আপডেট করুন আপনার Samsung Galaxy Tab 2 GT-P31XX কে Jelly Bean 4.2.2 তে

সুপ্রিয়  টিউনার  ভাইয়েরা  সবাইকে  শুভেচ্ছা  ও  ভালবাসা  জানিয়ে  শুরু  করছি  আমার  ৭ম  টিউন । আগের  বেশির ভাগ  টিউন  উইন্ডোজ  নিয়ে  করলেও  আজকের  টিউন  অ্যান্ড্রয়েড  ব্যবহার  কারিদের  জন্য  , আরও  ভালভাবে  বলতে  গেলে   Samsung Galaxy Tab 2 GT-P31xx  ব্যবহার  কারিদের  জন্য ।

যারা  custom ROM থেকে  stocked  firmware এ  ফেরত  আসতে  চান  বা  যারা  root  করে  warranty  নষ্ট  করেছেন  তারাও  warranty  ফেরত  পাবেন  কারন  এতে  আপনার  ডিভাইস  আবার  unroot  অবস্থায়  ফেরত  আসবে ।

আমার  এই  টিউনে  Samsung Galaxy Tab 2 GT-P 3100  এই  মডেলটি  ব্যবহার  করে   পদ্ধতিটি  বিস্তৃত  ভাবে  বর্ণনা  করা  হয়েছে ।

তবে  যারা  Samsung Galaxy Tab 2 GT-P 3110  তাদের  জন্য   পদ্ধতিটি   ৯৮ %  একই  রকম ।  তাহলে  আসুন  মূল  বিষয়ে  প্রবেশ  করা যাক 

 Samsung Galaxy Tab 2  কে  Jelly Bean 4.2.2  তে  আপডেট  করতে  হলে  যা  যা  লাগবে ।

১.  Samsung Galaxy Tab 2  GT-P 3100/P 3110  ডিভাইস ।

২.  Samsung  Kies

৩.  Odin

৪. আপনার  ডিভাইস  মডেল  অনুযায়ী  অফিসিয়াল  ফার্মঅয়ার ।

প্রথমেই  ডাউনলোড  করে  নিন  Samsung  Kies  এখান  থেকে ।  Samsung  Kies   ইন্সটল  করার  একমাত্র  উদ্দেশ্য  হল  আপানার  ট্যাবের  জন্য  প্রয়োজনীয়  ড্রাইভার  ইন্সটল  করা ।

দ্বিতীয়  ধাপে  ডাউনলোড  করুন  Odin  এখান  থেকে ।  Odin এর  ম্যাক  ভার্শন  আছে  কিনা  জানি  না   তাই  আপাতত  উইন্ডোজ  ব্যবহার কারিরা  এর  সুফল  ভোগ  করতে  পারবেন ।

তৃতীয়  ধাপে  আপনার  ডিভাইস  মডেল  অনুযায়ী  অফিসিয়াল  ফার্মঅয়ার  ডাউনলোড  করুন  ।

  Samsung Galaxy Tab 2 GT-P 3100        Samsung Galaxy Tab 2 GT-P 3110

আপাতত  GT-P 3100  এর  French  varient  এবং  GT-P 3110  এর  United  Kingdom  varient   ডাউনলোড  করা  যাচ্ছে  । এশিয়ার  জন্য  এখনও  পর্যন্ত  কোনো  আপডেট  আসেনি ।

এবার  আপনি  আপনার  Samsung Galaxy Tab 2 GT-P 31xx  কে  Jelly Bean 4.2.2  তে  আপডেট  করার  জন্য  তৈরি ।

প্রথম  ধাপে  ডাউনলোড  করা  Samsung  Kies  ইন্সটল  করুন  ।  ইন্সটলেসন  উইন্ডোতে  আসা  নির্দেশ  অনুসরন  করে    Kies  ইন্সটল  করুন।  নিচের  স্ক্রিনশট  দেখুন   এবং  এইরকম  উইন্ডো  আসলে  টিক  বক্স  চেক  করে  next  ট্যাবে  ক্লিক  করুন।

এবার  দ্বিতীয়  ধাপে  ডাউনলোড  করা  Odin3-v1.85_3.zip  ফাইলটি  extract করুন  winrar বা  7zip   ব্যবহার  করে ।

তৃতীয়  ধাপে  আপনার  ডিভাইস  মডেল  অনুযায়ী  ডাউনলোড  করা   অফিসিয়াল  ফার্মঅয়ার   ফাইলটি  extract করুন  winrar বা  7zip   ব্যবহার  করে । করলে  P3100XXDMG6_P3100OXADMG6_P3100XXDMG6_HOME.tar.md5  নামে  একটি  ফাইল  পাবেন ।

শেষ  ধাপ  আপনার  ডিভাইসটি  যেন  ৮০% এর  বেশি  চার্জ  থাকে  সেদিকে  খেয়াল  রাখবেন , ইন্সটল  চলাকালিন  ব্যাটারি  শেষ  হলে  আপনার  সাধের  ট্যাব  কিন্তু  ব্রিকড  হয়ে  যেতে  পারে ।

১.  আপনার  সমস্ত  ডাটার  ব্যাকআপ  নেবেন  সবার  প্রথমেই ।

২.  এবার  SETTINGS  এ  গিয়ে  USB  DEBUGGING   enable  korun .

SETTINGS>> DEVELOPER OPTION >> USB  DEBUGGING   নিচের  স্ক্রিনশট  টি  দেখুন

৩. এবার  ট্যাবটির POWER BUTTON + VOLUME DOWN  BUTTON  একসাথে  চেপে  ধরুন  এতে  আপনার  ডিভাইস   স্ক্রিন  নিচের  মত  আসবে

এবার  VOLUME UP  BUTTON  চাপলে  নিচের  মত  আসবে  এবং আপনার  ডিভাইস  ডাউনলোড  মোডে  আসবে

এবার  Odin3 v1.85.exe  ফাইলটি  Administrator Moode run  করান ও Data Cable   দিয়ে  ট্যাবটি  পিসির  সাথে  connect  করুন ।

Connection  ঠিক  ভাবে  হলে  নিচের  মত  দেখাবে  এবং  মেসেজ  বক্সে  Added!!  দেখাবে

এবার  PDA  ট্যাবে  ক্লিক  করুন  ও   P3100XXDMG6_P3100OXADMG6_P3100XXDMG6_HOME.tar.md5   নামের  ফাইলটির   Path  সিলেক্ট  করুন ।

ইন্সটল  শুরু  হলে  আপনার  ট্যাবের  স্ক্রিনটি  নিচের  মত  দেখাবে  ও  ইন্সটল  progress দেখাবে

সব  ঠিক  হলে  নিচের  মত  pass  মেসেজ  আসবে ।

এবার  আপনি  আপনার  ডিভাইস  Disconnect  করে  দিতে  পারেন ।

অনেক  ক্ষেত্রে  দেখা  যেতে  পারে    pass  মেসেজ  আসলেও  ডিভাইস  বারবার  Restart  নেয়  সেক্ষেত্রে  POWER BUTTON + VOLUME UP  BUTTON   একসাথে  চেপে  ধরুন  ও  Samsung Galaxy Tab 2  লোগো  স্ক্রিনে  দেখা  গেলে  POWER BUTTON  ছেড়ে দিন  কিন্তু  VOLUME UP  BUTTON  চেপে  রাখুন  যতক্ষণ  না  ডিভাইস  Recover  Mode  এ  প্রবেশ  করে ।

Recover  Mode  এ  প্রবেশ  করার  পরে  VOLUME DOWN  BUTTON   দিয়ে  wipe data/factory reset  হাইলাইট  করুন  ও  POWER  BUTTON  দিয়ে  সিলেক্ট  করুন , এরপর  Yes --  delet all user data  হাইলাইট  করুন  ও  POWER  BUTTON  দিয়ে  সিলেক্ট  করুন ।  কিছুক্ষনের  মধ্যে  Reset  শেষ  হলে  Reboot  নেবে ।

আপডেট  করার  পরে  আমার  নিজের  ট্যাব  GT-P 3100.  

