ফোনে এমবি নেই টপিক লিখতে পারছেন না তাহলে এই টিউনি আপনার জন্য না দেখলে মিস করবেন

আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন?
অাশা করি ভালোই আছেন। অার আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি।
তাই আমি আপনাদের জন্য আজকে একটি নতুন টিপস নিয়ে হাজির হয়েছি।
আজকের টিপসটি হলো একটি ভারচুয়াল এইচটিএমএল নোটপেড এডিটর নিয়ে।
তো আর কথা না বাড়িয়ে চলুন কাজে আসি।
প্রথমে এই লিংকে গিয়ে অ্যাপসটি ডাউনলোড করে নিন।
তারপর অ্যাপসটি ওপেন করলে এরকম একটা পেজ আসবে।

এখানে টপিক লিখার সব টুলস দেয়া আছে।

এখানে টপিক লিখে আপনার ফোনে সেভ করে রাখতে পারবেন।

সেভ করতে মেনু বাটনে ক্লিক করুন।

তারপর কোনো কিছু লিখে Ok দিন।
তারপর একটি ফাইল সিলেক্ত করুন যে ফাইলে ডক্যুমেন্টটা রাখবেন।

তারপর Ok দিন ফাইলে সেভ হয়ে যাবে।
পরে ডক্যুমেন্টটি পেতে অ্যাপে ঢুকে মেনু থেকে Open বাটনে গিয়ে ফাইল থেকে ডকুমেন্টটি ওপেন করুন। Screenshot এ দেয়া নিয়মে কোডটি কপি করুন।


এখন যেখানে টপিকটি পাবলিশ করবেন সেখানে গিয়ে কোডটি পেস্ট করুন।
কিছু কথা : পোষ্টটি পড়ার জন্য ধন্যবাদ। যদি কোনো প্রশ্ন থাকে টিউমেন্টে জানাবেন। টিউনি ভালো লাগলে প্লিজ শেয়ার করবেন। সবাই ভালো থাকুন। আমাদের পাশেই থাকুন। আসসালামু আলাইকুম ফোনে এমবি নেই টপিক লিখতে পারছেন না। তাহলে এই টিউনি আপনার জন্য (না দেখলে মিস করবেন)।

Level 1

আমি ইমন হোসাইন। , Chandpur। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I want to be success


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস