WALTON এবার চিকন BLADE সুন্দরী নিয়ে আসছে। (ভিডিও ক্লিপ সহ)

ওয়াল্টনের আলোড়ন সৃষ্টিকারী স্মার্টফোন প্রিমো ZX এর রেশ কাটতে না কাটতেই, এবার ওয়াল্টন নিয়ে আসছে বিশ্বে সবচাইতে পাতলা গড়নের স্মার্টফোন!

সত্যিই কি এটা সবচাইতে পাতলা গড়নের স্মার্টফোন? গুগল মামার কাছে প্রশ্ন করলাম।

গুগল মামা কি দেখাইলো তাই দেখেন।

পুরা পেজ জুড়ে শুধু Gionee Elife S5.5 আর Gionee Elife S5.5

হ্যা ওয়াল্টন এবার আপনাদের জন্য নিয়ে আসছে Gionee Elife S5.5। এটি দিয়ে ওয়াল্টন প্রিমো সিরিজের নতুন সদস্য BLADE এর উম্মচোন করতে যাচ্ছে। সম্ভবত এটার নাম হবে Walton Primo BLADE.

এটাই বিশ্বের সবচাইতে পাতলা স্মার্টফোন, এর কাছাকাছি প্রতিযোগিতায় পরবর্তি ধাপ গুলোতে কে কে আছে একটু দেখে নেই।

1. Gionee Elife S5.5                                         5.5mm

2. Vivo X3                                                            5.57mm

3. Huawei Ascend P6                                       6.18mm

4. ZTE Athena                                                     6.2 mm

5. Sony Xperia Z Ultra is                               6.5mm

6. Vivo X1                                                            6.55mm

7. Oppo Finder                                                  6.65 mm

8. Huawei Ascend P1                                      6.68 mm

9. Vivo X3L                                                          6.75 mm

10. Motorola Droid Razr                                7.1 mm

11. GIONEE Elife E6                                          7.9 mm

Sony Ericsson Xperia Arc                               8.7 mm

BLADE এর বিশেষ ফিচারগুলোঃ

১. Ultra Slim: এটাই বিশ্বের সবচাইতে পাতলা বা চিকনা স্মার্টফোন। Body Dimenssion 145.1 x 70.2 x 5.55mm (আপনার ইন্টারনেটে ভালো স্পীড থাকলে ভিডিও দেখতে পারেন)

২. Magnesium Alloy Unibody: অসম্ভব সুন্দর শক্ত মেটালিক ফিনিশিং বডি। (আপনার ইন্টারনেটে ভালো স্পীড থাকলে ভিডিও দেখতে পারেন)

৩. ১৩ মেগা পিক্সেল + ৫ মেগা পিক্সেল ক্যামেরা, যাতে বিশ্বের প্রথম ৯৫ ডিগ্রী ULTRA-WIDE ANGLE ফ্রন্ট ক্যামেরা দেয়া হয়েছে।

৪. খুবই শক্তিশালী 1.7 Ghz Octa core Proccessor দেয়া হয়েছে।

৫. ২ জিবি RAM

৬. ২৩০০ mAH ব্যাটারি, যা কিনা বিশ্বের অন্যান্য স্লিম স্মার্টফোন গুলোর তুলনায় সবচাইতে বেশি।

৭. এর স্ক্রীন প্রটেক্টর হিসেবে ব্যাবহার করা হয়েছে Corning Gorilla Glass 3. আরো মজার ব্যাপার হচ্ছে এর ব্যাক সাইডেও Corning Gorilla Glass 3 এর কোটিং দেয়া আছে। যাতে এর চকচকে ভাব বছরের পর বছর থাকে। (আপনার ইন্টারনেটে ভালো স্পীড থাকলে ভিডিও দেখতে পারেন)

৮. এতে ব্যাবহার করা হয়েছে 5” full HD Super AMOLED Screen. যার পিক্সেল ডেন্সিটি ৪৪১ পিক্সেল প্রতি ইঞ্চিতে।

ওয়াল্টন তাদের ওয়েব সাইটে এবং ফেসবুক পেজে BLADE এর আগমনের পূর্বাভাস স্বরুপ ছবি প্রকাশ করেছে।

