক দিবে যে কোনো ছবি কে আগের থেকে দারুন কোয়ালিটি তে ছবি তুলতে পারবেন। তো আর বেশি কিছু বলবো না আপনার যদি ক্যামরা খারাপ হয়ে থাকে তাহলে গুগলের এই ক্যামরা টি দেখতে পারেন চমৎকার ছবি তুলতে পারবেন। নতুন টা ডাউনলোড লিংক এখানে
পুরানটা ডাউনলোড লিংক এখানে

Level 0

আমি জয়দেব বিশ্বাস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস