Symphony w15 এন্ড্রয়েড মোবাইলের ‍স্টক/কাস্টম রোম চাই সাথে scatter ফাইল।


এন্ড্রয়েড মাস্টাররা দয়াকরে আমার সমস্যাটা সমাধান করুন। আমি symphony w15 মোবাইল ব্যবহার করি। গতকাল কাস্টম রোম ইনস্টল করার জন্য মোবাইল আংকেল টুলস দিয়ে স্টক রোমের ব্যকআপ রাখি। কিন্তু ব্যকআপের পর মোবাইল আর open হয় না। শুধু বুট হয়ে আবার রি-স্টার্ট নিতেই থাকে। মনে হয় রোম ডিলিট হয়ে গেছে। কিন্তু ডেড হয়ে যায় নি। যদিও মোবাইল রুট করা ছিলো। এখন আমি মোবাইল দিয়ে রোম রিকভার করতে পারছি না। তাই আমাকে পিসি দিয়ে রোম দেয়া ছাড়া উপায় নেই। আমি Spreadtrum Upgrade Tool এবং SP টুলস ব্যবহার করেছি কিন্তু কোন লাভ হয় নাই। Spreadtrum Upgrade Tool দিয়ে স্টক রোমের .pac ফাইলটা মোবাইলে download এর চেষ্টা করেছি। কিন্তু এটা কোন Module খুজে পায় না। শুধু waiting  দেখায়। আর SP টুলস দিয়ে .pac fomat এর ফাইল লোড দেওয়া যায় না। এখানে symphony w15 এর scatter ফাইল চায়। যেটা আমার কাছে নেই। ইন্টারনেটে symphony w15 এর scatter ফাইল অনেক খুজেও পায় নি। তাই যদি কারো কাছে এই সমস্যার সমাধান জানা থাকে তাহলে দয়াকরে শেয়ার করুন।


এখানে উল্লেখ্য যে, power+ volume + দিলে রিকভারি মুড আসে না।

আবার  power+ volume - দিলে শুধু flash mode আসে।

তাই পিসি দিয়ে rom flash এর সময় কোন mode এ নিতে হবে এটাও বলে দিয়েন।

ধন্যবাদ।

Level 0

আমি কামাল আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 83 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

কি ভাই ক্যাটাগরি দিবেন সাহাজ্য |

U fool’s man…call me u think i can help u

01858619127