আপনার এ্যানড্রোয়েড মোবাইল কে মডেম বানিয়ে পিসি থেকে ইন্টারনেট ব্যবহার করার পদ্ধতি। যারা জানেন না তাদের জন্য।

আসালামুআলাইকুম। সবাই কেমন আছেন। এটা টিটিতে আমার প্রথম টিউন যদি কোন ভুল হয় আমাকে ক্ষমা করে ধরিয়ে দিবেন আমি ঠিক করে দিব ইনসাল্লাহ।

 

যদি টিটিতে এই বিষয়ে পূরবে টিউন করে থাকেন তবে তার কাছে আমি প্রথমেই সেই টিউনার এর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি।

 

এবার আসল কথায় আসি। আমার অনেকেই নকিয়ার বিভিন্ন মডেলের ফোন দিয়ে পিসিতে নেট ইউস করি যে খানে আমাদের পিসি সুইট নামক একটা সফটওয়ার দরকার হয় কিন্তু এখন স্মারট ফোনের যুগ যার মধ্যে অ্যানড্রোয়েডের চালিত সেট গুলো অন্যতম। দামে কম হওয়া আমরা অনেকেই অ্যানড্রোয়েডের চালিত সেট ব্যবহার করি। ওনেক কোম্পানীই তাদের সেটের সাথে ড্রাইভার দেয় না ফলে আমরা ড্রাইভারের অভাবে ওনেকেই সেট দিয়ে পিসিতে নেট ব্যবহার করতে পারি না। তাই আমি আজ দেখাবো কি ভাবে এ্যানড্রোয়েড মোবাইল কে মডেম বানিয়ে পিসি থেকে ইন্টারনেট ব্যবহার করা যায় তার পদ্ধতি।

 

যা যা লাগবে।

 

1. 1টি এ্যানড্রোয়েড ডিভাইস

2. ডাটা ক্যবল

3. নেটি এ্যাকটিভেটেড সিম যে কোন অপারেটর

4. পিসি

 

এ্যানড্রোয়েড মোবাইল কে মডেম বানিয়ে পিসি থেকে ইন্টারনেট ব্যবহার করার পদ্ধতি।

 

1. USB Debugging Mode অন করুন। USB Debugging Mode অন করতে নিচের কমান্ডটি অনুসরন করুন।

 

Home/App drawer>Settings>Applications>Development> USB Debugging (Select) [USB Debugging এর ফাকা বক্সে টিক চিহ্ন দিয়ে সেলেক্ট করুন।]

 

 

2. মোবাইলের ডাটা কানকশন অরথাত সেটের নেট কানেকশন অন করুন (যদি ডুয়েল সিমের সেট হয় তবে যে সিমে নেটি এ্যাকটিভ করা সেই সিম দিয়ে নেট কানেক্ট করবেন) মোবাইলের নেট কানকশন অন করতে নিচের কমান্ডটি অনুসরন করুন

 

Home/App drawer>Settings>SIM Management>Data Connection>Select SIM [যদি ডুয়েল সিমের সেট হয় তবে যে সিমে নেটি এ্যাকটিভ করা সেই সিম দিয়ে নেট কানেক্ট করবেন।]

 

 

3. আপনার ডিভাইসকে ডাটা ক্যবলের মাধ্যমে পিসির সাথে কানেক্ট করুন।

 

4. USB Tethering অন করুন, অন করতে নিচের কমান্ড প্রয়োগ করুন।

 

Home/App drawer>Settings>Wireless & Networks>Tethering & portable hotspot>USB tethering (Select) [USB tethering এর ফাকা বক্সে টিক চিহ্ন দিয়ে সেলেক্ট করুন।

 

5. কিছুক্ষন অপেক্ষা করুন (30 সে.) আপনার পিসি এখন নেট ব্যবহারের জন্য প্রস্তুত। আপনি এখন নেট ব্যবহার করতে পারবেন আপনার পিসি থেকেই।

 

[যারা PD-Proxy ব্যবহার করেন তারাও এভাবে পিসি থেকে নেট ব্যবহার করতে পারবেন।]

 

যদি কোন সমস্যা হয় কমেন্টে যানান। আজ বিদায় নিচ্ছি আপনার সবাই ভাল থকেন।

Level 2

আমি Reaz Ul Islam। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 369 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

347 বার পঠিত No Comments

karo kaje laglo kina jante parlam na

Level 0

Vai amar set sony ericsson e10i.ekhane usb tethering option nei.

Level 0

jodi ekto sahajjo korten kivabe bluetooth diye net connect korbo.

    @rakibboss: ভাই অবশ্যই করবো আপনার মেইল আইডি টা দেয়ে রাখেন পেযে যাবেন। এক্সাম চলতেছে তো তাই টিটি তে খুব একটা আশা হয় না।

এন্ড্র্যয়েডে রুট ছাড়া ফ্রি নেট ইউজ করা যায় না। ভেরী স্যাড।

    @ফেরদৌস: ঠিক জানিনা তবে কিছু অ্যাপ আছে যা সুপার ইউজার পারমিশন চায় যার ফলে রুট প্রয়োজন।

Level 0

ken vai root korle ki mobiler khoti hoi?

    @rakibboss: রুট যদি সঠিক ভাবে না করতে পারেন তবে সেট ব্রিক (অকেজ) হতে পারি যদি CMW Recovery দেয়া থাকে তবে আপনি ষ্টক রমে ফেরত যেতে পারবেন না হলে সেই সেট ঠিক করা অনেক কষ্টকর। আর রুট করলে আপনি সেটের কোন ওয়ারেন্টি পাবেন না।

Level 0

vi hoise. thank u.

Level 0

আমার ট্যাবলেট টা 4.0.1ics তাই Please help me

ভাই, দারুন টিপস দিয়েছেন। অনেকদিন থেকেই চেষ্টা করছিলাম কিন্তু পারছিলাম না। এতদিন পিডিএ নেট ইউস করে নেট চালাতাম। কিন্তু এটা ফ্রি ভার্সন বিধায় ভালো কাজ করছিলনা। অবশেষে আপনার টিউন পড়ে দারুন সমাধান পেলাম।

ধন্যবাদ আপনাকে।