আপনার সন্তান কিংবা ছোট ভাই বোনকে রক্ষা করুন মোবাইলের সকল প্রকার অ্যাডাল্ট কন্টেন্ট থেকে।

ইচ্ছা ছিল ঈদের আগে পোস্টটি করবো কিন্তু বাড়িতে ইন্টারনেট না থাকার কারনে একটু দেরি হয়ে গেল। আজকের টিউনের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। আধুনিক যুগে আমাদের সবার হাতে অ্যান্ড্রয়েড মোবাইল। এই ফোন এর ভালো দিকের পাশাপাশি কিছু খারাপ দিকও আছে যা মানুষ না জেনে ব্যাবহার করে নিজের অনেক ক্ষতি করে। টিনঅ্যাজাররা অ্যাডাল্ট কন্টেন্টের উপর ঝুঁকে পরে বেশি। অনেক সময় না জেনেও তারা বিভিন্ন লিঙ্ক ওপেন করে ফেলে আর অস্বস্তিতে ভোগে। তাই আপনার পরিবারের সদস্যদের এসব খারাপ জিনিষ থেকে বাচানোর একটু চেষ্টা করবো।

অ্যাপটি আপনার সন্তান কিংবা ভাই/বোনের মোবাইলে ইন্সটল দিতে হবে। একবার ইন্সটল দেওয়ার পর আর ওই ফোনে কিছু করতে হবে না। আপনার নিজের কম্পিউটার কিংবা মোবাইলে কন্ট্রোল করতে পারবেন।

পোস্ট শুরু করার আগে আমি একটা গল্প বলি। বাড়িতে গিয়ে আমার চাচাতো ভাইএর অ্যান্ড্রয়েড মোবাইলটা হাতে নিয়ে কি মনে করে যেন ব্রাউজার হিস্টরিটা ওপেন করলাম। দেখেত আমি অবাক, ছেলেটার বয়স সর্বোচ্ছ ১৬ বছর। এই বয়সেই এসব!! খুবই মন খারাপ হল কারন ছোট ভাইকে সরাসরি কথাগুলো বলাও যায় না তাই ওর ফোনে সব খারাপ সাইট গুলো ব্লক করে দিলাম। এই পদ্ধতিতে আপনি চাইলে যেকোনো সাইট বন্ধ করে দিতে পারবেন। আপনার সন্তান কিংবা ভাই বোন যদি বেশি ফেসবুক ব্যাবহার করে তাহলে তার মোবাইলে ফেসবুক বন্ধ করে দিতে পারবেন। এবং এই সব কাজ করতে পারবেন আপনার নিজের কম্পিউটার কিংবা মোবাইল থেকে রিমোট কন্ট্রোলের মতো।

এই অ্যাপটি ফ্রী এবং ব্যাবহার করা খুবই সহজ। অনেক গুলো ফিচার আছে যা খুবই উপকারি। অ্যাপটির নাম হচ্ছে SecureTeen Parental Control. আসুন দেখে নেই এই অ্যাপটির কিছু ফিচার।

১) আপনার সন্তান/ভাই বোন দিনে কত সময় অনলাইনে থাকছে তার সকল তথ্য পাবেন।

২) অনেক গুলো ক্যাটাগরি থেকে সিলেক্ট করে আপনার কাংখিত কন্টেন্ট ব্লক করুন এক ক্লিকে।

৩) কী-ওয়ার্ড ব্লক করতে পারবেন, অর্থাৎ আপনার ব্লক করে দেওয়া শব্দগুলো যদি কোন ওয়েবসাইটে থাকে তাহলে সেই সাইট ওপেন হবে না।

৪) আপনি চাইলে ফোনে ইন্সটল হওয়া যেকোনো অ্যাপ বন্ধ করে দিতে পারবেন।

৫) যে যে সাইট ভিসিট করছে তার লিস্ট পাবেন সাথে কোন সাইট ব্লক হচ্ছে আর কোনটায় প্রবেশ করা যাচ্ছে তারও লিস্ট পাবেন।

৬) আপনার সন্তান/ ভাই বোন কোথায় যাচ্ছে তার লোকেশন জানতে পারবেন (বাংলাদেশে ভাল কাজ করে না)

৭) অ্যাপটিতে আরো অনেক রিমোট কন্ট্রোল ফিচার আছে।

৮) সবচেয়ে উপকারি ফিচার হল এটা, আপনি ঘরে বসে নিজের কম্পিউটারের/মোবাইলের মাধ্যমে সবগুলো কাজ করতে পারবেন। প্রথমে শুধু অ্যাপটি ইন্সটল দিয়ে অ্যাক্টিভ করবেন তার পর আর ওই ফোনে ধরতে হবে না।

৯) অ্যাপটি আনইন্সটল করতেও পাসওয়ার্ড লাগবে।

ব্লক করা সাইটে ঢুকতে চাইলে উপরের ছবির মত একটা উইন্ডো আসবে। আর আপনার কাছে চলে যাবে একটা লিস্ট যেখানে দেখাবে যে সাইটটা ব্লক করা হয়েছে।