উপরের পদ্ধতিটি আমার পরীক্ষিত। তবু যা করবেন নিজ দায়িত্বে করবেন।

আমার  আগের  টিউন  দেখতে  এখানে  ক্লিক  করুন  

  ভাল  লাগলে  বা  কোন  সমস্যা   হলে  কমেন্ট  করবেন । ফেসবুকে  আমি  

আমি nirjharmistry। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 59 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

My 3100 Odin Flash Fail. Now Soft Brick. no download mode. no recovery. but conect woth odin. how can solve my problem?

ঠিক ফার্মওয়ার ডাউনলোড করেছিলেন কি??? অন্ন USB PORT ব্যবহার করে চেষ্টা করুন । POWER + VOLUME DOWN
তাতেও না হলে স্টক ফার্মওয়্যার দিয়ে চেষ্টা করুন ।http://www.hotfile.com/dl/199780911/c0912ae/P3100DDCMC1_P3100ODDCMC1_TML.zip.html

Level 0

i am install this soft ….i dont like this ….i want back my old phone…i have Galaxy Grand Duos GT-I9082….. Android 4.1.2 jelly Bean…..

please help me …email me

    @oviroy: টিউনের প্রথমে বলা হয়েছে এইটি শুধুমাত্র Samsung Galaxy Tab 2 GT-P31xx ব্যবহার কারিদের জন্য । আপনি Galaxy Grand Duos GT-I9082 তাহলে কেন করলেন ।

Level 0

আমার ফোন টা GT-S6012 (GALAXY MUSIC DUOS), কিভাবে জেলি বিন করবো। প্লীজ হেল্প করুন

Level 0

আমি GT-S6012 (GALAXY MUSIC DUOS) এর জেলি বিন এর রম টা পাচ্ছি না, কোথায় পাবো ?

    @bisukgp: GT-S6012 দক্ষিন পূর্ব এশিয়ার কিছু দেশে বাজারজাত করা হলেও বর্তমানে এর প্রোডাকশন বন্ধ তাই জেলিবিন ৪.২ পাওয়া যাবে কিনা সেবিষয়ে কোন নিশ্চয়তা নেই ।

      Level 0

      @nirjharmistrজাচ্ছে।সেকি!!!!!!!!!!!!!!!!!!!!! তবে কি এটা কিনে ভুল করলাম?

        @bisukgp: কিনে যখন ফেলেছেন তাহলে ত কিছু করার নেই । কাস্টম রম ব্যবহার করতে পারেন

          Level 0

          @nirjharmistry: এর কাস্টম রম কোথায় পাবো?

Level 0

ধন্যবাদ, উত্তর দেওয়ার জন্য। আমি এই লিঙ্ক থেকে ৪ বার চেষ্টা করেছি কিন্তু ৭০ থেকে ৮০ % ডাউনলোড হয়ে থেমে যাচ্ছে।

    @bisukgp: ভাই আপাতত এই লিঙ্কটাই পেলাম । তাহলে আপনাকে অপেক্ষা করতে হবে আমি ডাউনলোড করে অন্য কোন সাইটএ আপলোড করে দেব

      Level 0

      @nirjharmistry: আপনি দিন আর নাই দিন, তবুও আপনাকে অনেক অনেক ধন্যবাদ। কারন অনেক বার এই প্রশ্নটা করেছি, কেউ কখন কোন উত্তর দেয়নি। আপনি যে reply দিচ্ছেন এতেই আমি খুশি, ভালো থাকুন।

        ভাই আমি আজ রাতেই দেওয়ার চেষ্টা করব ।

Level 0

আমার এস ৩ gt i 9300 kibabe jelly bean e update korbo? kies diye hobe ki?na hole kivabe kora jabe plz aktu details dhonnabad bai.

Level 0

thank you……

    @nlliza: আপনাকেও ধন্যবাদ ।