Symphony মোবাইল কোম্পানির সবচেয়ে কম দামের অ্যান্ড্রয়েড ফোনটি সম্পর্কে আসুন জেনে নেই। সাথে রয়েছে ২ জিবি মেমরী কার্ড ফ্রি !!!

এখন সবার হাতে অ্যান্ড্রয়েড ফোন ঘুর ঘুর করে। যেন আবশ্যক কোন একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। তবুও অনেকেই আর্থিক সমস্যার কারণে এখনও একটি অ্যান্ড্রয়েড ফোন কিনে উঠতে পারেন নি। তেমনই আমিও ছিলাম। টাকার কারণে সবচেয়ে কম দামের অ্যান্ড্রয়েড সেটটাই কিনেছিলাম ৮ মাস আগে। ফোনটি ছিল Symphony W16 এবং দাম ছিল ৪৫৯০ টাকা। আজ এখন যে অ্যান্ড্রয়েড ফোনটি শেয়ার করছি। তা Symphony মোবাইলের এখন পর্যন্ত সবচেয়ে কম মূল্যের অ্যান্ড্রয়েড সিরিজের মোবাইল ফোন। এই অ্যান্ড্রয়েড মোবাইল ফোনটি হল Symphony W12 আর দাম মাত্র ৪২০০ টাকা। তো চলুন আজ জেনে কি কি ফিচার আছে এই Symphony W12 মোবাইল ফোনে?

Symphony W12 অ্যান্ড্রয়েড ফোন ফিচার

  • Operating System: Android 2.3 Gingerbread
  • 3.5" TFT Capacitive Full Touch
  • HVGA  Display
  • Camera: 0.3 MP
  • 1 GHz Processor
  • ROM 512 MB & RAM 256 MB
  • 2G,GPRS,EDGE, Wi-Fi
  • G Sensor, SNS Application
  • Free 2 GB Memory Card !!

ছবিতে দেখে নিন Symphony W12

Symphony W12
Symphony W12
Symphony W12

ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আমার সাথেই থাকবেন। টিউন কেমন লাগলো জানাবেন। আর হ্যাঁ, ঈদের এক্সক্লুসিভ টেলিফিল্ম, নাটকের টিউন চলছে। প্রতিদিন চোখ রাখতে পারেন ব্লগার মারুফ ডট কম

Level 1

আমি ব্লগার মারুফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 196 টি টিউন ও 1301 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি মারুফ। প্রযুক্তিকে ভালোবাসি। তাই গড়তে চাই প্রযুক্তির বাংলাদেশ। পড়াশুনা করছি রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগে। আমার ওয়েবসাইটঃ https://virtualvubon.com এবং https://www.rupayon.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Thanks…

শেয়ার করার জন্য ধন্যবাদ।
তবে আমার মনে হয় এই ফোনটার চেয়ে Symphony play w17 ঈ ভাল হবে।

    @ইউনুস আহমেদ কোমল: হুম, দাম বেশি হলে তো ভালো হবেই।আমি শেয়ার করছি সবচেয়ে কম দামের সেটটা। ধন্যবাদ

নাহ এর র‌্যাম কম মাত্র ২৫৬মেগা অথচ w16 এর র‌্যাম ৫১২ মাত্র এইকয়টা টাকার জন্য ২৫৬ মেগার ফোন কেনা বৃত্থা।

    @Imon Mahmud: ভাই কম দামে কম র‍্যাম হবে। টাকা থাকলে ইয়ো বেশি দামের নেওয়াই উচিত। আমি W16 ব্যবহার করি। ভালোই

মারুফ কি Symphony মোবাইল এর স্পন্সার নিলা নাকি।। মজা লইলাম।
ভাল হয়েছে।

    @মোঃ আলমগীর হোসেন: আমার মত ছোট বাচ্চারে কোন একটা কোম্পানি স্পন্সর দিলে তো তবুও একটা গতি হইত। 😀 কিন্তু কেউ দেয়না 🙁 তাই ফ্রি ফ্রি স্পন্সর নিয়ে বিজ্ঞাপন চালাইলাম। 😛 মজার কিছু কি লিখেছি ভাই? :-O

Level 0

আমি কিনেছি Symphony W17 প্লে। ও.এস ৪.২.২ , র‌্যাম ৫১২ , সাথে ২ জিবি বাংলালিংক ৩জি ডাটা ফ্রি ছিল । দাম ছিল ৪৩৫০ টাকা । তাই মাত্র ১৫০ টাকা ব্যবধানে আমার মনে হয় Symphony W17 প্লে কেনাই ভাল।

    @aftub: হুম, তাতো অবশ্যই। আমিও জিপি আর সিম্ফোনির অফারের সময় W16 কিনেছিলাম ৪৫৯০ টাকায়। 😀