খাঁটি স্বর্ণ চেনা এবং ওজন মাপার নিয়ম শিখুন আরো সহজে!

টিউন বিভাগ অ্যান্ড্রয়েড Apps
প্রকাশিত
জোসস করেছেন

হ্যালো টেকটিউনস কমিউনিটি, কেমন আছেন সবাই? আশা করি সৃষ্টিকর্তার অশেষ কৃপায় সবাই ভালোই আছেন এবং টেকটিউনস প্রযুক্তির সাথে মেতে আছেন।

স্বর্ণ কি তা আমরা সকলেই চিনি এবং জানি। বিয়ে-শাদী বা বাঙ্গালী হিসেবে পরিবারেই কম-বেশি স্বর্ণের ব্যবহার রয়েছে। একারণে আমাদের সবাইকেই মোটামুটি স্বর্ণ কেনা-কাটা করতে হয় বিভিন্ন প্রয়োজনে। এ পযর্ন্ত সবকিছু ঠিক-ঠাক থাকলেও সমস্যা বাধে গিয়ে স্বর্ণ কিনতে গিয়ে। কারন অধিকাংশ লোক স্বর্ণের মাপার ধরন এবং মা
পার নিয়ম জানে না বলে স্বর্ণ বিক্রেতারা স্বর্ণের মোট দাম যা বলে তা-ই দিতে হয়। তাছাড়া অতি মূল্যবান ধাতু এই গহনা কেনার সময় এর বিশুদ্ধতা যাচাই করা নিয়েও থাকে ব্যাপক টেনশন। আর সেই সকল টেনশন ঝেড়ে ফেলতে আমি রকি দাস আপনাদের মাঝে শেয়ার করছি স্বর্ণের হিসাব-নিকাশ (Gold Converter BD) এই অ্যাপটি। যদি প্রশ্ন থাকে এই অ্যাপের মাধ্যমে কি কি করতে পারব বা অ্যাপের ফিচার কি তাহলে সোজা স্ক্রুল করে নিচে চলে যান আর ডাউনলোড করতে চাইলে জোরে একখান গুতা মারুন এই লিঙ্কে।

 

ওজন রূপান্তর

অ্যাপের এই ফিচারের মাধ্যমে স্বর্ণের ওজনকে গ্রাম, ভরি, আনা, রতি ও পয়েন্টে রূপান্তর করতে পারবেন। সহজ ভাষায় বললে, এই ফিচারের মাধ্যমে খুব সহজে এক ক্লিকের মাধ্যমে সোনা বা স্বর্ণের ওজনকে বিভিন্ন এককে (গ্রাম, ভরি, আনা, রতি এবং পয়েন্টে) রূপান্তর এবং দেশীয় পদ্ধতিতে স্বর্ণের হিসাব-নিকাশ করতে পারবেন। এই ফিচারের প্রয়োজনীয়তা সম্পর্কে আরো পরিস্কার করার জন্য একটা উদাহরণ দেওয়া যাকঃ

ধরুন, আপনার ভাই বিদেশে থাকে এবং আপনি তাকে ২ ভরি স্বর্ন পাঠাতে বললেন কিন্তু প্রবাসী ভাই যে দেশে থাকে সেখানে স্বর্ণের ওজন গ্রামে হিসাব হয়। তাই ২ ভরিতে স্বর্ণ কত গ্রাম হয় তা প্রবাসী ভাই জানে না বিধায় স্বর্ন কিনতে অসুবিধায় পড়তে হয় এবং সঠিক ওজন না জানার কারনে অনেক সময় ঠকে যাওয়ার আশংকা থাকে।

স্বর্ণের ক্রয়মূল্য

অসাধারণ এক ফিচার এটি। এই ফিচারের মাধ্যমে স্বর্নের ক্রয়কৃতমূল্য যাচাই করতে পারবেন অনায়াসেই। স্বর্নের মূল্য ভরিতে জানা থাকলেও যখন ভরি, আনা ও রতিসহ হিসাব করতে হয় তখন আমাদের সকলেরেই সেই হিসাব করতে একটু ঝামেলায় পড়তে হয়। বিষয়টা আরোও পষ্ট করার জন্য একটা উদাহরণ দেওয়া যাকঃ

