সনি এক্সপিরিয়া S/P/U/Sola এর বুথলোডার আনলক করুন সহজ এবং অফিসিয়াল পদ্ধতিতে

এন্ড্রয়েড মোবাইলের বুথলোডার এর নাম অনেকে শুনে থাকবেন ।  এটি এমন একটি প্রোগ্রাম  বা কনফিগ যেখানে ওএস বা অপারেটিং সিস্টেম সেলফ চেকিং হয়ে লোড বা ইনিশিয়াল এক্সিকিউটিং শুরু  হয় ।

যাই হউক শুরুতেই বলে নেই বুথলোডার আনলক করলে মোবাইলের ওয়ারেন্টি চলে যাবে ।  তাহলে প্রশ্ন থাকতে পারে কেন খামখা এই বুথলোডান আনলক করব :/

১। লকবুথ লোডার এর জন্য বিভিন্ন রম পাওয়া গেলেও অনেক সীমাবদ্ধতা থাকে । কিন্তু বুথলোডার আনলক করা থাকলে আপনি
ইচ্ছা মত রম এবং কার্নেল দিতে পারবেন । যেমন সায়ানমডজেন ।

২। বুথলোডার আনলক করা থাকলে আপনি যদি প্রিরুটেড কাস্টম কার্নেল ইউস করেন তবে রুট নিয়ে আর আপনাকে
চিন্তা না করলেও হবে । কারন আপনি নতুন যেকোন ফার্মওয়ার আপডেট দেন না কেন আপনাকে বার বার রুট করতে
হবে না । কারন আপনার কার্নেল ত রুটেড 🙂

৩। আপনি ওডার ক্লকিং করতে পারবেন । মানে ১ গিগাহার্জ প্রসেসর হলে ওভার ক্লকিং করে ১.২~১.৪ পর্যন্ত বাড়াতে পারবেন ।

৪। অনেক থার্ড পার্টি অ্যাপস ইউস করতে পারবেন যেগুলা করতে অবশ্যয় বুথলোডার আনলক থাকতে হয় ।

আমার এই পদ্ধতিতে মূলত sony Xperia S/P/USola সেট গুলার বুথলোডার আনলক করা যাবে । এর ভেতর এক্সপিরিয়া S/U
এর বুথলোডার এই পদ্ধতিতে আনলক করে দেখেছি 🙂

যেহেতু পুরা প্রসেস সতর্কতার সাথে করতে হবে তাই আনলক করতে যেয়ে সেটের কোন ক্ষতি হলে আমার কোন দায়দায়িত্ব থাকবেনা ।

চলুন এবার বুথলোডার আনলক করা যাক 😀

আশা করি আপনার মোবাইল আগে থেকেই রুট করা আছে এবার বুথলোডার আনলক করার আগে আপনাকে *#06# চেপে আইএমইআই নাম্বার নোট করে রাখুন । এবং সেটে  *#*#7378423#*#* প্রেস করে
Service info > Configuration > Rooting Status এ যেয়ে দেখুন আপনার বুথলোডার আনলক করা যাবে নাকি ।

এবার মূল কাজে আসি ।

১। প্রথমে আপনাকে ফ্লাশ টুলস নামাতে হবে

Download Flashtool Windows Edition v 0.9.10.1

ডাউনলোড লিঙ্ক

এর চেয়ে ভাল মিরর আমি আর পায় নাই । যদি কেউ পান তবে লিঙ্ক দিয়ে দিয়েন ।  আর এটা যেহেতু ডেভেলপার্স সাইট থেকে নেওয়া অন্তত তাদের কাজের মূল্যায়ন স্বরূপ কস্ট করে হলেও
উচিত এখান থেকে নামানো । আর আপনি অন্য যেকোন জায়গা থেকে এটা নামাতে পারেন বা যদি আগে থেকেই থাকে তাহলে ত কথায় নাই ।

২। ইন্সটল করুন ফ্লাসটুলস

৩। এবার এই ধাপে ড্রাইভার ইন্সটল করতে হবে । এজন্য এই ধাপ অনেক গুরুত্বপুর্ন । ফ্লাশটুলস এর ড্রাইভার ফোল্ডার এ যান । (ex: C:\Program Files\Flashtool\drivers)
এবং Flashtool-drivers.exe ইন্সটল করেন । ইন্সটল এর এক পর্যায় দেখতে পাবেন সেট মডেল চাইবে এবং মার্ক করতে বলবে ।
(select your device drivers and Flashmod drivers and Fastboot Drivers) দিয়ে ইন্সটল করুন । যদি সাকসেস না হয় আবার চেস্টা করুন ।
কারন ড্রাইভার ঠিক মন ইন্সটল না হলে পরের ধাপের কাজ করা সম্ভব না । তার পর পিসি অবশ্যয় রিস্টার্ট করুন ।

৪। এবার মোবাইল এর ইউএসবি ডিবাগিং অন করে পিসি এর সাথে কানেক্ট করুন । ( ড্রাইভার পেতে থাকলে ওয়েট করুন )
ফ্লাশটুলস অন করুন । যদি আপনি ড্রাইভার ঠিক ঠাক সেটাপ দিয়ে থাকেন তবে আপনার সেটের স্ট্যাটাস ফ্লাসটুলস এ আসবে যেমন সেট রুটেড কিনা , মডেল , বিজিবক্স ইত্যাদি ।