ইন্ডিয়াতে গত ২৭ এপ্রিল থেকে elife s5.5 বাজারে পাওয়া যাচ্ছে ২২৯৯৯ রুপিতে।

ধারনা করা হয় বাংলাদেশে এর দাম ২৫০০০ টাকার আশেপাশে হবে। রমজানের প্রথম দিকে WALTON PRIMO BLADE ঈদের বাজার ধরতে চলে আসবে। যাদের সিকি লাখের সামর্থ্য আছে তারা হয়তো মুখিয়ে থাকাবেন কবে এটা বাজারে আসবে। কারো হয়তো এই ঈদে dress shoe কিচ্ছু লাগবেনা, এখন থেকেই হয়তো অনেকে বাবা-মা এর কানের কাছে ঘ্যান ঘ্যান শুরু করে দেবেন।

যাক যে যা পারেন করেন, আমাকে কমেন্ট করে জানাবেন। চলেন চিকনা সুন্দরীর কিছু স্ন্যাপশ্যুট দেখি, যাদের ইচ্ছা আছে কেনার এবং যাদের ইচ্ছা আছে শুধু দেখবেন তারা ১০ জুন থেকে ওয়াল্টন এর ফেসবুক পেজে চোখ রাখুন।

আজ তাহলে এখানেই শেষ করছি, নিচে সুন্দরীর ছবি পাবেন, তার পরেই পাবেন সুন্দরীর বিশদ বিবরন।

আমার পেজটি ঘুরে দেখার আমন্ত্রন রইলো

স্কাইপিতে আমাকে পাবেনঃ rasalmahfuj

PriceBDT 25000
General2G NetworkGSM 850 / 900 / 1800 / 1900
3G NetworkHSDPA 850 / 1900 / 2100
HSDPA 900 / 1900 / 2100
SIMMicro-SIM
Announced2014, February
StatusAvailable. Released 2014, March
BodyDimensions145.1 x 70.2 x 5.6 mm (5.71 x 2.76 x 0.22 in)
Weight-
DisplayTypeSuper AMOLED capacitive touchscreen, 16M colors
Size1080 x 1920 pixels, 5.0 inches (~441 ppi pixel density)
MultitouchYes
- Amigo OS 2.0
SoundAlert typesVibration; MP3, WAV ringtones
LoudspeakerYes
3.5mm jackYes
MemoryCard slotNo
Internal16 GB, 2 GB RAM
DataGPRSYes
EDGEYes
SpeedHSDPA, 42 Mbps; HSUPA
WLANWi-Fi 802.11 b/g/n, Wi-Fi Direct, Wi-Fi hotspot
BluetoothYes, v4.0 with A2DP, EDR
USBYes, microUSB v2.0, USB On-the-go
CameraPrimary13 MP, 4160 x 3120 pixels, autofocus, LED flash
FeaturesGeo-tagging, touch focus, face and smile detection, HDR
VideoYes, 1080p@30fps
SecondaryYes, 5 MP
FeaturesOSAndroid OS, v4.2 (Jelly Bean)
CPUOcta-core 1.7 GHz Cortex-A7
GPUMali-450MP4
SensorsAccelerometer, gyro, proximity, compass
MessagingSMS(threaded view), MMS, Email, Push Mail, IM, RSS
BrowserHTML5
RadioFM radio with RDS
GPSYes, with A-GPS support
JavaYes, via Java MIDP emulator
ColorsBlack, white, blue, pink, purple
- SNS integration
- Active noise cancellation with dedicated mic
- MP4/H.264/H.263 player
- MP3/WAV/eAAC+ player
- Organizer
- Image/video editor
- Document viewer
- Google Search, Maps, Gmail,
YouTube, Calendar, Google Talk
- Voice memo/dial
- Predictive text input
BatteryNon-removable Li-Ion 2300 mAh battery

Level 0

আমি মোহাম্মদ মাহ্‌ফুজুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 36 টি টিউন ও 215 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

এক কথায় WOW

Level 0

Can’t wait………I will Grab one.

Gionee Eliffe S5.5 = Walton Primo Blade
Gionee Elife E7 = Walton Primo ZX
Gionee Elife E6 = Walton Primo X2
Gionee Gpad G2 = Walton Primo N1
Gionee Dream 1 = Walton Primo X1
Gionee Gpad G1 = Walton Primo R1
Gionee Elife E3 = Symphony Xplorer W150

সুন্দরীর প্রেমে পড়ে গেলাম

    Level 0

    @শাহরিয়ার শিমুল: প্রেমে পড়া মন্দ কিছু নয়, আশা করি ঠকবেন না।