প্রথম সাইটটি অ্যাডাল্ট সাইট তাই ওটা ব্লক করা হয়েছে আর নিচের সবগুলো সাইটের অ্যাক্সেস ঠিক আছে। শুধু অ্যাডাল্ট সাইট না গ্যাম্বলিং, ড্রাগ আর Violace জাতীয় সব সাইট ব্লক করবে এই অ্যাপটি।

সরাসরি ডাউনলোড লিঙ্ক।

Zippyshare লিঙ্ক।

Copy.com লিঙ্ক।

প্লে-স্টোর লিঙ্ক।

অ্যাপটি ইন্সটল করে ওপেন করলে আপনাকে নতুন একটা অ্যাকাউন্ট খুলতে হবে। তার পর লগিন করে যা যা চাইবে ঠিক মতো দেবেন। Active দেখালে বুঝবেন অ্যাপটি কাজ করছে। এবার secureteen.com এ গিয়ে লগিন করলেই ওই ফোনের সকল তথ্য পাবেন।

ইন্সটলের নিয়মটি নিচের ভিডিও টিউটরিয়ালটিতে আছে। কাজটা সহজ আগে নিজে চেষ্টা করুন না পারলে টিউটরিয়ালটি দেখুন।

ভিডিও টিউটরিয়াল।

দয়া করে অ্যাপটি আপনার বন্ধুর মোবাইলে ইন্সটল দেবেন না কারন অ্যাপটি দিয়ে ফোনের অনেক কিছু কন্ট্রোল করা যায়। (আমি কি পাগলকে নৌকা না ডুবাতে বললাম? 😛 ) উন্নত বিশ্বের নিয়ম অনুযায়ী বয়স ১৮ হলে তাকে স্পাই করা অপরাধ বলে বিবেচনা করা হয়। বাংলাদেশে যদিও এই নিয়ম নেই তারপরেও আপনার ভাই ১৮ এর উপরে হলে যদি আপনি তাকে স্পাই করেন আর আপনার নামে যদি সে মামলা করে তাহলে আমি দায়ি না। 😀 অ্যাপটি থেকে বাচার পদ্ধতিটা বললাম না কারন এখানে অনেকর সন্তান আর ছোট ভাই বোন আছে।

পোস্টটি ভালো লাগলে নিচের লিঙ্ক থেকে আমার গাওয়া নতুন গানটি শুনে আসবেন। আর যদি ভালো না লাগে তাহলে বরাবরের মতো আমাকে খিচ্ছা একটা দৌড়ানি দিয়েন (পাইলে তো। 😛 😀 )

সময় পেলে ঘুরে আসবেন আমার ব্লগে।

আমার ব্লগ

আমার গাওয়া নতুন গান।

ফেসবুকে আমি।

Level 0

আমি সোহাগ মিয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 82 টি টিউন ও 694 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 30 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমার নাম সোহাগ। টেকনোলজির প্রতি চরম আকর্ষণ থাকা সত্ত্বেও পড়েছি বিজনেস নিয়ে। একটু একটু গাইতেও পারি, মাঝে মাঝে গীটার বাজাই। এক কথায়, টেকনোলজির সাথে প্রেম করি আর গানকে বিয়ে করেছি :D । আমার ইউটিউব চ্যানেল। আমার সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আমার ব্লগে। আমার গাওয়া গানগুলো শুনতে ভিসিট করুন: গানের ইউটিউব...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

দারুন পোস্ট ভাই!
নেট স্লো! আপনার গানের এমপিথ্রি ডাউনলোড লিংক নাই?

    Level 0

    @ব্লগার মারুফ: ধন্যবাদ ভাই, আমার দেওয়া লিঙ্কটা ওপেন করেন। ওখানে এমপি৩ লিঙ্ক আছে।

কাজের ১টি Apps দিলে সোহাগ ভাই ! আর আপনার টিউনের মাঝে কথাগুলো অনেক ভাল লাগে। @ ধন্যবাদ

    Level 0

    @হোছাইন আহম্মদ: অনেক ধন্যবাদ ভাই 🙂 খুশি হলাম।

পিসিতে সেটআপের জন্য ডাউনলোড লিঙ্ক দিন ।

    Level 0

    @জিহান: ভাই এটা Android অ্যাপ। অ্যাপটি আপনার সন্তান কিংবা ভাই/বোনের মোবাইলে ইন্সটল দিতে হবে। একবার ইন্সটল দেওয়ার পর আর ওই ফোনে কিছু করতে হবে না। আপনার নিজের কম্পিউটার কিংবা মোবাইলে কন্ট্রোল করতে পারবেন।

অনেক ধন্যবাদ এ্যাপ টি শেয়ার করার জন্য । আর তোমার গান গুলো ত Awesome……

    Level 0

    @সোহাগ আব্দুল্লাহ্: আপনাকেও ধন্যবাদ ভাই 🙂

    Level 0

    @সামছুর রহমান: Welcome!