দেখে নিন Android Jelly Bean মোবাইলের একটি হিডেন হাস্যকর ফাইজলামি!! না দেখলে হয়তো আর জীবনেও দেখতে পারবেন না :D

প্রথমত বলে নেই সবার রুচি একই না। তাই সবার ভাল নাও লাগতে পারে। আপনি যদি আগেই জেনে থাকেন, তাহলে প্লিজ নিরুৎসাহিত করার মত কমেন্ট করবেন না।

আমারা যারা jelly bean version এর Android Smart ফোন ইউজ করি তাদের মাঝে প্রায় ৯৫% (কম বেশী হতে পারে) ইউজার এই গোপন জিনিসটি লক্ষ্য করি নি।
আমরা সবাই মোবাইলের Setting থেকে About Phone এ গিয়াছি।

এখানে এসে যদি
1.System updates
2.Status
3.Legal information
এই ৩টা অপসন এ ক্লিক করা হয় তাহলে আরও ভিতরে প্রবেশ করতে পারবেন।

কিন্তু এর নিচের বাকি ৬টি অপসন
1.Model number
2.Android version
3.Baseband version
4.kernel version
5.Build number
6.Custom build version
এ ১বার অথবা ২বার ক্লিক করলে কিছুই হবে না।

এখন আপনি যদি "Android version" এ খুব দ্রুত ২-৫ বার ক্লিক করেন তাহলে আপনি jelly bean এর icon সহ version দেখতে পারবেন।

এখন আপনি যদি icon এ খুব দ্রুত ২-৫ বার ক্লিক করেন তাহলে আপনি সেই মজাদার জিনিস টি দেখতে পারবেন
যদি জেলি বিন এর আইকন এসে আর কিছু না আসে তাহলে ব্যাক দিয়ে পুনরায় শুরু করুন। ১০০% কাজ হবে ইনশাআল্লাহ
জেলি বিন এর আইকন গুলো কে নারাচারা করতে পারবেন, এক স্থান থেকে অন্য স্থান এ নিতে পারবেন।
Snapshot নিয়ে ওয়ালপেপার হিসেবে ইউজ করতে পারবেন।

ভাল লাগলে প্লিজ কমেন্ট করে জানাবেন।
সবাইকে সালাম ও শুভেচ্ছা।
ধন্যবাদ।

my technology blog site
http://OpenITblog.net

Level 0

আমি ফুর্তি মামা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 43 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আগে ছাত্র জীবন শেষ করি তারপর স্বপ্ন দেখা শুরু করব


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Good job :p

Level 0

জানা ছিল না,জানলাম, কিন্তু ২য় স্টেপ টা হচ্ছে না?

    @Gopal: শুধু প্রেস করে ধরে রাখুন।

kub sundor… jene kushi holam…
@gopal vai— 2nd step ta korar jonno apnke jelly bean er er logo take press kore dore rakte hobe 2 second.. then hobe…

tnx for commnent
@gopal
@ashraf
@naim
@Enamul

২-৫ বার ক্লিক করেন তাহলে আপনি সেই মজাদার জিনিস টি দেখতে পারবেন
যদি জেলি বিন এর আইকন এসে আর কিছু না আসে তাহলে ব্যাক দিয়ে পুনরায় শুরু করুন। ১০০% কাজ হবে ইনশাআল্লাহ
@gopal

tnx bro,jana celo na,

thank you শুভ্র আকাশ sathe thakar jonno 🙂

Level 0

#বিল গেটস এর জামাই, #আশরাফ,#এনামুল ইসলাম

কাজ হইছে, মজার একটা জিনিস শিখলাম।
ধন্যবাদ সবাইকে।

আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য
@Gopal

darun to..! কাজ হয়েছে !শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে 🙂
কিন্তু ভাইয়া আমার মোবাইলে System updates এই রকম কিছু নাই যে ( আমার ওয়াল্টন প্রিমো f2) আর একটা কথা জানতে চাইছিলাম System updates এর মাধ্যমে কি 4.2.2 কে 4.3 করা জাই ? একটু জানা থাকলে জানালে উপোক্রিতো হতাম…………।।

দারুন তো @ নতুন কিছু জানলাম @ ধন্যবাদ

comment er jonne thanx @হোছাইন আহম্মদ

ভাই সম্ভবত ওয়াল্টন ও সিম্ফনি ফোন গুলো তে সিস্টেম আপডেট এর মাদ্ধমে এটি হয় না। @রাকিব হাসান

জানা ছিল না,জানলাম,

thanks for stay with us @kalponarrang

thanks for stay with us @
মোল্লা আনিসুজ জামান।

Level 0

THANKS.