চোরের ছবি ও লোকেশনসহ খুঁজে বের করুন আপনার হারানো স্মার্ট ফোন ১২ $ মূল্যের এন্টিভাইরাস দিয়ে।

আসসালামুআলাইকুম,

আশা করি সবাই ভালো আছেন।

আজ আপনাদের জানাবো কিভাবে আপনার হারানো স্মার্ট ফোন খুঁজে বের করবেন।

এ জন্য প্রয়োজন হবে লেটেস্ট AVG Antivirus Pro যার মূল্য ১২ ডলার। সমস্যা নেই আপনাকে এত টাকা খরচ করতে হবে না।

আমি আপনাকে ফ্রিতে দিবো।

এটি দিয়ে শুধু হারানো স্মার্ট ফোন খোঁজাই না আরো অনেক মজার ও দরকারি কাজও করতে পারবেন।

রিমোটলি (কম্পিউটার দিয়ে) করা যায় এমন কাজও করতে পারবেন।

যেমন-

  • স্মার্ট ফোন খোঁজা।
  • চুরি হওয়া ফোন কোথায় আছে বা লোকেশন বের করা।
  • চোরের সিমের সিরিয়াল নম্বর।
  • চোরের ছবি দেখুন।
  • রিমোটলি ফোনের সকল ডাটা মুছতে পারবেন।
  • রিমোটলি মেমোরি কার্ড ফরমেট করতে পারবেন।
  • রিমোটলি ফোন লক করতে পারবেন।
  • রিমোটলি ফোন আনলক করতে পারবেন।
  • ফোন খুজেঁ না পেলে রিমোটলি মোবাইলকে সাউট (আওয়াজ) করাতে পারবেন।

মোবাইল দিয়ে যা করতে পারবেন-

  • মোবাইলকে ভাইরাসমুক্ত রাখা।
  • কল ব্লক করা।
  • মেসেজ ব্লক করা।
  • মোবাইল ক্লিন করা্।
  • এপ্লিকেশন ব্যাকআপ।
  • ব্যাটারি সেভ করা।
  • এপ্লিকেশন লক করা।
  • মোবাইলের ডাটা ব্যবহার নির্দিষ্ট করা।
  • আর কত বলবো, আরও অনেক কিছু

এবার আসি ব্যবহার পদ্ধতিতে-

  • প্রথমে এই লিঙ্ক থেকে জিপ ফাইলটি (24 MB) ডাউনলোড করুন।
  • জিপ ফাইলটি এক্সট্রেক্ট করে Apk ফাইল গুলো আপনার ফোনে ইনস্টল করুন।
  • মোবাইলের ডাটা অন করুন।
  • তার পর AVG Antivirus Pro ওপেন করুন।
  • অপশন থেকে লগ ইন ক্লিক করুন।
  • তারপর Create account ক্লিক করুন। আপনার ই-মেইল ও একটি পাসওয়ার্ড দিয়ে Create account চাপুন।
  •  
  • এবার আপনার মেইলে AVG একটি লিংক পাঠাবে। যা ক্লিক করে আপনার একাউন্টটি এ্ক্টিভ করতে হবে।
  • তারপর আবার AVG Antivirus Pro ওপেন করে লগইন করুন।
  • প্রয়োজনমত সকল সেটিংস ঠিক করুন।
  • এবার আপনার সিম চেঞ্জ হলেই আপনার মোবাইল তুলে নিবে চোরের ছবি ও নতুন সিমের সিরিয়াল নম্বর। ছবি ও নতুন সিমের সিরিয়াল নম্বর সহ পাঠিয়ে দিবে আপনার ই-মেইলে। (নিচের ছবির মতো) যা আপনি ই-মেইলে লগইন করলেই পেয়ে যাবেন।
  • রিমোটলি ফোনকে কন্ট্রোল করতে এই লিংকে যান।
  • AVG MY Account এ ক্লিক করুন।
  • আপনারর ই-মেইল ও পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।
  • নিচের ছবির মতো ইন্টারফেস পাবেন।
  • এবার Locte ক্লিক করলে ম্যাপে ফোনের লোকেশন দেখতে পাবেন।
  • Shout ক্লিক  করে Next চাপলে আপনার ফোনে নিচের ছবির মতো স্কিন শো করবে এবং মোবাইলে আওয়াজ হতে থাকবে।
  • রিমোটলি ফোন লক করতে চাইলে Lock ক্লিক করুন।
  • পাসওয়ার্ড দিয়ে NEXT ক্লিক করুন।
  • রিমোটলি ফোন আনলক করতে চাইলে Unlock ক্লিক করুন।
  • NEXT ক্লিক করুন ফোন আনলক হয়ে যাবে।
  • ফোনের ডাটা মুছতে চাইলে বা মেমোরি ফরমেট করতে চাইলে wipe ক্লিক করুন।
  • NEXT ক্লিক করুন ফোনের ডাটা মুছবে ও মেমোরিকার্ড ফরমেট হবে।
  • এন্টিথেফ্ট পাসওয়ার্ড চেঞ্জ করতে চাইলে Anti-Theft Password  ক্লিক করুন।
  • পাসওয়ার্ড দিয়ে NEXT ক্লিক করুন। এন্টিথেফ্ট পাসওয়ার্ড চেঞ্জ হবে।
  • আর মনে রাখবেন ফ্রি AVG দিয়ে এত্তো কিছু করা যাবে না। তাই আমার দেওয়া লিংক থেকে এভিজি প্রো ডাউনলোড করবেন।

এত্তো লেখা দেখে হয়তো বা আপনারা বিরক্ত হয়েছেন। তাই কোনো ভুল হলে আমি ক্ষমা প্রার্থী।

আমার একটি ফেসবুক পেজ আছে, চাইলে লাইক করতে পারেন।

Level 2

আমি Sanebin। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 104 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ফোন Hard রিসেট দিলেই সব শেষ।

Level 0

Chor Ar Pic jay mail korbay tarjonno to net connection lagbay ty na? chor er sim a net connection nao taktay paray

তিনবার ভুল প্যাটার্ন বা পাসওয়ার্ড দিলে অটো তার ছবি উঠিয়ে রাখবে। পরে নেট পাওয়া মাত্রই তা আপনার মেইলে পাঠাবে। কিন্তু যদি নেট পাওয়ার আগে সেট রিসেট বা আপনার এন্টিভাইরাস আনইন্সটল করেন তাহলে আর পাবেন না।

    Level 0

    ote kotha. nat na takaly kono luv ni.