এবার Plugins>Bootloader Unlock>Run

৫। একটা উইন্ডো বক্স ওপেন হবে । ( সেই অবস্থায় রেখে দিন  )  এবার সেট ডিসকানেক্ট করে সেট এর পাওয়ার অফ করে ৫ সেকেন্ড ওয়েট করেন । তার পর ভলিউম ডাউন বাটন চেপে ধরে
রাখা অবস্থায় ইউএসবি কানেক্ট করেন । ( ড্রাইভার ইন্সটলের জন্য প্রথম বার নাও হতে পারে । সেক্ষেত্রে ৪ নাম্বার থেকে আবার করুন ) দেখবেন ফ্লাশ শুরু হবে ১০০% পর্যন্ত ওয়েট করেন ।

 

৬। আর একটি উইন্ডো ওপেন হবে ( কাটবেন না ) ক্যাবল থেকে সেট ডিসকানেক্ট করুন । ( অন করবেন না সেট ) এবার ফ্লাসবুথ মুডে অন করতে হবে সেট । সেজন্য
ভলিউম আপ বাটন চেপে ধরুন এবং চেপে ধরা অবস্থায় ক্যাবল লাগান ।

 

৭। এবার আর একটা উইন্ডো ওপেন হবে । যেহেতু আমার বুথলোডার আনলক তাই স্কীনশট দিতে পারছি না । সেখানে আপনার আইএমইআই নাম্বার দেখতে পারবেন । আগে যেখেনে  নোট করে রেখেছিলেন মিলিয়ে দেখুন । ( খুব সম্ভব লাস্ট ডিজিট নাও থাকতে পারে । ) এটা কপি করুন ।

 

৮। Go to this Address: http://unlockbootloader.sonymobile.com/unlock/step1
ক্লিক অন  ‘Yes,I’m Sure’. Chek tow boxes. Then click on ‘I accept’.

আপনার নাম , আইএমইআই নাম্বার যেটা কপি করেছিলেন এবং ইমেল আইডি দিয়ে এন্টার দিন । (maybe you need to remove last number of IMEI).

৯।  এবার আপনি সনি থেকে একটা ইমেল পাবেন যেখানে আনলক কোড আছে সেটা কপি করুন ।

১০। এবার ফ্লাশ টুলস এর যে বক্স ওপেন হয়েছিল সেটায় আনলোক কোড দিয়ে আনলক এ ক্লিক করুন । সেট রিসেট হবে এবং কিছুটা সময় দিয়ে ওপেন
হবে । সব কিছু ঠিক ঠাক ভাবে করলে আপ্ননি আপনার বুথলোডার আনলক হিসাবেই পাবেন । 🙂

আপনি CWM দিয়ে কাস্টম কার্নেল দিতে পারেন বা ফ্লাশটুলস দিয়েও এবার কাস্টম কার্নেল দিতে পারবেন । পুরা জিনিসটা একটু লেন্থদি তাই সতর্কতার সাথে করিবেন । এটা করতে আগে থেকেই রুট একসেস থাকা লাগবে । কাস্টম কার্নেল দেওয়ার জন্য একটা পোস্ট দেওয়ার ইচ্ছা আছে 🙂

 

** যে কেউ খুশি পোস্ট কপি করতে পারেন তবে সাথে আমার নামটা অন্তত কপি কইরেন । 😀 **

Level 0

আমি ফাইয়াদ ইফতিখার রাফী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 199 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এইটা সবসময় কাজ করেনা! বিশেষ করে Xperia U এর জন্য এইটা কক্ষনই কাজ করবেনা যদি না আপনার সেট আগে থেকে রুট করা থাকে! আর Busybox সেট এ ইন্সটল করা না থাকলে এই পদ্ধতিতে বুটলোডার আনলক করা যায়না! Xperia যে কোন সেট এর বুটলোডার আনলক এর সবচেয়ে সহজ পদ্ধতি হল fastboot কমান্ড দিয়ে আনলক করা!

ভাই রে !!!!! :'( কষ্টের কথা আর কি বলব, বহু চেষ্টা করেও আমার মরার symphony w 30 টা রুট করতে পারলাম না DDD: superoneclick, unlockroot, runme.bat সব ট্রাই করসি, কিন্তু হইল না …… unlockroot e “failed to get shell root!” লেখা আসে, superoneclick এ ৭ no স্টেপ এ আটকে যায়, এই মরাটারে রুট করার কি কোনই উপায় নাই ????? এক্সপার্ট রুটারদের কাছে আকুল আবেদন, পিলিজ লাগে একটা ব্যাবস্থা করেন :'(

    @TRANSFORMER: আপনার উপরে নজরদারি রাখলাম! ৩০ তারিখের পর এক ফ্রেন্ডের চিম্পুনি w30 রুট করুম! তখন করতে পারলে আপনারে জানামুনে টিউন মাইরা! 😀

live with wlkm ar bootloader unlock ar system ta dan