ধরুন, জুয়েলার্সের দোকানে প্রতি ভরি ৪৪, ০০০ টাকা দরে মোট ২ ভরি ৩ আনা ৪ রতি ওজনের অলংকার কিনলেন। সেক্ষেত্রে জুয়েলার্সের বিক্রয়কর্মী ক্যালকুলেটরে হিসাব করে মুজুরি বাদে স্বর্ণের দাম ১, ০০, ০০০ টাকা জানাল কিন্তু প্রকৃত দাম হয় ৯৮, ০৮৩ টাকা (নিচের ছবিতে দেখুন)। যেহেতু আপনি স্বর্নের প্রকৃত দাম কত হয় তা জানেন না সেহেতু আপনাকে ১, ০০, ০০০ টাকায় দিতে হবে এবং আপনি নগদে (১, ০০, ০০০-৯৮, ০৮৩)=১, ৯১৭ টাকা ঠকে গেলেন।

স্বর্ণের বিক্রয়মূল্য

অ্যাপের এই ফিচারের মাধ্যমে এখন থেকে ক্রয়কৃত স্বর্ণের বিক্রয়মূল্য কত হতে পারে তা যাচাই করতে পারবেন। ২২ ক্যারেটের ৩ ভরি ২ আনা স্বর্ণের ক্রয়মূল্য ১, ৫০, ০০০ (মুজুরী বাদে) টাকা হলে সেই স্বর্ণ যখন বিক্রয় করবেন তখন সেই স্বর্নের বিক্রিতমূল্য হবে ১, ৩৭, ৫০০ টাকা (নিচের ছবিতে দেখুন)।

নোটঃ আমাদের দেশে সাধারণত স্বর্নের বিক্রিতমূল্য থেকে মুজুরী বাবদ কিছু টাকা কেটে রাখে। সেক্ষত্রে স্বর্নের বিক্রিতমূল্য ১, ০০০ থেকে ৩, ০০০ টাকা কম পাওয়া যাবে।

মূল্য তালিকা

আমার কাছে জোশ লাগছে সেই ফিচারটি। এই ফিচারের মাধ্যমে স্বর্ণের বাজার দরের সম্ভাব্য একটা ম্যাপ আপনার হাতে থাকবে। তবে একটা জিনিষ খেয়াল করলাম, মূল্য তালিকাটি স্বর্ণের শুদ্ধতার উপর ভিত্তি করে সম্ভাব্য ১৮ ক্যারট, ২০ ক্যারট, ২১ ক্যারট, ২২ ক্যারট, ২৪ ক্যারট স্বর্ণের দাম নির্ধারণ করে এবং প্রাইজটা যেহেতু নিজের ইনপুট দেওয়া লাগে তাই একটু বিরক্ত লাগে। আশা করি সামনের আপডেটে ইন্টারনেট থেকে স্বর্ণের কারেন্ট প্রাইজটা অটো সিঙ্ক করে নিবে। নিচের ছবিতে দেখুনঃ

 

এছাড়াও এই অ্যাপের মাধ্যমে আপনারা খাদের পরিমাণ যাচাই ও স্বর্ণের গুনগতমান যাচাই করতে পারবেন। আর ক্যাচাল করতে ভাল্লাগতাছে না। সামনে সময় পেলে এই বিষয়গুলোর বিস্তারিত লিখতে চেষ্টা করব। তাহলে নিচে ডাউনলোড লিঙ্ক দিয়ে লেজ গুটিয়ে আমি বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন।

ডাউনলোডঃ  প্লে স্টোর লিংক

 

শেষ কথা

সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার আজকের টিউন এখানেই শেষ করলাম। টিউনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা বুঝতে যদি কোন রকম সমস্যা হয় তাহলে আমাকে টিউমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। কারন আপনাদের যেকোন মতামত আমাকে সংশোধিত হতে এবং আরো ভালো মানের টিউন করতে উৎসাহিত করবে। সকলকেই ধন্যবাদ এত কষ্ট করে টিউনটি পড়ার জন্য।

Level 2

আমি রকি দাস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 17 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

শিখাতে নয় শিখতে এসেছি, জানাতে নয় জানতে এসেছি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস