স্মার্টফোনের চার্জ বেশি সময় রাখতে জনপ্রিয় ৫ টি অ্যাপস। গুগল প্লে ডাউনলোড লিঙ্ক সহ।

স্মার্ট ফোন আসলে বেশি ইউজ হয়, যেকারনে চার্জ স্মার্ট ফোনের একটি বড় সমস্যা।

সেজন্য আমরা নানা ধরনের পদ্ধতি ব্যবহার করি চার্জ ধরে রাখার জন্য। যেমন ব্যাকগ্রাউন্ড অ্যাপ বন্ধ রাখা, সিংক্রোনাইজেশন বন্ধ রাখা, মানচিত্র, গেমস, পর্দার আলো কমিয়ে রাখা ইত্যাদি। তবে স্মার্টফোনের চার্জ বাঁচিয়ে রাখতে এখন রয়েছে দারুণ কিছু অ্যাপস।

এই অ্যাপস গুলো আপনাকে অনেক কাজ সহজ করে দিবে চার্জ ধরে রাখার জন্য।

তাহলে দেখুন স্মার্টফোনের চার্জ বেশি সময় রাখতে জনপ্রিয় ৫ টি অ্যাপস-

ব্যাটারি ডক্টর-

সাধারণত যেসব অ্যাপ ব্যবহার বন্ধ রাখলে কিংবা বিভিন্ন সেটিংস-সুবিধা পরিবর্তন করলে চার্জ বাঁচানো যায়, সেগুলো নিয়েই কাজ করে ব্যটারি ডক্টর।

বিনা মূল্যে ব্যবহার করা যায় এটি। স্মার্টফোনের পর্দার আলো কমিয়ে রাখা, গেম, ওয়াই–ফাইতে কতক্ষণ থাকলে চার্জ কতটা কমবে এগুলো এটা দিয়ে ভালো ভাবে করা যায়।

ডাউনলোড ঠিকানা- ক্লিক 

ব্যাটারি উইজেট রিবর্ন-

ঘুমানোর সময় সাধারণত স্মার্টফোনে ইন্টারনেটসহ অন্যান্য অ্যাপ চালু থাকলে দ্রুত চার্জ চলে যায়। আর এটি যাতে না হয় সে কাজটি করে ব্যাটারি উইজেট রিবর্ন অ্যাপ। ঘুমানোর সময়টি নির্দিষ্ট করে দিলে অ্যাপটি স্বয়ংক্রিয়ভাবেই সে কাজটি করে। এ ছাড়া অন্যান্য অ্যাপ কিংবা সিংক্রোনাইজেশন কখন চলবে এবং সেটি কী পরিমাণ চার্জ খরচ হতে পারে সেটিও নির্ধারণ করে এ অ্যাপসটি।

ডাউনলোড ঠিকানা- ক্লিক 

ব্যাটারি ডিফেন্ডার-

চার্জ বাঁচানোর জন্য স্বয়ংক্রিয়ভাবে ওয়াইফাই বন্ধ হওয়া, ১৫-২০ সেকেন্ডে পর্দা বন্ধ হয়ে যাওয়া ইত্যাদি কাজগুলা এই অ্যাপস দিয়ে ভালোভাবে করা যায়। ঘুমানোর সময় ঠিক করে দিলে স্বয়ংক্রিয়ভাবেই ডেটা, ওয়াইফাই বন্ধ হয়ে যাওয়া এই কাজ গুলোও করে এই অ্যাপস।

ডাউনলোড ঠিকানা- কিল্ক 

জুস ডিফেন্ডার-

স্মার্টফোনের চার্জ বাঁচানোর এ অ্যাপটি থ্রি জি/ফোর জি সংযোগ, ওয়াই–ফাইতে কীভাবে চার্জ বাঁচানো যায় সে সেবাও দেয় জুস ডিফেন্ডার।

বিনা মূল্যে এ অ্যাপটি ব্যবহার করা যায়।

ডাউনলোড ঠিকানা- ক্লিক 

ইস্টার অ্যাপ-

এ অ্যাপটি চার্জ বাঁচায় এমন অ্যাপগুলো ইনস্টল এবং চার্জ বেশি খরচ হয় সে ধরনের অ্যাপগুলো মুছে ফেলার পরামর্শ দেয় ব্যবহারকারীদের! অ্যাপ স্টোর থেকে চার্জ কম খরচ হয় এমন অ্যাপের তালিকা করে দেওয়া, কীভাবে এ অ্যাপগুলো কাজ করে ও ব্যবহার করা যায়, যে অ্যাপটি আপনি ব্যবহার করতে চান সেটির বিকল্প নানা ধরনের অ্যাপসের পরামর্শও দেওয়া ইস্টার অ্যাপ।

ডাউনলোড ঠিকানা- ক্লিক

নিয়মিত একাধিক সামাজিক যোগাযোগ সাইটের সঙ্গে যুক্ত থাকার ফলে দ্রুত চার্জ ফুরিয়ে যায় স্মার্টফোনে। এ নিয়ে চিন্তায় থাকতে হয় ব্যবহারকারীদের।

এখন থেকে চিন্তা মুক্ত থাকুন চার্জ নিয়ে।

আমাকে ফেসবুকে ফলো করতে পারেন।

 

Level 2

আমি আইটি সরদার। Web Programmer, iCode বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 261 টি টিউন ও 1750 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 22 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি ইমরান তপু সরদার (আইটি সরদার),পড়াশুনা করেছি কম্পিউটার বিজ্ঞান এবং প্রযুক্তি নিয়ে; পেশা কন্টেন্ট রাইটার এবং মার্কেটার। লেখালেখি করি নেশা থেকে ফেব্রুয়ারি ২০১৩ থেকে। লেখালেখির প্রতি শৈশব থেকেই কেন জানি অন্যরকম একটা মমতা কাজ করে। আর প্রযুক্তি সেটা তো একাডেমিকভাবেই রক্তে মিশিয়ে দিয়েছে। ফলস্বরুপ এখন আমার ধ্যান, জ্ঞান, নেশা সবকিছু...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ সর্দার ভাইয়া। ডাইরেক্ট লিংক দিলে ভালো হইত

    @ব্লগার মারুফ: ডাইরেক্ট লিংক পাইলাম না সব গুলার। ধন্যবাদ মারুফ ভাই। 🙂

Level 0

er moddhe jetar picture disen -“Antutu Battery saver” -ta bes valo. Aita diye Processore er speed komieye besikhon charge dhore rakha jai.

ব্যাটারি ডক্টরটা
আমি use করি অনেক ভাল ।….. থেংক্স শেয়ার করার জন্য ।